মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২ ০৯:৩৮ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: অদ্য ৩০ জুন, ২০২২ইং বৃহষ্পতিবার, বিকাল- ০৪:৩০ ঘটিকায় খুলশীস্থ বিজিএমইএ ভবন, চট্টগ্রাম-এ BGMEA-ILO যৌথ প্রকল্পের অধীনে তৈরী পোশাক শিল্পের Social Dialogue and Industrial Relations (SDIR) এর উপর ২ দিন ব্যাপী ২টি ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী সমাপ্ত হয়েছে। এ’উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন বিজিএমইএ’র মাননীয় প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র মাননীয় সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী ও বিজিএমইএ’র পরিচালক জনাব এম. আহসানুল হক। বিজিএমইএ কর্মকর্তা, প্রশিক্ষক
ও প্রশিক্ষণার্থীবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।বিজিএমইএ’র মাননীয় প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন- পোশাক শিল্প একটি শ্রমঘন শিল্প, যার ৮০% দেশের প্রান্তিক গোষ্ঠি থেকে উঠে আসা অবহেলিত মহিলা। কিন্তু এ’শিল্পের মাধ্যমে এদের আর্থ-সামাজিক অবস্থান পরির্বতন হয়েছে, ক্ষমতায়ন হয়েছে, কর্মসংস্থান হয়েছে, সর্বোপরি দেশের শিল্পায়নে যুগান্তকারী অবদান রাখছে। তবে শ্রমঘন হওয়ায় এ’শিল্পে মাঝে মাঝে অসন্তোষ সৃষ্টির পায়ঁতার হয়। দেশী-বিদেশী নানামুখী ষড়যন্ত্রের কারণে এ’শিল্পের সুনাম ক্ষুন্ন হয়। তিনি শ্রমিক-কর্মচারী ও প্রশিক্ষার্থীদের এ’ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করে সুষ্ঠ কর্মপরিবেশ তৈরীতে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
তিনি আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী এ’শিল্পের প্রতি অত্যন্ত আন্তরিক, করোনাকালীন সময়ে বিশেষ প্রণোদনা ও নীতি সহায়তা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এ’শিল্পের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সহায়তা করেছেন। এ’জন্য তিনি বিজিএমইএ’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন। সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় তৈরী পোশাক শিল্পে দক্ষতা, উৎপাদনশীলতা ও শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের মান উন্নয়নে বিজিএমইএ সর্বাত্মক প্রচেষ্ঠা চালায় মর্মে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য এ’সেশনে চট্টগ্রামের ১৭টি গার্মেন্টস্্ প্রতিষ্ঠানের ৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিজিএমইএ সূচনা লগ্ন থেকে এ’সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: কাস্টস হাউজ, চট্টগ্রামের নব-নিযুক্ত কমিশনার জনাব মোহাম্মদ ফাইজুর রহমান-এর সাথ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বহির্বিশ্বে জ্বালানি সংকটের কারণে সরকার বাধ্যহয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: তৈরী পোশাক শিল্পের বিল্ডিং, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার সেইফটি নিশ্চিতকরণে চট্টগ্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃব... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: অদ্য ২৫ জুন, ২০২২ইং তারিখে বাঙ্গালী জাতির সক্ষমতা ও মর্যাদার প্রতীক “স্বপ্নে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ২৫ জুন, ২০২২ইং তারিখে বাঙ্গলী জাতির সক্ষমতা ও মর্যাদার প্রতীক “স্বপ্নে... বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচির ২৮ কিলোমিটারে পাহাড়ী ঢালু সড়ক পথ বেঁয়ে নামার সময় খাদে পড়... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কাস্টস হাউজ, চট্টগ্রামের নব-নিযুক্ত কমিশনার জনাব মোহাম্মদ ফাইজুর রহমান-এর সাথ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে সরকারের হঠকার... বিস্তারিত