বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ০১:০৯ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: মাত্র ২৭-২৮ বছর বয়সে এসে ইমামতি ও এলাকার মক্তবে পড়ানো শুরু করেন। ৬২ বছর বয়সে অবসর নিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তার বিদায়কে জাকজমকপূর্ণ করে অবিস্মরণীয় করে রাখলেন খুলশি কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদ, মাদরাসা পরিচালনা কমিটি ও খুলশি কলোনী এলাকার লোকজন। খুলশি কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে খুলশি কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ গোলাম কিবরিয়ার বিদায় সংবর্ধনা রবিবার (১ জানুয়ারী) বিদায়ের প্রাক্কালে এলাকাবাসী তার রাজকীয় বিদায় সংবর্ধনার অয়োজন করেন। তার হাতে তুলে
দেওয়া হয় নগদ ১৫ লাখ টাকা ও নানা উপহার সামগ্রী। আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার চরবাটা গ্রামের মৃত আলহাজ্ব হাফেজ সোলায়মানের ছেলে।এ সময় মসজিদ কমিটির দায়িত্বশীলসহ, এলাকার বিশিষ্ট মুরব্বি এবং প্রবীণ আলেমরা বক্তব্যে ইমামের নানা স্মৃতিচারণ করে কাঁদলেন। বিদায়ী অনুষ্ঠানে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ ছিল ভরপুর। কিশোর, আলেম, ছাত্র-শিক্ষকসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বিদায় বেলায় এলাকার মানুষ ভালোবেসে ইমামের হাতে নগদ অর্থ উপহারসহ বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে উনাকে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়াও অনেক মুসল্লিরা নানা উপহার সামগ্রী ইমামের হাতে তুলে দেন। এসময় প্রিয় ইমামকে জড়িয়ে এলাকাবাসিরা দোয়া চাইলেন, কাঁদলেন এবং বিদায়ী ইমামও কাঁদলেন। মসজিদ কমিটির দায়িত্বশীলরা বলেন- ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। একজন সাদা মনের মানুষ। একই কর্মস্থলে এত বছর তিনি ইমামতি করছেন অথচ কারো সঙ্গে তার মনোমালিন্য হয়নি। এজন্য চাকরি বদল করারও দরকার হয়নি। তিনি স্বেচ্ছায় ইমামতির পদ ছাড়তে চাইলেও এলাকাবাসী তাকে এতদিন ছাড়েননি। ইমাম সাহেব আমাদের সবার সঙ্গে মিশে ছিলেন। এলাকাবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন। তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাই তাকে বিদায় বেলায় এভাবে সম্মানিত করার চেষ্টা করেছি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া ১৯৯০ সাল থেকে খুলশি কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন শুরু করেন। পাশাপাশি এলাকার একটি মাদরাসায় শিক্ষকতার পেশায় যোগ দেন। তিনি যখন মসজিদে দায়িত্ব নেন তখন মসজিদটি অনুন্নত ছিল। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে মসজিদটির ব্যাপক উন্নতি ঘটতে থাকে। সমসাময়িক নানা বিষয় নিয়ে ওয়াজ করে মুসল্লিদের বুঝাতেন। তিনি হকের পক্ষে বলিষ্ট ছিলেন। কুফর, শিরকসহ নানা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তাঁর সাহসি ও দরদী প্রচেষ্টা ছিল বেশ প্রশংসনীয়। একটি মসজিদের ইমাম হয়েও তিনি বহু গরিব ছাত্র ছাত্রীসহ বিভিন্ন মানুষের পাশে সাহায্যের হাত প্রসারিত করেছেন। তাঁর বিনয়সহ এসব নানা উদ্যোগ এলাকার মানুষের মন জয় করে নেন। এই দেড় যুগের মধ্যে তিনি গ্রামবাসীদের আত্মার সঙ্গে মিশে গেছেন।
এলাকাবাসী জানান, আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া হেফজ, দাওয়ারাসহ বিভিন্ন নূরানী ট্রেনিং সম্পন্ন করেন। খুলশি কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদে ইমামতি ও মক্তবে পড়ানোর চাকরি নেন। চাকরি করছেন, তবে তিনি কোনোদিন বেতন ভাতার জন্য দর কষাকষি করেননি। এলাকাবাসী তাকে যা খুশি দিয়েছেন, তিনি তা না গুণেই নিয়ে নিয়েছেন।
খুলশী থানার এস আই আবছার জানান, একজন সাদা মনের মানুষ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। একই কর্মস্থলে এত বছর তিনি চাকরি করছেন অথচ কারো সঙ্গে তার মনোমালিন্য হয়নি। এজন্য চাকরি বদল করারও দরকার হয়নি। তিনি বয়সের ভারে চাকরি ছাড়তে চাইলেও এলাকাবাসী তাকে এতদিন ছাড়েননি।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমাম সাহেব বার্ধক্যজনিত করণে চাকরি থেকে অবসরে গিয়েছেন। এলাকাবাসী তাকে না জানিয়েই বিশাল আয়োজনের প্রস্তুতি নিতে থাকেন। তারা চেয়েছিলেন এমন একজন মহৎ ব্যক্তির বিদায় অনুষ্ঠান যেন স্মরণীয় হয়ে থাকে। তাই তারা সুসজ্জিত মঞ্চ করে বিদায় অনুষ্ঠানের অয়োজন করেন। সেখানে নানা বয়সী মানুষ স্মৃতিচারণ করেন।
এলাকাবাসীর পক্ষ থেকে ইমাম সাহেবকে নগদ ১৫ লাখ টাকা উপহার দেওয়া হয়। তাকে আরো নানা উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এমন রাজকীয় বিদায় সংবর্ধনায় অভিভূত আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তিনি জানান, অনেক কম বয়সে ওই এলাকার চাকরিতে যান। তাকে যারা চাকরিতে নিয়েছিলেন সেই সব মুরুব্বিরা আজ অনেকেই বেঁচে নেই। তবে তাদের সন্তানরা, এলাকার অন্যান্যরা তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন।
তিনি জানান, তিনি যখন মক্তবে পড়াতেন তখন আশপাশের এলাকায় এত মসজিদ-মক্তব মাদরাসা ছিল না। তাই পার্শ্ববর্তী এলাকার ছেলে মেয়েরা তার মক্তবে পড়তে আসত। তাই তার ছাত্র-ছাত্রী কয়েক এলাকা জুড়ে রয়েছে। তিনি অসংখ্য ছাত্রীদের কোরান শিক্ষা দিয়েছেন। তদের অনেকেই আজ বড় বড় চাকরি পেয়েছেন। কিন্তু তারা তাকে ভুলে যাননি। তাকে ভালোবাসেন।
তিনি জানান, এলাকার অন্যান্য মসজিদ, ঈদগাহ, কবরস্থান তাকে নিয়েই এলাকাবাসী প্রতিষ্ঠা করেছেন। বয়স হয়ে যাওয়ায় নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত তিনি। তাই তার পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। তিনি এলাকাবাসীর অনুরোধ সত্ত্বেও চাকরি ছেড়ে এসেছেন বলে জানান।
ব্যক্তি জীবনে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের বাবা। তিনি তাদেরকে মাদরাসা শিক্ষা দিয়েছেন। পরে তারা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। ৩ ছেলেই কোরআনে হাফেজ। মেয়েদের বিয়ে দিয়েছেন। এক মেয়ে মাস্টার্স অন্য ২ মেয়ে ইন্টার শেষ করেছে।
তার এমন সম্মান ও রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে খুবই প্রশংসনীয় কাজ করেছেন এলাকাবাসী।
খুলশি কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাব্বির হান্নানের পরিচালনায় বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮ নং শোলকবহর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোরশেদ আলম, সংবর্ধিত অতিথি আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, সম্মানিত অতিথি খুলশি কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদ’র খতীব আলহাজ্ব মাওলানা ড. আতাউর রহমান নদভী, খুলশী থানা অফিসার্স ইনচার্জ সন্তোষ কুমার চাকমা পিপিএম/বার, সিজাসুর খতীব মাওলানা হাফিজ আহমেদ, খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান, খুলশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আবছার প্রমুখ নেতৃবৃন্দ।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র এমডি তৌহিদুজ্জামানের অপসারণের দাবিতে বারবকু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র এমডি তৌহিদুজ্জামানের অপসারণের এক দফা দাবিতে ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সংবাদমাধ্যমকে কারখানায় ঢুকতে দেয়নি প্রশাসন। পরে পুলিশের হস্তক্ষেপে সাংবাদিক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্ষুদে বিজ্ঞানীদের আবি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়া... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এই হিসাবে আগামীকাল মঙ্গলব... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, বর্তমান সরকা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকার ল... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার বাংলাদেশকে ... বিস্তারিত