শনিবার, ২৫ মার্চ ২০২৩ ০১:৩২ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ’র উদ্যোগে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব ১০ - ১৫ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
চট্টগ্রাম কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ’র সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, নানাবিধ সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্রে ঘেরা সুন্দর সবুজাভ চট্টগ্রামে রয়েছে সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমের উজ্জ্বল ইতিহাস। লোকসংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের প্রধানতম অঞ্চলগুলোর মধ্যে চট্টগ্রাম এর নাম বেশ সামনে থেকেই উচ্চারিত হয়। লোকসংস্কৃতির গভীরতর জীবনদর্শন এবং একই সাথে ভৌগলিকতার
প্রভাব সে জীবনদর্শনের গতিপ্রকৃতিকে কিভাবে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেটির বেশ বড় উদাহরণ হয়ে আছে এ অঞ্চলের মানুষের জৈবনিক চর্চা ও সংস্কৃতির পাঠ। আর তাই বছরব্যাপী সাংগঠনিক পর্যায়ে শিল্পসাহিত্যের বিভিন্ন আয়োজনে সরব থাকে চট্টগ্রামের সংস্কৃতিক অঙ্গন। নাটক, সংগীত, আবৃত্তি, নৃত্য, চিত্রকলা, সাহিত্যায়োজনসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে এই সরবতা দেশের সামগ্রিক সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতেও সহায়ক হচ্ছে। আমরা জানি এই জনপদ তথা চট্টগ্রামের শিল্পী সংস্কৃতি গড়ে উঠেছে কর্নফুলীকে ঘিরে।মো. মুজাহিদুল ইসলাম আরো জানান, কর্ণফুলীর পলিমাটির মায়া মিশে আছে আমাদের আবেগ ও জীবনধারায়। আর তাই এ উৎসবের শিরোনাম হিসেবে আমরা বেছে নিয়েছি কর্ণফুলীকে। এই আয়োজনের মধ্য দিয়ে ও আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের কর্ণফুলীকে দখল ও দুষনমুক্ত করার আর যাবতীয় উদ্যোগ নেয়ার অনুরোধ জানাই ও জনসাধারনকে সচেতন হওয়ার আহ্বান জানাই।
তিনি জানান, মঞ্চে সংস্কৃতি চর্চার প্রায় সবগুলো মাধ্যমকে (একত্রিত করে আয়োজিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী 'কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব"। কর্নফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে আগামী ১০-১৫ মার্চ ২০২০ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য এ আয়োজনে এ অঞ্চলের শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পী অংশ নিচ্ছেন।
তিনি আরো জানান, আগামী ১০ মার্চ (শুক্রবার) বিকাল সাড়ে ৪ টায় 'কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব' এর উদ্বোধন হবে। ৬ দিনব্যাপী আয়োজিত এ উৎসবের প্রতিদিনের আয়োজনে বিকেল সাড়ে ৪ টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকছে একক ও দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মুকাভিনয় ও যাত্রাপালা।
তিনি জানান, সন্ধ্যা ৬ টা থেকে শিল্পকলার আর্ট গ্যালারী মিলনায়তনে থাকছে নাটক থেকে পাঠ, শ্রুতিনাটক, কবিতা পাঠ, ছড়াপাঠ, প্রীতি বিতর্ক, পাপেট শো, নৃত্যালেখ্য ও গীতিআলেখা। সন্ধ্যা ৭টায় শিল্পকলার মূল মিলনায়তনে থকেছে নাটক। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আর্ট গ্যালারী ভবনের দ্বিতীয় তলায় থাকছে দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী ও তৃতীয় তলায় থাকছে চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী এবং শিল্পকলা প্রঙ্গনজুড়ে থাকছে বইমেলা। এতে অংশ নিচ্ছে চট্টগ্রাম প্রেসক্লাব, কালধারা, বলাকা, শৈলী, ঘড়িমাটি ও তৃতীয় চোখ। 'কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের খ্যাতনামা কয়েকটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন। উৎসব সহযোগি হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইস্পাহানী লিমিটেড। যে কোনো উৎসবের প্রেরণা দর্শক-শ্রোতামণ্ডলী। এই উৎসবকে দর্শকদের কাছাকাছি নিয়ে যেতে গণমাধ্যমের বিকল্প নেই।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ’র আহ্বায়ক সাইফুল আলম বাবু, সদস্য সচিব মো: মুজাহিদুল ইসলাম, সদস্য মোসলেম উদ্দিন শিকদার, কাজল সেন, সদস্য, আলাউদ্দীন তাহের, ফারুক তাহের, তাসাদ্দুক হোসেন দুলু, শুভ্রা সেনগুপ্তা, আলী প্রয়াস, সঞ্জিত রায়।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: ২০২৩-২০২৪ অর্থবছরে সিগারেটে মূল্যস্তরভিত্তিক সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পটিয়ায় ৮ মাসের পথচলা। ফ্যাশনে এগিয়ে যাওয়ার আরও এক ধাপ পার করল জেড এস টপ টেন টেইল... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: হাটহাজারী ই-কমার্স ফোরাম’র উদ্যোগে কনক কমিউনিটি সেন্টারে গত বৃহস্পতি ও শু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ক্লাসিক্যাল ফটোগ্যালারির আয়োজনে ১৫ তম শিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিত্র... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: অমর শহীদ দিবস স্মরণে বয়ান শিল্পাঙ্গন এর আয়োজনে সায়েম উদ্দীন এর রচনা ও নির্দেশন... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশকৃত সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে সকল তামাকপণ্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার একটি লুটপাট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছ... বিস্তারিত