বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ০৩:১৩ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ উপশহর দোহাজারী পৌরসভা নির্বাচনে বাঁধা নেই। ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ওয়ার্ড বিভাজনের গেজেট রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ফারজানা মান্নান তা প্রকাশ করেন।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত হওয়ার পর দোহাজারী পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের নিরলস প্রচেষ্টায় সম্পন্ন হয়। বিধি অনুযায়ী-গেজেট প্রকাশের ১৮০ দিন তথা ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কারণে নির্বাচনকে
সামনে রেখে দোহাজারী পৌরসভার মেয়র ও ৯ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৫ সালের ২৪ আগস্ট চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলার দোহাজারী ইউনিয়নের চাগাচর, দোহাজারী, রায়জোয়ারা, হাতিয়াখোলা, জামিজুরী, দিয়াকুল ও সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদন্ডী মৌজা নিয়ে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করে। একই বছর ১২ নভেম্বর এলাকা সমূহকে শহর এলাকা ঘোষণা করে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব একেএম আনিছুজ্জামান প্রজ্ঞাপন জারি করেন।
২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটি’র সভায় অনুমোদন দিয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট বা পরিপত্র জারি করা হয়। একই বছর ১১ মে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৭ সাল থেকে পদাধিকার বলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দীর্ঘ ৭ বছর ধরে দোহাজারী পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কাংক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন।
পৌরসভার ওয়ার্ড বিভক্তির কাজ সম্পন্ন না হওয়া এবং মামলা থাকায় নির্বাচন করা যাচ্ছিল না। বিভিন্ন প্রকল্পের জনবল না থাকা ও প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় পৌর এলাকার উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছিল। কিন্তু দোহাজারী পৌরসভা গঠনের পর বছরের পর বছর পার হয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠানের অনেকদিন কোনো উদ্যোগ ছিল না। এই সময়ের মধ্যে পৌর প্রশাসক ও পৌর কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও বিভিন্ন ধরনের অভিযোগ উঠলে মন্ত্রণালয় তদন্ত করে দ্রুত সীমানা নির্ধারণ করার জন্য চাপ প্রয়োগ করেন। প্রশাসককে দ্রুত সময়ে পৌরসভার সীমানা নির্ধারণ এবং ওয়ার্ড বিভক্তির কাজ সম্পন্ন করে নির্বাচন প্রক্রিয়ার জন্য মন্ত্রণালয়কে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা আসে এবং এরই সূত্র ধরে মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানের জন্য চিঠি দেয়।
উল্লেখ্য, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন ও সাতবাড়িয়া ইউনিয়নের দুটি ওয়ার্ডকে নিয়ে দোহাজারী নামে একটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটি নিকারের সভায় অনুমোদন পেয়েছে। এ বিষয়ে এখনও প্রকাশিত হয়নি সরকারি গেজেট বা পরিপত্র। শুরু হয়নি পৌর কার্যক্রমের প্রাথমিক ধাপও। সবকিছুকে ছাড়িয়ে দোহাজারী পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে নামতে শুরু করে দিয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা মনের মধ্যে পোষণ করে প্রায় প্রতিদিন কোনো না কোনো নেতা নিজে নিজে অথবা দলবল নিয়ে শো-ডাউনের চেষ্টার পাশাপাশি নতুন পৌর এলাকার ভোটার ও জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুনভাবে সৃষ্ট এ পৌরসভার নির্বাচন নিয়ে মনোনয়নপ্রত্যাশী ছাড়াও পৌরবাসীদের মধ্যেও নানা আলোচনা-সমালোচনা ও ঔৎসুক্য লক্ষ্য করা যাচ্ছে।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ৮ ফ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র এমডি তৌহিদুজ্জামানের অপসারণের দাবিতে বারবকু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র এমডি তৌহিদুজ্জামানের অপসারণের এক দফা দাবিতে ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সংবাদমাধ্যমকে কারখানায় ঢুকতে দেয়নি প্রশাসন। পরে পুলিশের হস্তক্ষেপে সাংবাদিক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্ষুদে বিজ্ঞানীদের আবি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়া... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ৮ ফ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, বর্তমান সরকা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকার ল... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মা... বিস্তারিত