নিত্যপণ্যের দাম কমিয়ে দেশবাসীকে বাঁচান: স.উ.ম. আবদুস সামাদ

newsgarden24.com    ০৮:৫২ পিএম, ২০২৩-০৩-১৮    275


নিত্যপণ্যের দাম কমিয়ে দেশবাসীকে বাঁচান: স.উ.ম. আবদুস সামাদ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, স্বাধীনতার বায়ান্ন বছর চললেও কীভাবে জাতীয় নির্বাচন হবে এই প্রশ্নে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়া দুর্ভাগ্যজনক। জনগণ আজ সর্বগ্রাসী সংকটে-দুর্দশায় দিনাতিপাত করছে। দেশবাসী আজ বিপন্ন ও দিশেহারা। বড় দুই দল জনগণকে জিম্মি করে ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত হয়ে উঠেছে। এম এ মতিন বলেন, পরিত্যক্ত তত্ত্বাবধায়ক সরকার বা গোঁজামিলের দলীয় সরকার কোনোটাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারে না। এটাই আজ প্রমাণিত। সংবিধান সংশোধন করে স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী কার্যকর নির্বাচন

কমিশন গঠনের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের স্থায়ী সুরাহা করতে হবে। আজ ১৮ মার্চ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে দলীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ। মহাসমাবেশে পেশকৃত ১০ দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ। সংখ্যাগরিষ্ঠ অবহেলিত সুফিবাদি জনতার রাজনৈতিক অধিকার আদায়, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ইসলামী শিক্ষা সংকোচন নীতি পরিহার, দুর্নীতিবাজদের বিচার এবং বিদেশে পাচারকৃত লাখ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা, বায়তুল মুকাররম, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পগুলোতে বাতিল বিকৃত মতাদর্শী স্বাধীনতা বিরোধীদের অপসারণ করে সুন্নি আলেম ইমাম খতিব ও ইসলামী লেখক-গবেষকদের নিয়োগ প্রদান, অন্যান্য দেশের মতো এদেশেও হাজীদের জন্য বিশেষ ভর্তুকি দেয়া ও বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, পাহাড়ি-বাঙালিদের মধ্যে বিভেদ বিরোধ তৈরি না করে সবাই সম্প্রীতির সঙ্গে বসবাসের পরিবেশ সৃষ্টি করা, প্রতিটি জেলায় একটি করে আলিয়া বা ফাযিল মাদ্রাসা সরকারিকরণ, প্রতিটি বিভাগে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, কলেজ-মাদ্রাসা শিক্ষাধারায় চলমান বেতন বৈষম্য নিরসন, শিক্ষক নিয়োগ বিধি ও জনবল বিধিতে সমতা আনা, দক্ষিণ চট্টগ্রামে মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদীর (রহ.) নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চট্টগ্রাম নগরে বর্ষায় জলাবদ্ধতা সংকটের স্থায়ী সমাধান করা তথা আসন্ন বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, নগরে অসহনীয় যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করা, উত্তর চট্টগ্রামের যাতায়াত ব্যবস্থা সহজ করতে জানালী হাট রেল স্টেশন থেকে কাপ্তাই পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা, চট্টগ্রামের দুঃখ খ্যাত কালুরঘাটে অবিলম্বে নতুন দ্বিমুখী সড়ক ও রেল সেতু নির্মাণের পদক্ষেপ নিয়ে বোয়ালখালীকে উপশহর হিসেবে গড়ে তোলা, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী-বন্দরকে ঘিরে ওয়ান সিটি টু টাউন সত্যিকার অর্থে বাস্তবায়ন করা সহ নানা জনসম্পৃক্ত দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়। 
মহাসমাবেশে ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, দেশের মানুষ আজ শান্তি-স্বস্তিতে নেই। নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের দামের চাপে আজ জনগণ পিষ্ট। সরকারের এতো হম্বিতম্বির পরও কর্পোরেট সংস্থাগুলোর অসাধু কারসাজি থামানো যাচ্ছে না। সিন্ডিকেট ব্যবসার লাগাম টানতে সরকার ব্যর্থ। গরিব মানুষের কথা কেউ ভাবেন বলে মনে হয় না। জনগণের ভোট ও ভাতের অধিকার আজ কেড়ে নেয়া হয়েছে। এই মহূর্তে শান্তিপ্রিয় দেশবাসীকে সুশাসন ও গণতন্ত্রের পক্ষে এবং ভাত ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে শামিল হতে হবে। দুই দলের সংঘাতপূর্ণ রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ বলেন, দেশবাসী আজ ভালো নেই। দেশে এখন মাত্র দুটি শ্রেণিÑউচ্চবিত্ত ও নি¤œবিত্ত। মধ্যবিত্ত শ্রেণি আজ উধাও। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে গরিব মানুষেরা। অথচ জনগণের দুঃখ দুর্দশা বঞ্চনার অবসানে কোনো দলই আন্তরিক নয়। জাতীয় নির্বাচন এলে মানুষ ভয় পায়। সংঘাত হাঙ্গামা বেড়ে যায়। আমরা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার যেমন চাই না, তেমনি আজিজ-হুদা মার্কা দলীয় আজ্ঞাবহ মেরুদন্ডহীন অকার্যকর নির্বাচন কমিশনও চাই না। স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের প্রতি গণআস্থা ফিরিয়ে আনার জোর দাবি জানাই আমরা। তিনি ইসলামী ফ্রন্টের পেশকৃত দাবিসমূহ মানতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন, আমাদের জন্য বড় দুঃখের ব্যাপার যে, জঙ্গি চেতনা লালনকারী ও বাতিল মতাদর্শী অনেক দল আজ ইসলামী দল হিসেবে আখ্যা পাচ্ছে।। যারা ইসলাম প্রতিষ্ঠার নামে জ্বালাও পোড়াও এবং সহিংসতায় লিপ্ত তাদের বর্জন করতে হবে। তাদেরকে ইসলামী দল হিসেবে মর্যাদা দেয়া যাবে না। তিনি এ ব্যাপারে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। ইসলামী ফ্রন্ট মহাসচিব মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে ভারত সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও মুহাম্মদ আখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার। অনুষ্ঠিত মহাসমাবেশে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়, প্রেসিডিয়াম, জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ ড. ইছমাঈল নোমানী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ আহমদ হোসেন আলকাদেরী, পীরজাদা আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, পীরে তরিকত সহিদ উদ্দিন আল হাসানী আল মাইজভা-ারী, আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ আবু জাফর মঈন উদ্দীন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, কাজী মুহাম্মদ সোলায়মান চৌধুরী, মাওলানা এম এ মাবুদ, মাওলানা এস এম শাহজাহান, অধ্যাপক আবুল মনসুর দৌলতী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদম রসূলী, এম এ মুস্তফা হেজাজী, অধ্যক্ষ সালাহ উদ্দিন খালেদ, মাওলানা আব্দুন নবী আলকাদেরী, উপাধ্যক্ষ সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, অধ্যাপক আব্দুর রহিম মুনিরী, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, নাসির উদ্দিন মাহমুদ, কাজী মুহাম্মদ হানিফ, যুবসেনার সভাপতি গোলাম মুহাম্মদ ভূইয়া মানিক, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার সভাপতি সাইফুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাবের প্রমুখ। 

সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল


রিটেলেড নিউজ

১৪ জুন তারুণ্যের সমাবেশ সফল করতে ৫ থানার যৌথ প্রস্তুতি সভা

১৪ জুন তারুণ্যের সমাবেশ সফল করতে ৫ থানার যৌথ প্রস্তুতি সভা

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১৪ জুন, বুধবার চট্টগ্রাম মহানগরে “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফল ক... বিস্তারিত

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য লাগামহীন: মোশাররফ হোসেন দীপ্তি

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য লাগামহীন: মোশাররফ হোসেন দীপ্তি

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত

চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ প্রস্ততি সভা 

চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ প্রস্ততি সভা 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১১ জুন কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে ... বিস্তারিত

‘রোটারির মূল কাজই হলো, সমাজের কম ভাগ্যবানদের জন্য কিছু করা’

‘রোটারির মূল কাজই হলো, সমাজের কম ভাগ্যবানদের জন্য কিছু করা’

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ২০২৩-২৪ রোটাবর্ষের প্রথম ক্লাব অ্যাসেম্বলীতে ... বিস্তারিত

সিএইচসিপিদের পক্ষ থেকে আনন্দ র‌্যালি

সিএইচসিপিদের পক্ষ থেকে আনন্দ র‌্যালি

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক:   আজ ২/৬/২০২৩ইং  সকাল ১০.৩০ঘটিকায়,বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম ... বিস্তারিত

জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় গণ মানুষের প্রতি এই সরকারের কোন দরদ ও দায়িত্ববোধ নেই: সৈয়দ গিয়াস উদ্দিন আলম

জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় গণ মানুষের প্রতি এই সরকারের কোন দরদ ও দায়িত্ববোধ নেই: সৈয়দ গিয়াস উদ্দিন আলম

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় গণ মানুষের প্রতি এই সরকারের কোন দরদ ও দায়িত্ববো... বিস্তারিত

সর্বশেষ

১৪ জুন তারুণ্যের সমাবেশ সফল করতে ৫ থানার যৌথ প্রস্তুতি সভা

১৪ জুন তারুণ্যের সমাবেশ সফল করতে ৫ থানার যৌথ প্রস্তুতি সভা

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১৪ জুন, বুধবার চট্টগ্রাম মহানগরে “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফল ক... বিস্তারিত

৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন  

৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন  

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। ২০-তম কমিশন বৈঠক শেষে বৃহস্পতিব... বিস্তারিত

‘রপ্তানির প্রবৃদ্ধিতে লজিষ্টিক খাতে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই’

‘রপ্তানির প্রবৃদ্ধিতে লজিষ্টিক খাতে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই’

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: Intregrated Supply Chain Management বিষয়ে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদ... বিস্তারিত

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য লাগামহীন: মোশাররফ হোসেন দীপ্তি

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য লাগামহীন: মোশাররফ হোসেন দীপ্তি

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত