বুধবার, ২২ মার্চ ২০২৩ ০৯:২৭ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামবাসীর আবাসনের পাশাপাশি চট্টগ্রামে আসা পর্যটকদের আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিহ্যাবএ চট্টগ্রাম এলাকার আবাসন ব্যবসায়ীদের সর্বোপরি চট্টগ্রাম অঞ্চলের আবাসন খাতকে পরিপূর্ণরূপে সহায়তা দিতে ২০০৬ সালের অক্টোবরে কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম রিহ্যাব জোনাল অফিসের। এরপর থেকে বন্দরনগরী চট্টগ্রামবাসীর জন্য নান্দনিক ও পরিকল্পিত নগরায়ন রূপান্তরের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে ১৫তম ফেয়ার আয়োজন করতে যাচ্ছে রিহ্যাব চট্টগ্রাম। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৩। যা
চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।বুধবার (২২ ফেব্রুয়ারি) রিহ্যাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
রিহ্যাব ফেয়ার উদ্বোধন করবেন (সিডিএ) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।
লিখিত বক্তব্যে তিনি জানান, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রীর গৃহীত পরিকল্পনায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি উন্নত ও স্মার্ট দেশে পরিণত করা, আর উন্নত ও স্মার্ট দেশ গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে সকলের জন্য আবাসন নিশ্চিত করা। কিন্তু সীমিত সম্পদের এই দেশে সরকারের একার পক্ষে এই চাহিদা পূরণ করা সম্ভব নয়। এমতাবস্থায় বেসরকারি উদ্যোক্তারা মানুষের আবাসন সমস্যা সমাধানে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন।
‘ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদাকে বিবেচনায় রেখে দেশের আবাসন সমস্যা সমাধানে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ৯শটির অধিক সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিহ্যাবের বিপুল কার্যক্রমে গত কয়েক দশক সহজে আবাসনের মালিকানা সৃষ্টি মানুষের মনে আত্মনির্ভরতার সৃষ্টি করেছে। এছাড়া সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ যেমন বিভিন্ন প্রকার লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫%। বাংলাদেশের আবাসন সংশ্লিষ্ট শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে ৪০ লাখ শ্রমিকের ওপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিচ্ছে। আবাসন খাত নতুন নতুন উদ্যোক্তাদের সৃষ্টি করছে, যা প্রকারান্তরে দেশের উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখছে’।
চট্টগ্রামের উন্নয়নে রিহ্যাবকে সম্পৃক্ত করে মাস্টার প্ল্যান প্রণয়নের দাবি জানিয়ে আব্দুল কৈয়ুম বলেন, চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মাস্টার প্ল্যানের প্রস্তাবনার একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে। আমরা চট্টগ্রামের উন্নয়নে সিডিএর গৃহীত এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরাও চাই চট্টগ্রামে আবাসন সংকটের সমাধানসহ চট্টগ্রাম স্যাটেলাইট টাউন গড়ে তুলতে। এক্ষেত্রে রিহ্যাবকে সম্পৃক্ত করে মাস্টার প্ল্যান প্রণয়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বিগত সময়ে চট্টগ্রামে ১৪টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। আমাদের আশা বিগত আয়োজনের ধারাবাহিকতায় এবারও একটি সফল ফেয়ার আমরা উপহার দিতে পারব। আমাদের সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি।
ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে ২টি প্রতিষ্ঠান, কো-স্পন্সর হিসেবে ১৭টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ৫টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সরকার এবং দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিও অনেক বড় হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলো শেষ হতে চলেছে। ইতোমধ্যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হয়েছে। এই সেতু বাংলাদেশের গৌরব, সক্ষমতা এবং স্বনির্ভরতার প্রতীক। চালু হয়েছে আরেক মেগা প্রকল্প মেট্রোরেল। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বাঁশখালী বিদ্যুৎ প্রকল্প। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পদ্মা সেতুর পাশাপাশি, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ১০০টি সেতু, ১০০টি সড়ক সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বের ফসল। এই সাহসী ও সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ এবং সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে রিহ্যাব এর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানাই। কর্ণফুলী টানেলের কারণে কক্সবাজারের পর্যটন খাতসহ দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো বেগবান হবে। উন্নয়নের এই আনন্দের অংশীজন হিসেবে এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের এন্ট্রি গেট সাজানো হয়েছে চট্টগ্রামের নান্দনিক কর্ণফুলী টানেলের আদলে।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সাতকানিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আরাফাত উল্লাহ’র জামিন পেতে সহা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে সীমা গ্রুপের পরিচালককে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করাকে নজিরবিহ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যে মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অতিম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: রমজানকে কেন্দ্র করে একবারে পুরো মাসের বাজার না করতে ক্রেতাদের প্রতি অনুরোধ জা... বিস্তারিত
নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি: উপজেলা ফটিকছড়ির ১৬নং বক্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ আজ সোমবার ২... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের... বিস্তারিত
মোহাম্মদ মাসুদ: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩' ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রামস্থ ষোলশহর বাংলাদেশ বন গবেষণা ইনস্... বিস্তারিত