রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ০৫:২৫ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে নির্যাতনে নুরউদ্দীন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আমরণ অনশনরতদের অনশন ভাঙ্গালেন বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বিএইচআরএফ’র মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান এম এ হাশেম রাজু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ও আওয়ামীলীগ নেতা একরাম হোসেন, হেফাতজত নেতা শওকত নূর, পরিবেশ সুরক্ষা আন্দোলনের ভাইস চেয়ারম্যান মীর আমির মোহাম্মদ খান, সাংবাদিক সোহেলমোহাম্মদ ফখরুদ্দিন, ওসমান জাহাঙ্গীর, আবদুল্লাহ মজুমদারসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
আজ শনিবার (১২ নভেম্বর) বিকালে শহরের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরতদের জুস পান
করিয়ে অনশন ভাঙ্গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডা. মাহফুজুর রহমান ও এডভোকেট জিয়া হাবিবসহ অন্যান্য বিশিষ্টজনেরা।এর আগে সকাল থেকে শহরের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নির্যাতনে নুরউদ্দীন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আমরণ অনশন শুরু করেন। আমরণ অনশনে বসেছেন নিহত নুরউদ্দীন মা সায়েরা বেগম, বড় বোন কোহিনুর আক্তার, দুলা ভাই ফয়েজ আহমদ, মামাতো ভাই ইরফান উদ্দিন, চাচাত ভাই মিনহাজ উদ্দিন, ভাগিনা মো: ফাহিম খান, ভাগিনা- মো: রামিম উদ্দিনসহ পরিবারের সদস্যরা। হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি সম্বলিত স্লোগান লেখা বিভিন্ন ফেস্টুন প্রদর্শিত হচ্ছে অনশনে। কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উদ্দেশ্যে সায়েরা বেগম বলেন, ‘আমার বুকের ধন ছেলেকে কেড়ে নিয়েছে খুনি জোবাইদা নাহার চম্পাসহ তার সহযোগীরা। বর্বরোচিতভাবে নির্যাতন করে আমার ছেলেকে হত্যা করেছে তারা। আমি এই হত্যাকারীদের বিচার চাই। আর না হয়, আমার ছেলেকে মেরেছে, আমাকেও গুলি করে মারা হোক।’ তিনি বলেন, ‘আমার ছেলের হত্যাকারী জোবাইদা নাহার চম্পাসহ গংদেরকে না ধরা পর্যন্ত আমি ও আমরা এখানেই অবস্থান করবো। এই কর্মসূচি কোনো দলীয় কর্মসূচি নয়। তাই দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এই আমরন অনশন আমার সন্তান নুরউদ্দীন হত্যাকারী খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখামুখি না করা পর্যন্ত আমাদের পরিবারের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
নুরউদ্দীন মা সায়েরা বেগম আরো জানান, চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউপির চিড়িংঘাটার নুরউদ্দীনকে হত্যা করে স্ত্রী ও তার শশুড় বাড়ির লোকজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনকে নিয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে এসে গ্রামের বাড়ীতে লাশ দাফন করি।
আমার সন্তান নূর উদ্দীনকে খুনি জোবাইদা নাহার চম্পা গং বিদেশে চাকরী করা উপার্জিত প্রায় ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা খুনি চম্পা সুপরিকল্পিতভাবে প্রেম ও ভালবাসার অভিনয় করে সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করে। আমার সন্তান বিদেশ থাকা অবস্থায় খুনি চম্পার খালাতো বোনের জামাই নজরুলের সাথে পরকিয়াতে জড়িয়ে স্বামী স্ত্রীর মত জীবন যাপন করতে থাকে। আমার সন্তান চম্পার পরকিয়ার বিষয়টি জানতে পারার পর দেশে ফিরে আসে। মহামারী করোনার সময় দেশে তেমন কোন চাকরি না থাকায় কর্মহীন হয়ে পড়ে। ফলে আমার ছেলের বউ চম্পার নিকট ব্যবসা করার জন্য ১০, ০০, ০০০/- টাকা চাইলে খুনি চম্পা বলেন আমার খালাতো বোনের জামাতা খুনি নজরুল ইসলামের নিকট গচ্ছিত আছে, আমি এনে দেব বলে আজ কাল দিচ্ছি দেব বলে সময়ক্ষেপন করে। এভাবে দিনের পর দিন আমার ছেলে তার কষ্টের অর্জিত টাকা থেকে ১টি টাকাও মৃত্যুর আগ পর্যন্ত আমার ছেলেকে দেননি। এর মধ্যে আমার সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য খুনি চম্পা ও দুলাভাই আসামী নজরুল গংকে নিয়ে পরিকল্পনা করতে থাকে। খুনিরা ছেলের বউ জোবাইদা নাহার চম্পা (২০), বউয়ের বোন বেবী আক্তার (৪০) এবং তার স্বামী নজরুল ইসলাম (৪৫), ইয়াছমিন আক্তার (৪০) মোঃ মোরশেদ (৩২), মোঃ মনজুর (২৮), তাদের বাড়ি মধ্যম জামিরজুরি, ডাক্তার নুরুন্নবী বাড়ির সামনে, ৫নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা চন্দনাইশ, চট্টগ্রাম সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন আসামী করে আদালতে মামলা করি। তবে মামলায় আজ পর্যন্ত আমার ছেলের হত্যা মামলার কোন অগ্রগতি নেই বললেই চলে। আমি উক্ত বিষয়টি মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মহোদয়কে অবহিত করেছি। এর মধ্যে আমার সন্তানেরা খুনিরা মামলা তুলে নেওয়ার জন্য মামলার বাদী আমার সন্তান মইনউদ্দিনকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। আমারা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ মুহূর্তে আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
গোলাম ছরওয়ার, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা মধ্য বড়লিয়াতে শীতার্ত দুঃস্থ মানুষের ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের হালিশহর থানাধীন ২৪নং ওয়ার্ড ছোট পোল এলাকায় এক রিক্সা চালক যুবক ম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের পরবর্তীক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে (চমেক) হঠাৎ করে কিডনি ডায়ালিসিসের মূল্যবৃদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের পরবর্তীক... বিস্তারিত
গোলাম ছরওয়ার, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা মধ্য বড়লিয়াতে শীতার্ত দুঃস্থ মানুষের ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহম্ম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভা... বিস্তারিত
মুহাম্মদ বদরুদ্দীন সাদী: আলহামদুল্লিাহ্! মহান আল্লাহ্ তায়ালা আমাকে ফখরুদ্দীন (রহ.) এর মত উসতাদ ... বিস্তারিত