রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ০৫:৫৫ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম’র আনোয়ারার সৌদি প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সালিশে ওই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও প্রভাবশালীরা জমি দখল ছাড়ছে না। এ ঘটনায় সৌদি প্রবাসী মো. নাজিম উদ্দিন ছেলে জাহেদুল ইসলাম সানি বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রবাসী অভিযোগে উল্লেখ করেন, তিনি আনোয়ারা উপজেলার ৬ নং ইউনিয়নের ৪ নং শিলাইগড়া ওয়ার্ডের মধ্যম শিলাইগড়া বজল্যার টেক এলাকার মফজল মাস্টার বাড়ীতে ২০০৪ সালে ১ গন্ডা ৩ কড়া জমি ক্রয় করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২৮ নভেম্বর সোমবার ভূমিদস্যু
মৃত আব্বাছ আলীর পুত্র মো. ইউনুছ, মো. ইলিয়াছ ও মৃত ইছহাকের পুত্র মো. সোহাগ’র নেতৃত্বে ১০ থেকে ২০ জনের সন্ত্রাসী গ্রুপ ও মৃত কবীর আহমদের পুত্র মিস্ত্রি ইছহাক জোরপূর্বক বাড়ী নির্মাণ করছে। এ ব্যাপারে ৯৯৯ নাম্বারে কল করেও স্থানীয় থানার সহায়তা পাননি।লিখিত অভিযোগে জানা যায়, বিগত ১৪/০৮/২০০৪ তারিখ তপশীলোক্ত ভূমি রেজিষ্টার্ড কবলা দলিল নং- ২৯৭৯ মূলে আমার প্রবাসী পিতা উচিত মূল্যে মৃত বজল আহমদের পুত্র মো. বদরুল হক ও মো: হারুন সাক্ষীদ্বয়ের নিকট হতে খরিদ করে। খরিদ পরবর্তী সময়ে নিজ নামে (পিতার নামে) ক্রয়কৃত স্বত্ব নামজারী খতিয়ান নং- ১২২৯ সৃজন করে বিক্রেতা প্রদত্ত দখল মতে তথায় যাবতীয় কর্মকান্ডে সকলের জ্ঞাতসারে শান্তিপূর্ণ ভোগ-দখলে আছে।
বর্ণিত বিবাদীগণ একই দাগের কিংবা পার্শ্ববর্তী দাগের আন্দরে ক্রয়কৃত ভূমির মালিক বটে। এমতাবস্থায় বিবাদীগণ উল্লিখিত দাগের তাদের জন্মকৃত ভূমি থাকার অনৈতিক দাবী করে আমাকে কোন উন্নয়ন কর্মকান্ড করতে দিচ্ছে না। নানা প্রতিবন্ধকতার মাধ্যমে ক্রয়কৃত ভূমির শান্তিপূর্ণ ভোগ-দখলে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছে। তদুপরি সামাজিক নীতি নৈতিকতার তোয়াক্কা না করে আমার ভোগ-দখলে বাধা সৃষ্টির ন্যায় অপকর্মে লিপ্ত আছে। তদুপরি নিয়মিত আমার ক্রয়কৃত ভূমি জবর-দখল করবে মর্মে কঠোর হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসতেছে।
তারই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়ে বিবাদীগণ আমার ক্রয়কৃত ভূমির সম্মুখে এসে উল্লিখিত সাক্ষী সহ আশপাশের প্রতিবেশীদের সম্মুখে প্রকাশ্যে আমাকে উদ্দেশ্যে করে গালিগালাজ করতে থাকে এবং আমার খরিদকৃত ভূমি হতে আমাকে উচ্ছেদ পূর্বক জবর-দখল করে স্থাপনা নির্মাণ করবে মর্মে কঠোর হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। বিবাদীগণের উক্তরূপ হুমকি ও সম্ভাব্য জবর-দখল কর্মকান্ড তথা জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টায় বাধা-নিষেধ দিলে তথায় রক্তক্ষয়ী সংঘর্ষ সহ জানমালের অপূরনীয় ক্ষতির আশংকায় সার্বিক বিষয়টি স্থানীয় নেতৃত্ব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়।
জমির মালিক প্রবাসী মো. নাজিম উদ্দিন’র পুত্র জাহেদুল ইসলাম বলেন, ভূমিদস্যু মৃত আব্বাছ আলীর পুত্র মো. ইউনুছ, মো. ইলিয়াছ ও মৃত ইছহাকের পুত্র মো. সোহাগ’র নেতৃত্বে আমাদের মতো অসহায়দের জমি টার্গেট করে দখল করে এবং মিস্ত্রি ইছাহাককে দিয়ে বিভিন্ন পন্থায় একের পর এক জমি দখল করে নেয় এই চক্রটি। আমাদের এই জমিতে কেউ যেন দখলের জন্য প্রবেশ না করতে পারে সেজন্য আদালত থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; এরপরও এই ভূমিদস্যুরা জমি দখল করে বাড়ী নির্মাণ করছে।
স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই ভূমিদস্যু মৃত আব্বাছ আলীর পুত্র মো. ইউনুছ, মো. ইলিয়াছ ও মৃত ইছহাকের পুত্র মো. সোহাগ’র নেতৃত্বে মামলা, হয়নানিমূলক মামলা করে। ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে বিভিন্নজনের জমি দখলে নেওয়াই তাদেরর মূল পেশা।
এ বিষয়ে নোটিশকারী ক্যএমং মার্মা বলেন, আমার কিছুই করার নাই, নিউজও করেন। এ বিষয়ে এলাকার মেম্বার সমশু বাসির সাথে কথা বললে তিনি বলেন আমি বিষয়টি দেখছি। এ বিষয়ে চেয়ারম্যানকে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। কিন্তু তিনি এ ব্যাপারে অবহিত আছেন।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্ষুদে বিজ্ঞানীদের আবি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়া... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এই হিসাবে আগামীকাল মঙ্গলব... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশসহ সারা বিশ্বেই দেখা দিয়েছে মূল্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও খাজা রোড খালাসী পুকুর পাড় হাজী নূর বেগম ফার্নিচার ম... বিস্তারিত
মৌলভী আছাদ আলী বাড়ী সমাজের উদ্যোগে আজ ২০ জানুয়ারি (শুক্রবার) বিকালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদ... বিস্তারিত
গোলাম ছরওয়ার, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা মধ্য বড়লিয়াতে শীতার্ত দুঃস্থ মানুষের ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহম্ম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভা... বিস্তারিত
মুহাম্মদ বদরুদ্দীন সাদী: আলহামদুল্লিাহ্! মহান আল্লাহ্ তায়ালা আমাকে ফখরুদ্দীন (রহ.) এর মত উসতাদ ... বিস্তারিত