শনিবার, ২৫ মার্চ ২০২৩ ০২:১৩ এএম
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের কথা বললেও তারা সব সময়ই গণতন্ত্র বিরোধী কাজ করে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষে বহুদলীয় গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। আওয়ামীলীগ জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই এই অমানবিক মধ্যযুগীয় আইন পাশ করে। এই একদলীয় ব্যবস্থার মাধ্যমে তৎকালীন শাসকগোষ্ঠী মানুষের বাক, ব্যক্তি, চলাচল ও সমাবেশের স্বাধীনতাসহ সব
মৌলিক অধিকার হরণ করে। সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি প্রকাশনা চালু রাখার ফরমান জারি করে। এর ফলে চিরায়ত গণতন্ত্রের প্রাণ শক্তিকেই তারা সেদিন নিঃশেষ করে দেয়। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভূলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিশা ছড়িয়ে দেয়।আজ বুধবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের একটি মিলনায়তনে ১২ দলীয় ঐক্যজোটের আয়োজিত কেন্দ্রঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন ও ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ১২ দলীয় জোটের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে এবং বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও ১২ দলীয় জোটের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক অ্যাডভোকেট মামুন জোয়ার্দ্দার এর পরিচালনায় বক্তব্য রাখেন মোজাম্মেল হক, প্রিসিডিয়াম মেম্বার জাতীয় পার্টি (কাজী জাফর) এবং ১২ দলীয় জোটের চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক। সৈয়দ শওকত ওসমান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর সভাপতি, বাংলাদেশ এলডিপি, আবু মোজাফ্ফর মুহাম্মদ আনাস প্রিসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি, জাগপা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম পাটোয়ারী, চট্টগ্রাম মহানগর সভাপতি (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ কল্যাণ পার্টি, মুহাম্মদ আলাউদ্দিন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর সভাপতি, লেবার পার্টি, মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী। চট্টগ্রাম মহানগর সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম, চাঁন মিয়া। চট্টগ্রাম মহানগর সভাপতি, জাতীয় দল, চৌধুরী এস ইউ শাহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কল্যাণ পার্টি, হাজী মুহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় বানিজ্য সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি, বাংলাদেশ কল্যাণ পার্টি, কামাল উদ্দিন আহমদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর সেক্রেটারী, জাতীয় পার্টি (কাজী জাফর), আফসার উদ্দিন চট্টগ্রাম মহানগর সেক্রেটারী, লেবার পার্টি, মুহাম্মদ ইসহাক চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র নেতা, বাংলাদেশ এলডিপি, তানিয়া আক্তার রূপা, চট্টগ্রাম জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জাগপা, মাওলানা জাহিদুল ইসলাম চট্টগ্রাম মহানগর সেক্রেটারী, জমিয়তে উলামায়ে ইসলাম, মুহাম্মদ হেলাল চট্টগ্রাম মহানগর সেক্রেটারী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাগপা, মীর নাজীবুল্লাহ কায়সার, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ কল্যাণ পার্টি, রাইয়ান চট্টগ্রাম মহানগর সেক্রেটারী, জাতীয় দল।
তিনি আরো বলেন, বহু চক্রান্তের চোরাগলি পথে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এখন আবারও সেই অগণতান্ত্রিক শক্তি বাকশালী চেতনায় নতুন করে অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে। এদের কাছে কখনই গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিরাপদ থাকেনি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টিসহ যথোপযুক্ত পদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সাতকানিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আরাফাত উল্লাহ’র জামিন পেতে সহা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে সীমা গ্রুপের পরিচালককে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করাকে নজিরবিহ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যে মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অতিম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার একটি লুটপাট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছ... বিস্তারিত