বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ০২:৩৭ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: নতুন রাজনৈতিক দল “বনেদি গণতন্ত্র” নামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলা রোড, মিয়া মাহামুদ আলী খান লেইনে পার্টির অফিস সংলগ্ন মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে।
নতুন রাজনৈতিক দল “বনেদি গণতন্ত্র” এর আহবায়ক ডা: লুসি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা প্রকাশ্যে জনতার সামনে কথা বলবো। বাংলাদেশের সামাজিক অবস্থায় নারী সমাজ আজও অনেক পিছিয়ে আছে। আমি নিজেও একজন নারী তবে আজকের এই সংবাদ সম্মেলনে একজন নারী হিসেবে আসিনি। এসেছি এদেশের জনগণ যে
গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করছে তাদের প্রতিনিধি হয়ে।তিনি আরো বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। সমাজের প্রতিটি স্তরে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবে ‘বনেদি গণতন্ত্র’। মহান মুক্তিযুদ্ধে জনগণের যে আকাঁঙ্খা ছিল তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয়ে ‘বনেদি গণতন্ত্রের’ সৃষ্টি। দেশ ও জাতির প্রতি ভালোবাসার টানে আমার রাজনীতিতে আসা দল গঠন করা এবং ‘বনেদি গণতন্ত্র’ নামক নতুন দল গঠন করে দেশ গড়ার ডাক দেয়া।এই দল গণমানুষের কথা বলবে। গণ মানুষের স্বপ্ন পূরনের জন্য কাজ করবে।এ ই দল সাম্যের আদর্শকে ধারণ করে, একই সঙ্গে গণতন্ত্রের আদর্শকেও ধরে রাখবে। এই মাটিতে অনেক বীর সন্তানের জন্ম। আমিও এই চট্টগ্রামের মাটিতে জন্মেছি। আমার রক্তেও আন্দোলন সংগ্রাম মিশে আছে। এই অনুভূতি থেকে আমরা দেশ গড়ার ডাকে দেশবাসীকে ‘বনেদি গণতন্ত্রের’ পতাকা তলে একত্রিত হওয়ার জন নতুন দল গঠন করছি।
লুসি খান লিখিত বক্তব্যে বলেন, ‘বনেদি গণতন্ত্রের’ নামকরণ এই কারণে হয়েছে যে, আমরা বাংলাদেশে যে-গণতন্ত্র চর্চা করবো, তা একবারেই তৃণমূল পর্যায়ের খেটে-খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে করবো। সমাজ ও রাষ্ট্রে তাদের অবদান অফুরন্ত। কিন্তু সেভাবে তাদের মূল্যায়ন হচ্ছে না। বরং পদে পদে বঞ্চনার শিকার হচ্ছেন এই দেশের সাধারণ মানুষ। তাদেরকে সংগঠিত করাই এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য। তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। এই সংগঠনের প্রতিটি স্তরে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা হচ্ছে গণতন্ত্রের মূলমন্ত্র। আমাদের দলের নাম ‘‘বনেদি গণতন্ত্র’ রেখেছি এই কারণে যে, আমরা গণতন্ত্রকে গ্রাম পর্যায়ের সাধারণ কৃষক-শ্রমিক থেকে তৃণমূল পর্যায়ে, রাষ্ট্রের মূল শাসন কাঠামোতে বিস্তৃত করতে চাই। আমাদের এই গণতন্ত্র হবে সবার আমরা সবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
লুসি খান লিখিত বক্তব্যে আরো বলেন, ‘‘বনেদি গণতন্ত্র’’বাংলাদেশের গণমানুষের সব মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবে। এই মৌলিক অধিকার হলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। অন্যান্য অধিকার যেমন, নারীদের সম্মান ও সমান অধিকার, পিছিয়ে থাকা নারী-শিশুদের বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী তাদের প্রতিষ্ঠা করা ‘বনেদি গণতন্ত্র’ এর অন্যতম মুখ্য উদ্দেশ্য। আমাদের সংবিধানে অনেক অধিকারের কথা উল্লেখ আছে; যেমন, প্রত্যেক মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা। এক কথায় বলতে গেলে আমাদের দেশের সাধারণ তথা তৃণমূল পর্যায়ের মানুষ প্রকৃত মৌলিক অধিকারগুলোর প্রায় কোনোটিই পায় না। আমাদের রাজনৈতিক দল গঠিত হচ্ছে এই দেশের মানুষকে নিয়ে তারা এই দলের সদস্য হিসেবে এবং এদেশের নাগরিক হিসেবে জীবনের মৌলিক চাওয়া-পাওয়া গুলো যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি রাষ্ট্র থেকে পাবে। নাগরিক অধিকার ও সত্যের প্রতিষ্ঠা, দুর্নীতি, আধিপত্য ও কর্তৃত্বমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই দলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বনেদি গণতন্ত্রের কর্মসূচি সমূহ-
সর্বজনীন স্বাস্থ্য অর্থাৎ, গ্রাম এবং উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সাপোর্ট থাকবে। সব বেসরকারি হাসপাতালকে সরকারিকরণ এবং চিকিৎসকদের যথাযথ সম্মানি প্রদান ও সম্মান করা হবে। সার্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে। যেমন, প্রতিটি গ্রামে কমপক্ষে একটি করে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এবং উপজেলা পর্যায়ে কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। বিত্তহীন ব্যক্তি ও অসহায় নারীদের আইনি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেবে। বয়স্ক, কর্ম-অক্ষম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমিতে শিল্প স্থাপনা তৈরি নিষিদ্ধ হবে। একটি খামার একটি ঘর প্রকল্প বাস্তবায়নে আমরা কাজ করব। ‘‘বনেদি গণতন্ত্র’-এর আদর্শ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। জেবুর নাহারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম আই মানিক, আকবর হোসেন চৌধুরী, সৈয়দ আমিরুল কবীর ও মহিউদ্দিন।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের পিতা মরহুম জ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের এক বাতিল ডাককর্মীর পুনর্বহালের ব্যাপারে সংশ্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেফতা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: নগরীর অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির প্রতিষ্টাতা ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, বর্তমান সরকা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকার ল... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার বাংলাদেশকে ... বিস্তারিত