শনিবার, ২৫ মার্চ ২০২৩ ০১:১৮ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। চট্টগ্রাম সিটি কর্পেরেশনের বাস্তবায়নে কাল ২০ ফেব্রুয়ারী ৪১ টি ওয়ার্ডে ১৩২১টি স্থায়ী/অস্থায়ী টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮১,০০০ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ ইউনিট) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার শিশুকে ১টি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ ইউনিট) খাওয়ানো হবে এবং শিশুকে ৬
মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। প্রতিটি এলাকায় সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম, ডা. হাসান মুরাদ, সুমন তালুকদার, আকিল মাহমুদ, তপন কুমার চক্রবর্তী, জুয়েল মহাজন, বুসরা তাবাসসুম ও ভ্যাকসিনেশন ইনচার্জ মোঃ আবু ছালেহ, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ প্রমুখ।নির্দেশনা সমূহ ঃ ১) কোভিড-১৯ পরিস্থিতিতে সংক্রমণ যদিও বা নিম্নমুখী তারপরও কোভিড-১৯ রোগ প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবীগণ স্বাস্থ্যবিধি মেনে গাইড লাইন অনুসরন করে কেন্দ্রে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবেন। ২) ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে সমূহে (ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্র) স্বাস্থ্যবিধি মেনে দুই হাত ভালভাবে জীবাণুমুক্ত করে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবেন। ৩) কোভিড-১৯ এর সংক্রমণ হতে প্রতিরোধ করার স্বার্থে কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সর্তকতা (ভিড় নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ) মেনে চলতে হবে।
৪) ৬-১১ মাস প্রতিটি শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১ লক্ষ আই, ইউ) খাওয়ানো হবে। ৫) ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২ লক্ষ আইইউ) খাওয়ানো হবে।
৬) জন্মের পরপর শিশুকে শালদুধ (১ ঘন্টার মধ্যে) খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। ৭) শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। ৮) সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অবলোকন ও তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে মনিটরিং টিম গঠন করা হয়েছে। ৯) সঠিকভাবে আইপিসি সম্পন্ন করা এবং ওয়ার্ড ভিত্তিক উদ্দিষ্ট শিশুর তালিকা সংরক্ষণ করা হয়েছে। ১০) স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ সঠিকভাবে সম্পন্ন করা এবং ওয়ার্ড ভিত্তিক মাইকিং করা হবে। ১১) ক্যাম্পেইন চলাকালীন সময়ে যে সকল শিশু ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে তাদের পরবর্তীতে শুধুমাত্র চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্র সমূহে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
ক) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় উক্ত জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অত্যন্ত সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডে ১৩২১টি স্থায়ী/অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রায় ৮১,০০০ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১লক্ষ ইউনিট) এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার শিশুকে ১টি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২লক্ষ ইউনিট) নাওয়ানো হবে এবং শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় উক্ত জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অত্যন্ত ফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সকাল ৮টা হতে বিকাল ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে এ কর্মসুচী চলবে।
উক্ত ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারী/বে-সরকারী সংস্থার কর্মকর্তাগণ, সকল জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, সুপারভাইজার, স্বাস্থ্য সহকারী, টিকাদান ও স্বাস্থ্য কর্মী এ কাজে নিয়োজিত থাকবেন। উক্ত জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাজের স্তরের সচেতন নাগরিক তথা বুদ্ধিজীবি, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, ইমাম ও অন্যান্য পেশাজীবিদের সর্বাত্মকভাবে অংশগ্রহণ অবশ্যই কাম্য। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা ছাড়া সিটি কর্পোরেশনের একার পক্ষে এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। উল্লেখ্য যে, গত ১৫-১৯ ২০২২ইং অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে চসিক এলাকায় ৬-১১ বয়সী ৭৮,৪৮৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪,৪৬,৪৬৬ জন শিশুকে ভিটামিন 'এ' পসুল খাওয়ানো হয়েছে। যার অর্জীত লক্ষ্য মাত্রা ছিল শতকরা ৯৫.৯৭% ও ৯৬.০০%।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে) গৃহীত বিশেষ কার্যক্রম সমূহ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যক্রমগুলো হাতে নেয়া হয়েছে:
সিটি কর্পোরেশনের এনজিও কর্মকর্তা, সরকারী ও আধা সরকারী কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক ও অন্যান্য প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয়ভাবে এ্যাডভোকেসি সভা, ওয়ার্ড পর্যায়ে এ্যাডভোকেসি সভা ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
সিটি কর্পোরেশন এলাকায় জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মেয়র এর পক্ষ হতে "বিশেষ বিজ্ঞপ্তি" সহকারে জাতীয়/স্থানীয় পত্রিকায় প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্যাম্পেইনে জনসাধারণের পূর্ণ সহযোগিতার আহবান জানিয়ে সকল মসজিদে ইমাম/ খতিব’র মাধ্যমে নামাজের আগে এবং পরে মুসল্লিগণকে অবহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি ওয়ার্ডে ১ দিন ব্যাপী মাইকিং করা হবে।
একজন সচেতন সাংবাদিক হিসেবে আপনার কাছে জাতি প্রত্যাশা করেঃ-
স্বাস্থ্য বিধি মেনে শিশুদেরকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ইতিবাচক এবং তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশ করে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনগণের আগ্রহ সৃষ্টি এবং অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। ভিটামিন 'এ' এর গুরুত্ব সম্পর্কে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে অভিভাবকদের সচেতন করা।
প্রতিটি শিশুর ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ার অধিকার আছে। নিজ সন্তান ছাড়াও বাড়িতে বসবাসকারী উদ্দিষ্ট সকল শিশু যাতে ভিটামিন 'এ' ক্যাপসুল পায় এই ব্যাপারে সবাইকে সচেতন করা।
ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর পর কোন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে জনগণ যেন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর উপর আস্থা না হারায় সে ব্যাপারে আপনার দৃঢ় ভূমিকা রাখা।
যে কোন সূচিন্তিত মতামত, পরামর্শ ও কোন বিষয়ে জানার থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট অবহিত করা।
আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন অতীতে যে সুনাম অর্জন হয়েছে আসন্ন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সাফল্যের সাথে সম্পন্ন করে এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে বলে আশা ব্যক্ত করছি।
চসিক মাননীয় আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সম্মতিক্রমে নগরীর যে কোন ১ টি টিকাদান কেন্দ্রে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং কার্যক্রম শুরু করা হবে। উক্ত অনুষ্ঠানে আপনার আমন্ত্রিত। যদিও বা সরকারীভাবে ১ দিন ক্যাম্পেইন পালিত হবে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কোন শিশু যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হতে বাদ না পড়ে সে লক্ষ্যে পরবর্তী সময়ে টিকাদান কেন্দ্র হতে ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হবে।
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই সদর দপ্তর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম, সিভিল সার্জন অফিস চট্টগ্রাম, ইউনিসেফ সহ সকল সরকারী/ বে-সরকারী সংস্থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আসুন একজন সচেতন অভিবাবক হিসেবে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১লক্ষ ইউনিট) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল (২ লক্ষ ইউনিট) খাওয়ানোর মাধ্যমে রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুদের অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে রক্ষা করি।
বিশেষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফলভাবে বাস্তবায়ন হউক এই মনা করে আমার বক্তব্য শেষ করছি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টিসহ যথোপযুক্ত পদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সাতকানিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আরাফাত উল্লাহ’র জামিন পেতে সহা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে সীমা গ্রুপের পরিচালককে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করাকে নজিরবিহ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যে মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অতিম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার একটি লুটপাট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছ... বিস্তারিত