দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

newsgarden24.com    ১১:৩০ পিএম, ২০২৩-০৫-০২    157


দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ করার প্রতিবাদে আজ মঙ্গলবার (২ মে) বিকালে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে দোহাজারী হাজারী মার্কেট’র সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দোহাজারী নাগরিক কমিটির সহ-সভাপতি আলী আকবর;র সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য আব্দুস শুক্কুর, দোহাজারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, মুন্সি আবদুর রউফ সৌরভ, নুর হোসাইন, ফয়েজ আহমদ টিপু, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি

লোকমান হাকিম, মনছুর আলী ফয়সাল, সাবেক মেম্বার যথাক্রমে জামাল উদ্দীন, শাহ আলম, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নাজিম উদ্দীন, মোহাম্মদ আলমগীর, মুহিম বাদশা, আবু তৈয়ব, জহির উদ্দীন বাবুল, সিরাজুল ইসলাম, সাংবাদিক এম. এ রাজ্জাক, নাছির উদ্দীন বাবলু, বিএনপি নেতা আপিল উদ্দীন আহমদ, ওসমান আলী, শহিদুল ইসলাম, ইসমাইল, পারভেস, কায়েস, আমির হোসেন, ডা. নোমান রিজভী, কামরুল হাসান মিন্টু, হেলাল মাহমুদ, ইফরান আহমদ জাসু, মৌলানা তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা বাদশা মিয়া প্রমুখ। 

সমাবেশ চলাকালে চট্টগ্রাম কক্সবাজার মহা-সড়ক আধা ঘন্টাকাল ব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে দোহাজারী সড়ক বিভাগের সামনে পুনরায় বিক্ষোভ সমাবেশ করে। 

সভায় বক্তাগণ বলেন- বিশেষ একটি মহলের ইন্ধনে দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ করায় ক্ষোভ প্রকাশ করেছেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌরসভা ও ৮ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। 

জানা যায়, ১৯৯২ সালে দোহাজারী, কক্সবাজার, বান্দরবান পৃথক পৃথক সড়ক বিভাগ নামকরণ করা হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে এই তিন সড়ক বিভাগকে নিয়ে সাব-ডিভিশন অফিস চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায় করার লক্ষে জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণ করেন, যা এখনও দৃশ্যমান। বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিগত দুই বছর পূর্বে একটি মহল দোহাজারী সড়ক বিভাগকে পটিয়া স্থানান্তরিত করার অপচেষ্টায় লিপ্ত থাকার বিষয়ে অবগত হয়ে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ডিও লেটারের মাধ্যমে তা স্থগিত করেন। পরবর্তীতে দোহাজারী সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলী সুমন সিংহের নিজ বাড়ী পটিয়ায় হওয়ার কারণে তিনি এ প্রক্রিয়ার সাথে জড়িত থেকে সে প্রক্রিয়াকে বাস্তবায়নের লক্ষ্যে মহলটি তাদের কাজ চালিয়ে যাওয়ায় গত বছর ১০ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত চিঠিতে দোহাজারী সড়ক বিভাগের নামকরণ বিষয়ে মতামত চেয়ে দোহাজারী সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলী, সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর মতামতসহ প্রতিবেদন প্রধান প্রকৌশলীর সুনির্দিষ্ট প্রস্তাব উল্লেখ করে প্রেরণের জন্য অনুরোধ জানান। 

প্রতিবেদনের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সওজ গেজেটেড সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করেন। গেজেটে চট্টগ্রাম সড়ক জোনের দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ নামকরণ করা হয়।

গেজেট প্রকাশিত হওয়ার পর থেকেই দোহাজারীসহ চন্দনাইশের বিভিন্ন এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবী দোহাজারী একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে এক সময় লবণ শিল্প, ১৯৩০ সালে দোহাজারী রেলস্টেশন তথা আখেরী স্টেশন প্রতিষ্ঠা, দক্ষিণ চট্টগ্রামের সবজি ভান্ডার দোহাজারী, মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস বিজড়িত দোহাজারী, মুগল আমলের ইতিহাস বিজড়িত দোহাজারী থেকে সড়ক বিভাগের নাম পরিবর্তন কোনো ভাবেই মেনে নিবে না দক্ষিণ চট্টগ্রামবাসী। 

বক্তারা আরো বলেন, ক্যাডার সার্ভিসে নিজ জেলায় চাকরি করার বিধান না থাকলেও দীর্ঘ ৪ বছর ধরে দোহাজারী সড়ক বিভাগে নিবার্হী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন পটিয়ার অধিবাসী প্রকৌশলী সুমন সিংহ। 

সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, তিনি বিষয়টি জেনে মর্মাহত হয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলে এলাকাবাসীর দাবি তুলে ধরে প্রয়োজনে ডিও-লেটার দিয়ে পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। 

এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী সুমন সিংহ বলেছেন, দক্ষিণ জেলা আ‘লীগের সভাপতি প্রয়াত মোসলেম উদ্দীন আহমদ এমপি নিবার্চিত হওয়ার পর ডিও লেটার দিয়ে চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ করার প্রস্তাব দেন। ফলে মন্ত্রণালয় এই সিন্ধান্ত গ্রহণ করে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা মন্ত্রণালয়ের অধীনে চাকরি করি।

বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের উপ-শহর দোহাজারীর অতীত সরকারের আমলে দক্ষিণ চট্টগ্রাম বাসীর দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মধ্যস্থানে দোহাজারী সড়ক বিভাগ প্রতিষ্ঠিত করে। দোহাজারী সড়ক বিভাগের অধীনে সড়কের যাবতীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। একটি মহল ষড়যন্ত্রমূলক দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে দক্ষিণ জেলা সড়ক বিভাগ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।  

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহয়ের কুশপুত্তলিকা দাহ করেন। পরে সড়ক ভবনের সামনে অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল দোহাজারী সড়ক অফিস পর্যন্ত পদক্ষিণ করে পুনরায় দোহাজারী সদরে ফিরে আসে।
 

সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল


রিটেলেড নিউজ

আজ প্রথম হজ ফ্লাইট 

আজ প্রথম হজ ফ্লাইট 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: ২০২৩ সালের প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে আজ (শনিবার) মধ্যরাতে। শনিবার (২০ মে) দিনগত... বিস্তারিত

মিয়ানমার উপকূলে তাণ্ডব চালাচ্ছে মোখা

মিয়ানমার উপকূলে তাণ্ডব চালাচ্ছে মোখা

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমার উপকূলে তাণ্ডব চালাচ্ছে। কেন্দ্র... বিস্তারিত

প্রধানমন্ত্রীর সফরের অর্জনে বিএনপির গাত্রদাহ আর ফখরুলের মিথ্যাচারের রেকর্ডভঙ্গ: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের অর্জনে বিএনপির গাত্রদাহ আর ফখরুলের মিথ্যাচারের রেকর্ডভঙ্গ: তথ্যমন্ত্রী

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছ... বিস্তারিত

চট্টগ্রাম শিক্ষাবোর্ড বন্ধের দিনেও খোলা থাকবে!

চট্টগ্রাম শিক্ষাবোর্ড বন্ধের দিনেও খোলা থাকবে!

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। সুষ্ঠু পরিবেশে পরী... বিস্তারিত

স্মার্ট সিটিজেন তৈরীর জন্য মোবাইল ট্যাবলেট ভূমিকা রাখবে: নওফেল

স্মার্ট সিটিজেন তৈরীর জন্য মোবাইল ট্যাবলেট ভূমিকা রাখবে: নওফেল

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, স্মার্ট সিটিজেন তৈরির... বিস্তারিত

এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল শুরু 

এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল শুরু 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমু... বিস্তারিত

সর্বশেষ

তামাকমুক্ত বাংলাদেশ গড়বে তামাক কোম্পানি!

তামাকমুক্ত বাংলাদেশ গড়বে তামাক কোম্পানি!

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: ই-সিগারেট ও ভেপিং ব্যবহার উৎসাহিত করতে এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রি... বিস্তারিত

আওয়ামী লীগের জনসভা শেষে ধাওয়া পাল্টা ধাওয়া 

আওয়ামী লীগের জনসভা শেষে ধাওয়া পাল্টা ধাওয়া 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: গতকাল রোববার (২৮ মে) বিকেলে লালদিঘী মাঠে জামায়াত-বিএনপির অরাজকতা ও নাশকতার বিরু... বিস্তারিত

বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নেই, আছে এক দলীয় সরকার: বরকত উল্লাহ বুলু

বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নেই, আছে এক দলীয় সরকার: বরকত উল্লাহ বুলু

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত

বিএনপির পদযাত্রায় বাদশার নেতৃত্বে যুবদলের অংশগ্রহণ

বিএনপির পদযাত্রায় বাদশার নেতৃত্বে যুবদলের অংশগ্রহণ

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত