মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ০৩:২৫ এএম
নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে গ্যাস, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক এক সভা আজ ২৫ মে বিকাল ৩ টায় খুলশিস্থ বিজিএমইএ ভবনের মাহাবুব আলী হলে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং বিশেষ অতিথি বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ আবদুল হালিম।
অনুষ্ঠানে- বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, এ.এম. শফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকি), মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী
প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন অধিক কার্বন নিঃসরনের ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি প্রেক্ষিতে তা রোধকল্পে বিজিএমইএ পরিবেশ ও মানুষের কল্যাণে ও পোশাক শিল্প কারখানায় অনাকাঙ্খিত অগ্নি দূর্ঘটনা রোধকল্পে গ্যাস, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার জন্য বিজিএমইএ উদ্যোগ গ্রহণ করেছে।
বর্তমান অর্থনৈতিক মন্দাবস্থায় রপ্তানির ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর লক্ষ্যে গ্যাস, বিদ্যুতের মূল্য সমন্বয়, কাস্টমস্্, বন্ড, আয়কর, ভ্যাট, ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম সহজীকরণ পূর্বক পোশাক শিল্পকে যাবতীয় নীতিগত সহযোগিতা প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী ও আঞ্চলিক ব্যবসায়িক হাব হিসেবে পরিণত করার লক্ষ্যে বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বে-টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত শুরু করা এবং চট্টগ্রামের গ্যাস সরবরাহের ক্ষেত্রে জাতীয় গ্রীডের সাথে সংযুক্ত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন বাংলাদেশের পোশাক শিল্প নিরাপদ পরিবেশ বান্ধব ও কমপ্লায়েন্ট হওয়ার কারণে বিশ্ব বাজারে প্রশংসিত হচ্ছে; যা দেশের অন্যান্য শিল্প কারখানার জন্য অনুকরণীয়। তিনি পোশাক শিল্প কারখানায় অনাকাঙ্খিত অগ্নি দূর্ঘটনা রোধকল্পে গ্যাস, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কার্যক্রম মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কর্মসংস্থান বৃদ্ধির কোন বিকল্প নেই, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি পোশাক শিল্প মালিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ তথা পোশাক শিল্প মালিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি চট্টগ্রামে পরিবেশ বান্ধব গ্রীন কারখানা স্থাপনের লক্ষ্যে সীতাকুন্ডস্থ জঙ্গল সলিমপুর এবং দক্ষিণ চট্টগ্রামে প্রয়োজনীয় ভূমি বরাদ্দ এবং পোশাক শিল্প শ্রমিকের সন্তানদের জন্য অবৈতনিক বিজিএমইএ স্কুল ও কারিগরী শিক্ষা ভবন স্থাপনের জন্য চট্টগ্রাম শহরের মধ্যে সরকারী মালিকানাধীন ভূমি বরাদ্দের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি মোঃ আবদুল হালিম বলেন বিজিএমইএ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে পোশাক শিল্প কারখানা সমূহে নিয়মিত ভাবে অগ্নি মহড়া কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। ফলে পোশাক শিল্প কারখানায় অগ্নি দূর্ঘটনা বর্তমানে নেই বললেই চলে, এর জন্য তিনি পোশাক কারখানা সমূহের মালিক সহ বিজিএমইএ’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। পোশাক শিল্পে অগ্নি নিরাপত্তামূলক প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট কার্যক্রমে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী চট্টগ্রাম শহরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে শেয়ার বিল্ডিং-এ অবস্থিত নন-কমপ্লায়েন্স কারখানা সমূহকে স্থানান্তর পূর্বক নিরাপদ ও পূর্ণাঙ্গ কমপ্লায়েন্সকৃত গ্রীন ফ্যাক্টরী স্থাপনের লক্ষ্যে সীতাকুন্ডস্থ জঙ্গল সলিমপুরে বিজিএমইএ’র অনুকূলে প্রয়োজনীয় ভূমি বরাদ্দকরণ এবং পোশাক শিল্প শ্রমিকের সন্তানদের জন্য অবৈতনিক বিজিএমইএ স্কুল ও কারিগরী শিক্ষা ভবন স্থাপনের জন্য চট্টগ্রাম শহরে গার্মেন্টস্্ শিল্প অধ্যূষিত এলাকায় সরকারী মালিকানাধীন ভূমি হতে প্রয়োজনীয় বরাদ্দের জন্য তিনি জেলা প্রশাসক, চট্টগ্রামের নিকট অনুরোধ করেন।
সভায় বিপুল সংখ্যক পোশাক শিল্পের মালিক, বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের ২০০ জন কমপ্লায়েন্স ও ফায়ার সেইফটি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রামের উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক পোশাক শিল্প প্রতিষ্ঠানে গ্যাস, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের উপর উপস্থিত বিভিন্ন পোশাক শিল্প কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিজিএমইএ’র পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: এ কথা আজ সর্বজন স্বীকৃত যে বাংলাদেশের অর্থনীতি এখন রপ্তানির উপর নির্ভরশীল। আর ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। পলিথিন, শপিং ব্যাগ বা পলিইথাই... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব-নিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সো... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্... বিস্তারিত
প্রফেসর মিঞা মো. ইউসুপ চৌধুরী: করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা, বিশ্বব্যাপী চরম মুদ্রাস্ফীতি এবং পরবর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: খোলা সয়াবিন তেল লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা করা হয়েছে। আগে প্রতি লিটার খোলা স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ই-সিগারেট ও ভেপিং ব্যবহার উৎসাহিত করতে এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: গতকাল রোববার (২৮ মে) বিকেলে লালদিঘী মাঠে জামায়াত-বিএনপির অরাজকতা ও নাশকতার বিরু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত