মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ০২:৫৭ এএম
নিউজগার্ডেন ডেস্ক: "রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অর্থভুক্তিমূলক বিশ্বগঠন" আজ ১ এপ্রিল (শনিবার) বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ এ কথা জানান।
তিনি লিখিত বক্তব্যে জানান, আগামীকাল ২ এপ্রিল ২০২৩ ইং ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। আপনাদের সহযোগিতায় ২০০৮ সাল হতে চট্টগ্রামে এ দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত
দিবসকে সামনে রেখে আগামী ৮ এপ্রিল ২০২৩ শনিবার সকাল ৯ টায় চট্টগ্রাম থিয়েটার ইনষ্টিটিউট-এ বিশেষ শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, অটিজম উত্তরণে আলোকিত মা সম্মাননা প্রদান ও দিবসের মূল প্রতিপাদ্য - “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধন অর্ন্তভুক্তিমূলক বিশ্বগঠন” বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।তিনি লিখিত বক্তব্যে আরো জানান, ইউ.এস. সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর সর্বশেষ জরিপ অনুযায়ী প্রতি ৩৬ জন আমেরিকান শিশুর মধ্যে ১ জনের অটিজম আছে এবং আমাদের দেশে প্রতি ১,০০০ জনে ১ হতে ৩ জন শিশু অটিজম বৈশিষ্ট সম্পন্ন। গবেষণায় আরো জানা যায় যে, মেয়েদের তুলনায় ছেলেদের অটিজম হয়ে থাকে ৪ থেকে ৫ গুণ বেশি। তুলনা করে দেখা গেছে, সম্মিলিত ভাবে যত শিশুর ডায়াবেটিস, এইডস, ক্যান্সার, সেরিব্রাল পালসি, সিস্টিক ফাইব্রোসিস, মাসকুলার ডিস্ট্রফি এবং ডাউন সিন্ড্রোম হয়ে থাকে তার চেয়ে অটিজমের সংখ্যাই বেশি। প্রতি বছর আমেরিকায় ২ মিলিয়ন লোকের মাঝে এএসডি (অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার) দেখা যায় এবং সারা বিশ্বে ১০ মিলিয়নের মত লোকের অটিজম হয়ে থাকে। এছাড়া আমেরিকায় সরকারী পরিসংখ্যানে দেখা গেছে যে, সাম্প্রতিক বছরগুলোতে এই অটিজমের বিস্তার বার্ষিক ১০ থেকে ১৭ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধিও নির্ভরযোগ্য কোন কারণ ও ব্যাখ্যা জানা যায়নি। তবে উন্নত যথাযথ রোগ নির্ণয় প্রক্রিয়ার প্রভাব এবং পরিবেশগত প্রভাব এর জন্য দায়ী বলে বিবেচনা করা হয়ে থাকে।
বাংলাদেশে ২০১১ সাল হতে গনপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে অটিজম বিষয়ক ন্যাশনাল এডভাইজরি কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ এর মাধ্যমে সচেতনতা সৃষ্টিসহ সামগ্রিকভাবে প্রতিটি বিষয়ে বিশেষ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন যাতে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে বলে আমরা মনে করি এবং তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অটিজম বিষয়ে উপদেষ্টা হিসাবে কাজ করছেন এবং ইতিমধ্যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অন আর্থ অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন।
চট্টগ্রামে থেরাপিষ্ট এবং বিশেষায়িত স্কুলের সংখ্যা খুবই অপ্রতুল। প্রয়োজনীয় উদ্যোগ এবং পেশাগত সুযোগ-সুবিধা না থাকায় শিক্ষিত ছাত্র-ছাত্রীরা এই বিশেষ শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত না হওয়ায় কাঙ্খিত অগ্রগতিও হচ্ছে না।
নিষ্পাপ স্কুল এর মাধ্যেমে স্কুল স্ট্রাকচার, অকুপেশনাল থেরাপি, স্পীচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির উপর বছরব্যাপি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রতিটি অটিজম শিশুর আচরণ স্বতন্ত্র হওয়ার কারণে তাদের প্রশিক্ষণ ব্যবস্থা (IEP মাধ্যমে) ভিন্ন, তাই ১:১ বা ক্ষেত্র বিশেষে ১:২ ব্যবস্থায় দ্রুত অগ্রগতি পরিলক্ষিত হয়। কিন্তু সামগ্রিক এই বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। অধিকাংশ ক্ষেত্রেই যা অভিভাবকরা পরিবারের অন্যান্য স্বাভাবিক সন্তানের লেখাপড়ার পাশাপাশি অটিজম শিশুর জন্য অতিরিক্ত ব্যয়ভার বহনে অক্ষমতার কারণে এবং পরিচালন ব্যয় বেশি হওয়ায় যথাযথভাবে স্কুল সমূহ পরিচালনা অত্যন্ত কঠিন। আন্তরিকভাবে এ সব স্কুল পরিচালনায় যারা নিয়োজিত আছেন তাদের চিত্ত-বিত্তের অধিকারী সমাজ অনুভাবকদের মুখাপেক্ষী হতে হয়। এক্ষেত্রে সরকারি- বেসরকারি সহায়তার প্রয়োজন। ২০১৩ সালের এন.ডি.ডি সুরক্ষা আইনের মাধ্যমে NDD Protection Trust এর সহায়তায় প্রফেশনালদের প্রশিক্ষণ, বিভিন্ন পলিসি নির্ধারণ, কাযরত প্রতিষ্ঠান সমূহ নিয়ন্ত্রন সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে । বিশেষ শিশুদের চলমান - স্বাস্থ্যভাতা, শিক্ষা উপবৃত্তি, বয়স্কভাতার পরিমান বৃদ্ধি করা প্রয়োজন ।
তিনি লিখিত বক্তব্যে জানান, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পি এইচ পি ফ্যামিলি সহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, বিত্ত ও চিত্রবান ব্যক্তিদের আর্থিক সহায়তামূলক প্রতিশ্রুতির উপর ভিত্তি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ নন্দিরহাটে ফাউন্ডেশনের ক্রয়কৃত ভূমিতে স্বপ্নের মালিটপারপাস কমপ্লেক্স "মায়াকাননের" নির্মাণ কাজ শুরু হয়েছে এতে সকলের আর্থিক সহায়তার প্রয়োজন।
তিনি লিখিত বক্তব্যে আরো জানান, সুদীর্ঘ ১৬ বছর পর্যন্ত অটিজম বিষয়ে যতটুকু সচেতনতা সৃষ্টি হয়েছে তার জন্য গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি। ইলেকট্রনিক ও প্রিন্ট মিড়িয়া অটিজম শিশুদের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার করণীয় সম্পর্কে যেভাবে উপস্থাপন করছে, তার প্রেক্ষিতে সবাই যদি অটিজম শিশুদের স্বাভাবিক শিশুর মতো গ্রহণ করে এবং তাদের কল্যাণে এগিয়ে আসে তাহলেই বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের সফলতা আসবে।
আজ আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের সদয় জ্ঞাতার্থে নিম্নলিখিত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই-
১। অটিজম বিষয়ে অধিকতর গণসচেতনতা তৈরির জন্য সকলে এগিয়ে আসুন। আবদ্ধ কনভেনশন হলে ভুক্তভোগীরা একত্রিত হয়ে সচেতনতা সৃষ্টির প্রোগ্রাম করলে হবে না। সবার দর্শনযোগ্য ডিসি হিল বা উন্মুক্ত মঞ্চে বিশেষ শিশুদের এই প্রোগ্রাম করতে চাই। এই ব্যাপারে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
২। অটিজমের কোন ভৌগলিক, রাজনৈতিক, ধর্মীয় সীমারেখা নেই। তাই সমাজের সকলস্তরের সকল শ্রেণি পেশার মানুষকে যদি অটিজম শিশুদের কল্যাণে সম্পৃক্ত করা যায় তবেই তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
৩। প্রতিটি ইতিমধ্যে প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেলে চালু গুলিসহ সকল সরকারি-বেসরকারি হাসপাতালে শিশু মনোবিকাশকেন্দ্র চালু পূর্বক দ্রুত অটিজম শনাক্তকরণের ব্যবস্থা চাই।
৪। গত ১৩ বৎসর যাবৎ সংবাদ সম্মেলন ও বিভিন্ন মাধ্যমে দেশের লক্ষ লক্ষ বেসরকারি স্কুল সমূহের ন্যায় গুটি কয়েক অটিজম স্কুলের প্রফেশনাল ও শিক্ষক শিক্ষিকাদের সরকার এমপিও ভুক্তির আবেদন গ্রহন করেছে ২০২০ সালে। ৩ বছর হলেও এই ব্যাপারে সুস্পষ্ঠ কোন ঘোষনা হয়নি, আমরা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্তের জন্য আবেদন জানাই।
৫। যে সকল নিবন্ধিত প্রতিষ্ঠান অটিজমের কল্যাণে কাজ করছে তাদের কল্যাণমূলক কাজের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে অনুদান প্রদানের আবেদন জানাই।
৬। সাধারণ সরকারি- বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অটিজম বিষয়ে প্রশিক্ষণ প্রদান পূর্বক দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় সমূহে পৃথক অটিজম শাখা প্রতিষ্ঠাপূর্বক অটিজম শিশুদের যথাযথ শিক্ষা নিশ্চিত করার আবেদন জানাই।
৭। চট্টগ্রামে থেরাপিষ্ট-এর পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় তারা এখানে কাজ করতে চায় না। CRP থেকে কোর্স সম্পন্নকরীদের ইন্টার্নশিপের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় কাজ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে বাধ্য করা।
৮। বিশেষ শিক্ষা ব্যবস্থায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য বি.এস.এড ডিগ্রী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাতে হওয়ায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের ৭ জন শিক্ষিকা ইতিমধ্যে Bsed সম্পন্ন করেছেন এবং একজন Msed সম্পন্ন। এই ডিগ্রীটি চট্টগ্রামে টিউটোরিয়াল কেন্দ্র চালু করলে প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকরা ডিগ্রিটি সম্পন্ন করতে পারবেন। তাতে পরোক্ষভাবে বিশেষ শিশুরা উপকৃত হবে তাই এই বিষয়ে উদ্যোগ আশা করছি।
এখানে আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে ২০১৮ এনডিডি সুরক্ষা ট্রাস্ট এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অটিজম উত্তরণে বিশেষ ভূমিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে নিষ্পাপ অটিডাম ফাউন্ডেশনকে জাতীয় পুরষ্কার ২০১৮ এ সম্মানিত করেছে। আমরা চাই সমাজের সকল স্তরের সকল পেশার মানুষের সহায়তার মাধ্যমে অটিজম সহ এনডিডি শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সক্ষম হবে।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
এম. এইচ সোহেল: ঔষুধ বিজ্ঞানী হলেও বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় লেখক “অনিক শুভ”। ওষুধ বিজ্ঞানের প... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বহুজাতিক তামাক কোম্পানির অর্থায়নে ধূমপানের বিকল্প বিষয়ে গবেষণার নামে বাংলা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আচার্য্য ড. দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারতের উদ্যোগে গত রবিবার চট্টগ্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, প্রাপ্তবয়স্কদের প্রতি ৫ ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সারগাম সংগীত পরিষদের আয়োজনে বিশিষ্ট নাট্যকার, লেখক ও গবেষক প্রয়াত আহাম্মদ কবী... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সারগাম সংগীত পরিষদের আয়োজনে নাট্যকার ও লেখক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণ সভা উ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ই-সিগারেট ও ভেপিং ব্যবহার উৎসাহিত করতে এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: গতকাল রোববার (২৮ মে) বিকেলে লালদিঘী মাঠে জামায়াত-বিএনপির অরাজকতা ও নাশকতার বিরু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত