শুক্রবার, ৯ জুন ২০২৩ ১২:৩৪ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার এখন বর্তমান সরকারের দলনপীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে গায়েবি মামলা, গ্রেফতার, কারান্তরীণ, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। সভা-সমাবেশে বাধা দিয়ে, হামলা-আক্রমণ করে, জনগণের গণদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কোনো স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই সরকারও পারবে না। পুলিশ-প্রশাসনকে পেশাদার আচরণ বজায় রেখে সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে আহ্বান জানাই। তা না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের
মাধ্যমেই দেশের জনগণ আওয়ামী ফ্যাসিবাদি শাসনব্যবস্থাকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে আহবান জানান।আজ তিনি রবিবার (৫ মার্চ) দুপুরে জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মাছ-মাংস, মুরগি, ডিম এমনকি কাঁচামরিচসহ প্রতিটি নিত্যপণ্য লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস। যখন টিসিবির পণ্য কিনতেও রীতিমতো যুদ্ধ করতে হয়, চাল না পেয়ে ট্রাকে পড়ে থাকা চাল কুড়িয়ে মানুষ এখন ক্ষুধা নিবারণের চেষ্টা করছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং এ্যাবের সভাপতি ইঞ্জি, সেলিম মো. জানে আলমের সঞ্চালনায় মতবিনিময় করেন সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, বিএনপি নেতা ইঞ্জি. বেলায়েত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মো. সাফা চৌধুরী, ড্যাব নেতা ডা. মো. ঈসা চৌধুরী, ইঞ্জি. আতিকুজ্জামান বিল্লাহ, সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, নুরুল মোস্তফা কাজী, জীবন মুছা, এম এ হোসেন, এফ এ এফ রুমি, আকতার হোসেন, ব্যবসায়ী নেতা মাহবুব রানা, সালাউদ্দীন আলী, রোটারিয়ান জসিম উদ্দিন, তাতীদল নেতা মনিরুজ্জামান টিটু, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, এম এ জলিল, এন মো. রমনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, ব্যর্থ সরকার জনদুর্ভোগ বিরোধী ও গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলন নিয়ন্ত্রণ ও দমন করতে ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে নিষ্ঠুর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। অতীতে যেমন কোনো স্বৈরশাসন বিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের গুম, খুন, গ্রেপ্তার, নির্যাতন করে দমাতে পারেনি। বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের আন্দোলন দমাতে পারবে না।
সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো সরকার জনদুর্ভোগবিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ন্ত্রণ ও দমন করতে ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে নিষ্ঠুর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।
বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেন, সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি বলীয়ান হবে। অপহৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের জীবন-জীবিকা রক্ষা ও দেশে সুশাসন নিশ্চিত করবে।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ বলেন, ক্ষমতার জোরে সরকার দেশে এমন কিছু আইন তৈরি করেছে, যেসব আইন মানুষের অধিকার ক্ষুন্ন করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে দেশের গণমাধ্যমগুলোর কণ্ঠরোধ করেছে। গণমাধ্যম এখন এক ভয়ংকর সময় পার করছে।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতৃবৃন্দ আজ ৩ জুন সংবাদপত্রে প্রদত্ত এক য... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, আবার সুষ্ঠু গ্রহণযো... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, আবার সুষ্ঠু গ্রহণযো... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১৪ জুন, বুধবার চট্টগ্রাম মহানগরে “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফল ক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। ২০-তম কমিশন বৈঠক শেষে বৃহস্পতিব... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: Intregrated Supply Chain Management বিষয়ে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত