মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ০৩:১৪ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া মধ্যম কাঞ্চনার শর্ম্মাপাড়াস্থ এক হিন্দুধর্মীয় হরিমন্দিরের ২৭ শতক দেবোত্তর সম্পত্তির স্বকীয়তা সুরক্ষার আবেদন করা হয়েছে। জানা যায়, কাঞ্চনা মৌজার ১৪৫৯নং আর এস খতিয়ানের মন্তব্য কলামভুক্ত থাকা হরিমন্দির নামের এক দেববিগ্রহের উক্ত ২৭ শতক সম্পত্তির সামিল ৩৭৫০নং বি এস খতিয়ানভুক্ত থাকা দখলদার কলাম বা মালিকানা কলামের মধ্যে প্রিয়তমা নাগ জং (স্বামী) রমেশ চন্দ্র নাগ হিসেবে ২টি ভিন্নজনের নাম লিখিত আছে। অবশ্য উক্ত ২টি ভিন্ননামের স্বয়ংক্রিয় বাতিলের মাধ্যমে কোনো যথাযোগ্য নামের প্রাতিষ্ঠানিক ভূমিরেকর্ড থাকার এক আবেদনপত্র শর্ম্মাপাড়া বারোয়ারী মাতৃমন্দির ও হরিমন্দির কমিটির পক্ষ
থেকে শ্রীকান্ত শর্ম্মা ২৮/০৮/২০২২ইং তারিখে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিয়েছেন বলেও জানা যায়। এ সম্পর্কে ৩০/০৮/২০২২ইং তারিখের পূর্বকোণ বা edainikpurbokone.net পত্রিকার ৭নং পৃষ্ঠার মধ্যে প্রকাশিত থাকা আইনগত বিজ্ঞপ্তির কপি ৩১/০৮/২০২২ইং তারিখে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সাতকানিয়া উপজেলা তুলাতলী ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা বরাবর যথাক্রমে ১৯৮নং, ১৯৯নং ও ২০০নং রেজিষ্ট্রী এ/ডি ডাকযোগে শ্রীকান্ত শর্ম্মা পাঠিয়েছেন বলে সূত্রে উল্লেখ আছে। কিন্তু আইনগত বিজ্ঞপ্তির কোনো লিখিত প্রতিবাদ ২ মাস ৬ দিনের মধ্যে না পাওয়াটাই সংশ্লিষ্ট নাগবংশের সকল পরিবারের নীরব সমর্থনের মাধ্যমে স্ত্রী প্রিয়তমা নাগের নাম ও স্বামী রমেশ চন্দ্র নাগের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়াসহ কোনো যথাযোগ্য নামের ভূমিরেকর্ড থাকার পক্ষে যাওয়া কোনো সুসঙ্গত যুক্তির পরিচয় বলে শ্রীকান্ত শর্ম্মার ধারণা। এমতাবস্থায় উক্ত দেবোত্তর সম্পত্তির স্বকীয়তা সুরক্ষার আবেদনকপি ০৭/১১/২০২২ইং তারিখে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সাতকানিয়া উপজেলা তুলাতলী ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা বরাবর যথাক্রমে ৩৩৬নং, ৩৩৭নং ও ৩৩৮নং রেজিষ্ট্রী এ/ডি ডাকযোগে শ্রীকান্ত শর্ম্মা পাঠিয়েছেন বলেও সূত্রে উল্লেখ আছে। এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, আইনগত বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন ৩১/০৮/২০২২ইং তারিখ থেকে আবেদনকপির ০৭/১১/২০২২ইং তারিখ উক্ত ২ মাস ৬ দিনের সময়কাল পর্য্যন্ত কোনো লিখিত আপত্তি করার কোনো যথাযোগ্য সময়সীমাটি সম্ভবত: পার হয়ে গিয়ে কোনো তামাদি সময়কাল চলতে থাকার ধারণাটিও শ্রীকান্ত শর্ম্মা আবেদনকপির মধ্যে লিখে দিয়েছেন। পরবর্তী একপর্যায়ে উক্ত সুরক্ষার প্রাতিষ্ঠানিক সুব্যবস্থা সরবরাহের ব্যাপারে যাতে বিলম্ব বা দীর্ঘসূত্রীতা না থাকে সেজন্য শ্রীকান্ত শর্ম্মা বলেন, প্রাতিষ্ঠানিক অগ্রগতি জানতে চেয়ে এক আবেদনকপি ০৩/০৫/২০২৩ইং তারিখে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৫৩৭নং রেজিস্ট্রী এ/ডি ডাকযোগে পাঠানো গেছে।সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: সাতকানিয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আধুনিক একটি ইটভাটা দখলচেষ্টা, ভ... বিস্তারিত
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: প্রতিবেশী সেরেকুল মণ্ডলের মাদকাসক্ত ছেলে রোমানের সঙ্গে নাবালিক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ৩য় যুগ্ম জেলা ও দায়রাজজ এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম কারাগারের সাবেক কারারক্ষীর বিরুদ্ধে স্থায়ী ঠিকানা ও সনদ জালিয়াতি ক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মোমবাতি প্রতীকের প্রার্থী সামাদ ভোটগ্রহণের শুরুতেই অনিয়মের অভিযোগ তোলেন। দু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ‘দ্রব্যমূল্যের বাজারে সামান্য টাকা রোজগারে যখন গলদঘর্ম অবস্থা ঠিক তেমনি দুঃ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ই-সিগারেট ও ভেপিং ব্যবহার উৎসাহিত করতে এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: গতকাল রোববার (২৮ মে) বিকেলে লালদিঘী মাঠে জামায়াত-বিএনপির অরাজকতা ও নাশকতার বিরু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত