বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ০২:৪৫ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র সভাপতি জনাব ফারুক হাসান চট্টগ্রামস্থ পোশাক শিল্প মালিকদের সাথে এ’শিল্পের সমসাময়িক পরিস্থিতি নিয়ে গততাল চট্টগ্রামের খুলশীস্থ বিজিএমইএ ভবনে মতবিনিময় করেন।
এ’সময় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জনাব এস.এম. মান্নান কচি, সহ-সভাপতি জনাব মোঃ শহীদুল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) জনাব খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি জনাব মোঃ নাসির উদ্দীন ও জনাব রাকিবুল আলম চৌধুরী, পরিচালক সর্বজনাব তানভীর আহমেদ, মোঃ খসরু চৌধুরী, আবদুল্লাহ হিল রাকিব, হারুন-অর-রশিদ, রাজীব চৌধুরী, ব্যারিষ্টার ভিদিয়া অমৃত খান, এ.এম. শফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকি), এম. এহসানুল হক,
মতবিনিময়কালে বিজিএমইএ’র সভাপতি জনাব ফারুক হাসান বলেন- রপ্তানীমুখী তৈরী পোশাক শিল্প বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিড-১৯-এর আঘাতের ক্ষত না শুকাতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অর্থনীতির স্মরণকালের অস্থিরতায় আমাদের তৈরী পোশাক শিল্পের প্রধান রপ্তানী বাজার ইউরোপ ও আমেরিকায় মূদ্রাষ্ফীতির কারণে রপ্তানী বাণিজ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। সকল প্রতিকূলতা সত্ত্বেও এ শিল্পের প্রবৃদ্ধি গত অর্থবছরে ৩৫.৪৭ শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে পোশাক শিল্প মালিকদের মেধা, শ্রম ও উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আন্তর্জাতিকভাবে বর্তমান পর্ষদের আরএমজি কুটনীতির বিভিন্ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এ’শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও ব্রান্ডিং নিশ্চিতকল্পে বিজিএমইএ’র উদ্যোগে ঢাকা’য় আগামী ১২ থেকে ১৮ নভেম্বর ২০২২ ইং অনুষ্ঠিতব্য এ্যাপারেল সামিট “গধফব রহ ইধহমষধফবংয ডববশ (গওইড) ২০২২” বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি বৃদ্ধিসহ বিশ্ব বাজারে এ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাখবে। এ শিল্পে নতুন ও তরুন উদ্যোক্তাদেরকে শিল্পের বিকাশ ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার ও ডিজাইনিং ব্রান্ডিং-এর সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি সচেতনতা ও বিচক্ষণতার সহিত কার্যক্রম পরিচালনা করতে হবে। মতবিনিময়কালে তিনি পোশাক শিল্পের কল্যাণে বর্তমান পর্ষদের বিভিন্ন অর্জনসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং পোশাক শিল্পের মালিকগণ কর্তৃক উত্থাপিত বিরাজমান সমস্যাসমূহ দ্রুত সমাধানের লক্ষ্যে সরকার সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহের সহিত জরুরী উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে তিনি আশ্বস্থ করেন।
অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আমাদের জাতীয় অর্থনীতির চালিকাশক্তি তৈরী পোশাক শিল্প। বিশেষ করে বিগত কভিডকালীন সময়ে বিশ্ব যখন মুখ থুবড়ে পড়েছিল তখনও আমাদের এ শিল্প উৎপাদন কার্যক্রম চালু রেখে দেশের প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছে তা নজিরবিহীন। কভিডকালীন সংকট উত্তরণে মাননীয় প্রধানমন্ত্রী’র দূরদর্শী সিদ্ধান্ত বিচক্ষণতায় আমরা যেভাবে সাফল্য অর্জন করেছি তা ধরে রাখতে হলে এ শিল্পে বিরাজমান সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের ইতিবাচক সহযোগীতা কামনা করেন।
ধন্যবাদসূচক বক্তব্যে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি জনাব এস.এম. মান্নান কচি বলেন, বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্বশীলতা ও জবাবদিহীতার সহিত পোশাক শিল্পের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় তৈরী পোশাক শিল্পের বিভিন্ন সমস্যাদি যেমন- কাস্টমস্্, বন্ড, ভ্যাট, ট্যাক্স, ব্যাংকিং, গ্যাস-বিদ্যুৎ, প্রাইভেট আইসিডি, ফ্রেইট ফরওয়ার্ডার, কমপ্লায়েন্স, শ্রম অসন্তোষ ইত্যাদি সহ নানা বিষয়ে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রাক্তন সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী (সেলিম), প্রাক্তন পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ সাইফ উল্ল্যাহ মনসুর, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন সহ বিভিন্ন পোশাক শিল্পের মালিকবৃন্দ।
মতবিনিময় অনুষ্ঠানে বিজিএমইএ’র মাননীয় সভাপতি জনাব ফারুক হাসান চট্টগ্রামস্থ ৩০টি বিজিএমইএ’র নতুন সদস্য প্রতিষ্ঠানকে নতুন উদ্যোক্তা হিসেবে বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং বিজিএমইএ ভবন চত্বরে বৃক্ষরোপন করেন।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের স্বনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিনিয়রস ক্লাব লিমিটেড (২০২২-২০২৩) ম্যানেজিং কমিটির নির্বাচনে বিপুল ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে আধুনিক হোটেল ব্যবস্থাপনার পথিকৃৎ হোটেল আগ্রাবাদ-এর সুইমিং পুলের প... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: প্লাটিনাম হোটেল আগ্রাবাদ এর একটি নতুন স্বতন্ত্র প্রোগ্রাম, কার্ডধারীদের উন্ন... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কমিশনার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম জনাব সৈয়দ মুশফিকুর রহমান ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: তৈরী পোশাক শিল্পের স্বপ্নদ্রষ্টা ও দেশ গার্মেন্টস লিঃ-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ৮ ফ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, বর্তমান সরকা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকার ল... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মা... বিস্তারিত