মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ০৪:৫৩ এএম
নিউজগার্ডেন ডেস্ক: পরিবেশের ক্ষতি করার কারণ ও হাইকোর্টের রায় বাস্তবায়নে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনার পর সেই আদেশ অমান্য করায় পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সাত কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সকল অবৈধ ভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছাড়া লিগ্যাল নোটিশে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক, চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়। অ্যাড. এলিনা খানের পক্ষে রোববার (২১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন মিয়াজি রেজিষ্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে উচ্চ আদালত হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই এলাকার পরিবেশের ক্ষতি করার কারণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অবৈধ ইটভাটা বন্ধে ২০১৯ সালের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল। এছাড়া সম্প্রতি হাইকোর্টের গত ১ মার্চ ঢাকার আশপাশের জেলার অবৈধ ইটভাটা বন্ধের ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। ওই সব রায়ের আলোকে এসএবি ইটভাটাসহ ২৫টি অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ গ্রহণ না করায় এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
২০২০ সালের ১৪ ডিসেম্বর সাত দিনের মধ্যে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একই সালের ২৯ নভেম্বর করা রিটে ওই আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশসহ অবৈধ ইটভাটা বন্ধ আরও অনেকগুলো আদেশের কথা নোটিশে উল্লেখ করে বলা হয়, সম্প্রতি হিউম্যান রাইটস ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলা পরিদর্শন করে দেখেছে সেখানে ২৫টি অবৈধ ইটভাটা ব্যবসা পরিচালনা করেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, ১২ মার্চ মোবাইলকোর্ট অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে। বন্ধের পরিবর্তে এ জরিমানা হাইকোর্টের আদেশের সঙ্গে সাংঘর্ষিক।
তাই অবিলম্বে ওই ২৫ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে। আরও এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্ট বিভাগে আদালত অবমাননার অভিযোগ বা রিট দায়ের করা হবে।
জানা গেছে, ১৯ মার্চ চন্দনাইশের ৮০ শতাংশ ভাটাই অবৈধ শীর্ষক দেশের এক দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, চন্দনাইশে বৈধ ও অবৈধ ইট ভাটা রয়েছে ৩১টি। এর মধ্যে ছয়টি বৈধ ও ২৫টি অবৈধ।
এসব ইট ভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই। ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করে ভাটার মালিকরা অবৈধভাবে বছরের পর বছর ইট পোড়ানো অব্যাহত রেখেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন সাময়িক জরিমানা করলেও পরে মালিকরা সবাইকে ম্যানেজ করে ভাটার কার্যক্রম চালিয়ে নিচ্ছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচএফ) চন্দনাইশ ইট ভাটার ওপর সম্প্রতি একটি জরিপ চালিয়েছে।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: যাত্রীবাহী বাস ও পণ্যবাহী মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করে দিয়েছে স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১০ জুন এনডিএমের আসন্ন জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগদান এবং সফল করতে দলীয় ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আর্ন্তজাতিক গুম সপ্তাহে চট্টগ্র... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের এমপি মহিব্বুর রহমান মুহিবকে &lsqu... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার এবং টার্মিনাল পরিত্যক্ত ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ই-সিগারেট ও ভেপিং ব্যবহার উৎসাহিত করতে এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: গতকাল রোববার (২৮ মে) বিকেলে লালদিঘী মাঠে জামায়াত-বিএনপির অরাজকতা ও নাশকতার বিরু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত