শনিবার, ২৫ মার্চ ২০২৩ ১২:৫৪ এএম
নিউজগার্ডেন ডেস্ক: শিল্পপতি নাদের খানকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাঁর সঙ্গে আমার বার কয়েক মিটিং হয়েছে কিছু প্রজেক্ট নিয়ে। তাঁকে তখন আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। বলে রাখা ভালো আমি তাঁকে চিনি কিন্তু নাম বললে তিনি আমাকে চিনতে পারবেন বলে মনে হয় না। হয়তো আমার তখনকার কর্মস্থলের নাম বললে চিনলেও চিনতে পারবেন। সে যাই হউক, নাদের খান ব্যাংক মারা কিংবা ঋণ খেলাপি বড় লোক নন। ‘বড় লোক’ বলে যে খ্যাতি তার হয়ে গেছে চট্টগ্রামের সেই সব বুক পকেটে ব্যবসায়িক হিসাবের খাতা রাখা সওদাগরি নিয়মে হাজার হাজার কোটি
টাকার ব্যবসা চালিয়ে যাওয়া ‘বড় লোক’ও মনে হয় তিনি নন। তিনি একজন সৃজনশীল, নীতিনিষ্ঠ সৎ ব্যবসায়ী। ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে বড়লোকি দেখিয়ে আমজনতার খাতির আদায় করা ব্যবসায়ীও তিনি নন। আগেই বলেছি তিনি একজন সৃজনশীল মানুষ ব্যবসা তাঁর পেশা। সুতরাং তাঁর প্রতিটি পদক্ষেপেই সৃজনশীলতার একটা পরিষ্কার ছাপ থাকে। সমাজের মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ প্রশ্নাতীত। একজন চিন্তাশীল ব্যবসায়ী হিসাবে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাহত হবে এমন কোন পদক্ষেপ তিনি নেবেন তা আমি বিশ্বাস করি না।এই সজ্জ্বন সৎ দায়িত্ববান নাদের খান সাহেবের একটি পদক্ষেপকে ভুল ভাবে উপস্থাপন (ইচ্ছা করে করছে) করে একটি মহল ধর্মীয় সেনসেশন তৈরির চেষ্টা করছে। নাদের খান সাহেব আবাসিক এলাকার ভিতর লাউড স্পিকারে মসজিদে আযান না দেওয়ার অনুরোধ করে তাঁর মসজিদ কমিটিকে একটি চিঠি দিয়েছেন। সেটাকেই কিছু কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছে ‘নাদের খান আযানের বিরুদ্ধে’। ব্যাস হয়ে গেলো ভিমরুলের চাকে ঢিল ছুঁড়ে দিল সেই সব তথাকথিত গণমাধ্যম। ঝাঁকে ঝাঁকে ভিমরুলের দল লেগে গেলো ভোঁ ভোঁ ছোঁ ছোঁ আযান .... আযান .... আযান আমাদের আযান দিতে দিচ্ছে না ইত্যাদি। প্যারিস থেকে পিনাকী ভট্টাচার্য এ বিষয়ে কখন আবার বয়ান দিতে শুরু করে এখন তার অপেক্ষায় আছি।
নাদের খানের অন্যান্য গুণ সম্পর্কে জানতাম কিন্তু উনি যে এত সাহসী সেটা জানতাম না। ধর্ম নিয়ে এদেশের মানুষের মিথ্যা নকল আবেগ সম্পর্কে জেনেও তিনি এমন একটি চরম ঝুঁকি মাথায় নিয়েছেন। আমি জানি উনাকে এখন হাটহাজারী মাদ্রাসা থেকে (যদি তিনি সেখানে দাতা না হয়ে থাকেন) মুরতাদ ঘোষণা করে দেওয়া হবে .... জুমার নামাজের পর তার কুশপুত্তলিকা নিয়ে হাজার মুসল্লি (আসলে উন্মত্ত জনতা) মিছিল বের করবে। কিন্তু তবুও তিনি ঝুঁকি নিলেন কেন ?? নিলেন এজন্য যে তিনি জানেন তাঁর মত এ রকম আরো হাজার অসুস্থ মানুষ আছে যারা মসজিদের মাইকের অপব্যবহারের কারণে দিনের পর দিন যন্ত্রণা ভোগ করছেন কিন্তু সাহস করে বলতে পারছেন না। তাঁদের সবার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তিনি বললেন।
সারা শহরে হাজার হাজার মসজিদ আছে। আমরা গর্ব করে বলতে পারি চট্টগ্রামও এখন মসজিদের শহর। প্রতিটি পাড়া মহল্লায় গায়ের সাথে গা মিলিয়ে অসংখ্য মসজিদ। কোনটি সুন্নিদের মসজিদ, কোনটি ওয়াহাবিদের মসজিদ, কাদিয়ানী, খারেজী ইদানিং শুনি আহলে হাদীসদের মসজিদ। আযানের সময় হলে সব মসজিদে একসঙ্গে লাউড স্পিকারে উচ্চস্বরে আযান দেওয়া শুরু করে। কখনো কখনো দেখেছি একটা মসজিদের আযান শেষ হলে পাশের মসজিদে আযান দেওয়া শুরু করে। এভাবে মাইকে যেন আযান দেওয়ার প্রতিযোগিতা চলতেই থাকে। আযান দেওয়ার উদ্দেশ্য কল্যাণের পথে মানুষকে আহ্বান করা, মানুষকে নামাজ কায়েমের জন্য মসজিদের পথে ডাকা আর নামাজের সময় হয়েছে সেটা মানুষকে জানিয়ে দেওয়া। আমাদের দেশে মসজিদে মাইকের মাধ্যমে আযান দেওয়ার প্রচলন শুরু হয়েছে সেটা খুব বেশি দিন আগের কথা নয়। বড় জোর ২৫ থেকে ৩০ বছর আগে থেকে আস্তে আস্তে এটার প্রচলন বাড়তে বাড়তে এটা এখন সব মসজিদে প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। তার আগে কী এদেশের মানুষ ঠিক সময়ে নামাজ আদায় করতে মসজিদে যেতেন না ?? আমাদের ছোট বেলায় দেখতাম মোয়াজ্জিন সাহেব মসজিদের এক কোনায় দাঁড়িয়ে কিংবা মসজিদে উঁচু মিনারে দাঁড়িয়ে খালি গলায় আযান দিতেন। তখন কী কল্যাণের আহ্বান শুনতে বা আযানের ডাক শুনতে মানুষের খুব বেশি অসুবিধা হতো ??
ইমাম সাহেব জুমার নামাজের আগে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যে বয়ান করেন তা কী সাউন্ড বক্স দিয়ে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখা যায় না ?? মসজিদের পাশে লাগোয়া কোন বাসায় যদি একজন অসুস্থ মানুষ থাকেন মসজিদের লাউড স্পিকারের আওয়াজে তিনি অসুবিধা বোধ করতে পারেন তার স্বাস্থ্য ঝুঁকি তৈরী হতে পারে এটা বলা এবং মসজিদ পরিচালনা কমিটিকে মানুষের অসুবিধা সৃষ্টি না করতে অনুরোধ করাটা কী একজন সচেতন মানুষের দায়িত্ব না ?? নাদের খান আমাদের পক্ষে সেই দায়িত্বটা পালন করেছেন।
আপনার সাহসের জন্য আপনাকে স্যালুট নাদের খান। আল্লাহ আপনার সহায় হউন।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রামস্থ ষোলশহর বাংলাদেশ বন গবেষণা ইনস্... বিস্তারিত
কি অদ্ভুত পৃথিবীর সুখ? কি অদ্ভুত মানুষের রূপ? বৈচিত্র্যময় বিশ্ব জগৎময় সত্যিই পৃথিবী খুবই র... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাগদল থেকে বিএনপিতে আসা চট্টগ্রাম জাগদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে অর্থাৎ চট্টগ্রাম জিপিওতে আমি ১৯৯৩ইংরেজী সনের... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হিল্লোল বিশ্বাষ কর্তৃক দু’লাখ টাকা ঘুষ ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকায় চাঁদার দাবিতে একটি ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার একটি লুটপাট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছ... বিস্তারিত