বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ০৩:০৩ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ছিদ্দিকুল ইসলাম ছিলেন একজন শ্রমিক নেতা, সেবক ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি ছিলেন সেই পরীক্ষিত নেতা যিনি শ্রমিক স্বার্থ রক্ষায় নিজের স্বার্থ কখনও দেখেন নি। তাঁর মৃত্যুর পর বোঝা গেছে শ্রমিকদের অন্তরের ভালবাসার নেতা ছিলেন। এদেশের শ্রমজীবি জনগণের বিরাট ক্ষতি হয়েছে যা পূরণ করা সম্ভব নয়। তিনি আমাদের মাঝে তার চারিত্রিক মাহাত্ম্য ও অমায়িক গুণাবলির দ্বারা এমন স্মৃতি রেখে গেছেন, যা ভুলে যাওয়ার নয়। ছিদ্দিকুল ইসলাম তার ৭৮ বছরের জীবনে বিচরণ করেছেন
রাজনীতি আর সমাজকল্যাণমূলক কাজে। প্রতিটি ক্ষেত্রেই তিনি সাফল্য পেয়েছিলেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। অমায়িক ব্যবহার, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম আর সততার সঙ্গে দায়িত্ব পালন ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। আর এ কারণেই তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে সবার শ্রদ্ধা অর্জনে সমর্থ হয়েছিলেন। তিনি এলাকার নদী ভাঙ্গন রোধ, ইপিজেড প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নসহ চট্টগ্রামের উন্নয়নে নিবেদিত ছিলেন। তিনি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তার কর্ম দক্ষতায় উন্নয়ন কর্মকান্ড সফল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন সফল রাজনীতিবিদ। তিনি ছিলেন চট্টগ্রামের প্রিয়মুখ। এলাকার মানুষের সঙ্গে নিবিড় সর্ম্পক গড়ে তুলে ভাসানীর আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আজ ৭ জানুয়ারী (শনিবার) বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট পরিবহন ও বন্দর শ্রমিক নেতা হালিশহরের স্বনামধন্য শফি কন্ট্রাক্টরের সন্তান ছিদ্দিকুল ইসলাম স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। মানুষ দুই বেলা খেতে পায় না। জনগণের ওপর ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা নির্যাতন চালাচ্ছেন। জিনিস পত্রের দাম বেড়েছে। দেশ আজ মহাসংকটের মধ্যে আছে। আজকে ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণেই মানুষ জেগে উঠেছে। তাই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস’র সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
তিনি বলেন, ছাত্রাবস্থায় ছিদ্দিকুল ইসলাম রাজনীতিতে যোগদান করে স্বীয় কর্মদক্ষতা, মেধা ও গণমুখী ভূমিকার কারণে এলাকার মানুষের প্রিয়জন হিসেবে অবির্র্ভূত হন। তিনি দুঃখ-কষ্টে নিজের মনোবল অটুট রেখেছেন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। নীতি ও আদর্শের সঙ্গে তিনি কখনোই আপস করেননি। দেশ ও জাতির প্রতি কর্তব্য পালনে তিনি ছিলেন সৎসাহস ও সেবার অনন্য দৃষ্টান্ত।
সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেন, ছিদ্দিকুল ইসলাম’র চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আকর্ষণীয়। একজন বিনয়ী ও অমায়িক ব্যবহার সম্পন্ন মানুষ হিসেবে তিনি জনগণের ভালোবাসা অর্জনের সমর্থ হয়েছিলেন। দানশীলতা, পরোপকার আর উদারতা তার চরিত্রকে করেছিল মহিমান্বিত।
গণসংহতি আন্দোলন’র প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা জোনায়েদ সাকি বলেন, ছিদ্দিকুল ইসলাম একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন এবং দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতা ও কর্মীদের শ্রদ্ধাভাজন ছিলেন। মানুষের সেবা ছিল তার জীবনের ব্রত। আর্তমানবতায় তিনি দান করেছেন অকৃপণ হস্তে। দেশের এ দু:সময়ে ছিদ্দিকুল ইসলাম’র মতো ত্যাগী নিষ্ঠাবান আর সৎ নেতার বড় বেশি প্রয়োজন।
ভাসানী অনুসারী পরিষদ’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ছিদ্দিকুল ইসলাম আজ নেই। তিনি আর কোনোদিন ফিরেও আসবেন না। তিনি রেখে গেছেন একজন আদর্শ রাজনীতিবিদ, শ্রমিক সংগঠক, একজন খাঁটি দেশপ্রেমিক, একজন শীর্ষস্থানীয় সমাজসেবক, একজন নিষ্ঠাবান আদর্শ মানুষ। এ আদর্শের অনুশীলন ও মূল্যবোধের চর্চার মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন আগামী প্রজন্মের কাছে। এতে আরো বক্তব্য রাখেন দেশপ্রেমিক প্রগতিশীল রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। নাগরিক শোক সভায় মরহুম ছিদ্দিকুল ইসলাম’র বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার বাংলাদেশকে ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, জনগণের মৌলিক অ... বিস্তারিত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে আওয়াম্লীীগ আজ ক্ষমতায় মন্তব্য করে বিএনপির স্থায়... বিস্তারিত
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোস... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ৮ ফ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, বর্তমান সরকা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকার ল... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মা... বিস্তারিত