শুক্রবার, ৯ জুন ২০২৩ ০১:৩০ এএম
নিউজগার্ডেন ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র সিভিল ইঞ্জিনিয়ারিং(পুরকৌশল) বিভাগের গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট’র(আইইবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও উপদেষ্টা, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও
শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, দেশের উচ্চ শিক্ষার প্রসারে ও শিক্ষিতের হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আগামীতে দেশের অগ্রগতি ও উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারিক শিক্ষাগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠতে হবে। এই শিক্ষা যাতে দেশ ও জাতির কল্যাণে আসে সেই দিকে লক্ষ্য রাখতে পরামর্শ দেন তিনি।
উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, যে গুণগত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সাউদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল তা আজ বাস্তব রূপ নিয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশকে উজ্জ্বল করছে। দেশকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন সিভিল ইঞ্জিনিয়াররাই। সুশিক্ষার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাবে এটাই প্রত্যাশা করছি। এসময় তিনি প্রয়াত চার উপাচার্যের অবদানের কথা স্মরণ করেন এবং আলী আশরাফসহ বিভিন্ন শিক্ষকদের জন্য মাগফেরাত কামনা করেন।
উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বিশ্বমানের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাউদার্ন পরিবার। সাউদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যোগ্যতাবলে আইইবি’র অ্যাক্রেডিটেশন পেয়েছে। যারা গ্রাজুয়েট হয়েছো, মনে রাখবে আজ থেকে তোমাদের কর্ম যুদ্ধ শুরু হলো। সঠিক শিক্ষা ও প্রযু্িক্তর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে এটাই প্রত্যাশা করছি।
কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, তোমরা যারা ডিগ্রি অর্জন করলে সবাইকে অভিনন্দন। আশাকরি এ ডিগ্রি তোমাদের ক্যারিয়ার ও ভবিষ্যতকে সমৃদ্ধ করবে। সামনের দিনগুলো আরও সুন্দর হোক অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী বলেন, এই বিদায় আনন্দের কারণ তোমরা ডিগ্রি অর্জন করে নতুন একটি জগতে প্রবেশ করছো। শুধুমাত্র বেতন ও প্রমোশনের পিছনে না দৌঁড়ে কাজকে ভালোবাসো, দেখবে পদোন্নতি ও টাকা তোমাদের পিছনে ছুটছে।
পরে আমন্ত্রিত অতিথিরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকাশনা ম্যাগাজিন অ্যাংকর-২০২৩ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ১০ জুন শনিবার স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত চান্দগাঁও থানায় (কর্ণফুলী) মাধ্যমিক প... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: তীব্র তাপদাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, হাইদগাঁও উচ্চ বিদ্যা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষার্থীদের পলিটেকনিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে ফটিকছড়ি মাইজভাণ্ডার ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১৪ জুন, বুধবার চট্টগ্রাম মহানগরে “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফল ক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। ২০-তম কমিশন বৈঠক শেষে বৃহস্পতিব... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: Intregrated Supply Chain Management বিষয়ে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত