শনিবার, ২৫ মার্চ ২০২৩ ০২:০০ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর হিলভিউ পাবলিক স্কুলে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ ১১ মার্চ (শনিবার) সকাল ১০ টায় বিদ্যালয় নির্বাহী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে, বিদ্যালয় শিক্ষক খোরশেদ আলমের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্যে শিক্ষিত জাতি চাই। এ শিক্ষা হতে হবে যুগোপযোগী এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এ শিক্ষাক্রমের প্রবর্তন এবং সম্প্রসারণ করেছে বর্তমান সরকার। এর মাধ্যমে গড়ে উঠবে মেধাবী
জাতি, নিশ্চিত হবে দেশের কাংখিত উন্নয়ন।স্কুল ক্যাম্পাসে ১০টি স্টলে বিভিন্ন বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করেন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। শনিবার চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর হিলভিউ পাবলিক স্কুলের ২য় তলায় প্রথমবারের মতো ব্যতিক্রম এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা নান্দনিক সাজে সুসজ্জিত হয়ে জমকালো আয়োজনের পরিণত হয়।
সৌর জগত, ফ্রি ইলেকট্রিসিটি ইউজিইং বাই হুইল, টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরি, অবস্টেকল এভয়ডিং রোবট কার, বিদ্যুৎ উৎপাদন ও রিসাইকেল, দূষণমুক্ত পানি, লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি ছাড়া সেচ প্রকল্প, ওয়াটার এলার্ম, আগ্নেয়গিরির উদ্গিরণ, স্মার্ট সিটি, প্রকৃতি বাঁচাও পৃথিবী বাঁচাও, সৌর জগত, পানি শনাক্তকারী যন্ত্র উপস্থাপন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, অতীত ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মেলায় উপস্থাপিত এসব প্রজেক্ট নিয়ে কাজ করছেন তারা। স্কুলের প্রধান শিক্ষক বলেন, অধিকতর সুন্দরভাবে প্রাণবন্ত করে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করতে এই বিশেষ দিনে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। স্কুলের সভাপতি বলেন, নগরীর সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য বরাবরই ব্যতিক্রম আয়োজন করে থাকে।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সভাপতি জানান, মেলার ১০টি স্টলের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রদর্শনী করে শিক্ষার্থীরা। এতে সেরা স্টলকে পুরস্কৃত করা হয়। এছাড়া মেলায় বিজ্ঞান ও প্রযু্িক্ত কুইজ, বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব'র (IIUC FC) উদ্যোগে দ্বিতীয় বারের মত... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আজ ১৭ মার্চ প্রেসিডেন্সি ইন্ট্যারন্যাশনাল স্কুলের উদ্যোগে বর্ণিল আয়োজনের মা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) আজ বুধবার পরি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) আজ বৃহস্পতিবা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র সিভিল ইঞ্জিনিয়ারিং(পুরকৌশল) বিভাগের গ্রা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চবি’র প্রথম নারী সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার একটি লুটপাট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছ... বিস্তারিত