পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমে জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী বিজিএমইএ’র

newsgarden24.com    ১০:২৯ পিএম, ২০২২-০৬-২০    204


পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমে জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী বিজিএমইএ’র

নিউজগার্ডেন ডেস্ক: অদ্য ২০ জুন, ২০২২ইং রোজ- সোমবার, বিকাল- ০৪:০০ ঘটিকায় কাস্টমস্্ হাউজ, চট্টগ্রামের সম্মেলন কক্ষে বিজিএমইএ’র নেতৃবৃন্দের সাথে কাস্টমস্ হাউজ্, চট্টগ্রাম-এর কমিশনারের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
কমিশনার জনাব এম. ফখরুল আলম-এর সভাপতিত্বে উক্ত সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক সর্বজনাব মোঃ হাসান (জ্যাকী), এম. আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক সর্বজনাব এ.এম. মাহাবুব চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম কাস্টমস্্ এজেন্ট এসোঃ-এর সভাপতি জনাব এ.কে.এম. আকতার হোসেন, সাধারণ সম্পাদক জনাব কাজী মাহমুদ

ইমাম (বিলু), বন্দর বিষয়ক সম্পাদক জনাব লিয়াকত আলী হাওলাদার সহ বিপুল সংখ্যক পোশাক শিল্পের মালিক ও বিজিএমইএ’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তৈরী পোশাক শিল্পের অব্যাহত প্রবৃদ্ধি অর্জনে পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পোশাক শিল্পের সমস্যা সমূহ অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের নির্দেশনা রয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতিতে বর্তমানে বিদেশী ক্রেতা কর্তৃক রপ্তানি আদেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এ’ক্ষেত্রে কাস্টমস্্ সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণ পূর্বক আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতার কোন বিকল্প নাই। কিন্তু কাস্টমস্্ হাউজ, চট্টগ্রামে পোশাক শিল্প সংশ্লিষ্ট আমদানিতে ঐ.ঝ. পড়ফব সহ নানাবিদ জটিলতা ও দীর্ঘ সূত্রিতার কারণে আমদানি-রপ্তানি বাঁধাগ্রস্থ হচ্ছে মর্মে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও বিএম কন্টেইনার ডিপোতে অক্ষত রপ্তানি চালান সমূহ দ্রুত জাহাজীকরণে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার বর্তমান প্রেক্ষাপটে রপ্তানির প্রবৃদ্ধির অব্যাহত রাখার স্বার্থে কাস্টমস্্ হাউজ সংশ্লিষ্ট বিদ্যমান প্রক্রিয়া সমূহ সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদনের লক্ষ্যে জরুরী উদ্যোগ গ্রহণের জন্য তিনি কমিশনারকে অনুরোধ করেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী বলেন-  বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থার প্রেক্ষিতে সরকার রপ্তানি খাতকে উৎসাহিত করতে বিভিন্ন ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু কাস্টমস্্ হাউজ, চট্টগ্রামে পোশাক শিল্পের আমদানি চালানে ঐ.ঝ.ঈড়ফব সংক্রান্ত জটিলতায় নমনীয় ভাব পোষণ না করে উচ্চ হারে জরিমানা আদায় করছে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে। তিনি আরো বলেন- নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানিখাতের গুরুত্ব বিবেচনায় পোশাক শিল্পের সমস্যা সমূহ সমাধানে নমনীয় ভাব পোষাণ করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম কাস্টমস্্ এজেন্ট এসোঃ-এর সভাপতি জনাব এ.কে.এম. আকতার হোসেন বলেন- দেশের শিল্পায়ন ও কর্ম সংস্থান বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি খাতের গুরুত্ব বিবেচনায় পোশাক শিল্পের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুততার সহিত সম্পাদনের কোন বিকল্প নাই। তিনি পোশাক শিল্পের পণ্য চালান দ্রুত খালাসে ঐ.ঝ.ঈড়ফব সংক্রান্ত জটিলতায় নিরসন পূর্বক কার্যক্রম সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন।
সভায় পোশাক শিল্পের কাস্টমস্্ হাউজ, চট্টগ্রাম সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরনের উপর আরো বক্তব্য রাখেন- বিজিএমইএ’র পরিচালক জনাব মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক সর্বজনাব এ.এম. মাহাবুব চৌধুরী, অঞ্জন শেখর দাশ, কাস্টমস্  এজেন্ট এসোঃ এর পক্ষে সাধারণ সম্পাদক জনাব কাজী মাহমুদ ইমাম (বিলু), বন্দর বিষয়ক সম্পাদক জনাব লিয়াকত আলী হাওলাদার প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- পোশাক শিল্পের কাঁচামাল শুল্ক মুক্ত ভাবে আমদানি করা হয়, রপ্তানির উদ্দেশ্যে। নির্ধারিত বন্ডিং মেয়াদের মধ্যে রপ্তানিতে ব্যর্থ হলে বন্ড কাস্টমস্্ কর্তৃক দাবী নামা জারী করে শুল্ক আদায় করা হচ্ছে। এক্ষেত্রে কাঁচামাল আমদানিতে ঐ.ঝ. ঈড়ফব সংক্রান্ত জটিলতায় অন্যান্য বাণিজ্যিক পণ্যের ন্যায় রপ্তানিমুখী পোশাক শিল্পের ক্ষেত্রেও উচ্চহারে জরিমানা আরোপের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের আমদানি চালান খালাস বিলম্বে রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে। এছাড়াও পোশাক শিল্পের রপ্তানিতে ঝযড়ৎঃ ঝযরঢ়সবহঃ সংক্রান্ত তথ্য এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে হালনাগাদ করণে দীর্ঘসূত্রিতার পরিহার ও ইওঘ খড়পশ থাকলেও রপ্তানি কার্যক্রম দ্রুত অনুমোদনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দাবী জানান।

কমিশনার, কাস্টমস্্ হাউজ, চট্টগ্রাম জনাবএম. ফখরুল আলম বলেন- জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদনে কাস্টমস্ হাউজ, চট্টগ্রাম নিরলস ভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন ঐ.ঝ. ঈড়ফব সংক্রান্ত জটিলতার নিরসন সহ অন্যান্য সমস্যার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন, সেজন্য বিষয় সমূহ দ্রুত জাতীয় রাজস্ব বোর্ডে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করেন। বিএম কন্টেইনার ডিপোতে অক্ষত পোশাক শিল্পের রপ্তানি পণ্য চালান দ্রুত জাহাজীকরণে কাস্টমস্্ হাউজ, চট্টগ্রামের কোন আপত্তি নেই এবং পোশাক শিল্পের কাস্টমস্্ হাউজ, চট্টগ্রাম সংশ্লিষ্ট বিদ্যমান জটিলতা নিরসন পূর্বক দ্রুততার সহিত কার্যক্রম সম্পাদন করা হবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন। কাস্টমস্্ ও বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোন উদ্ধুত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও কার্যক্রম সহজীকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কাস্টমস্্ হাউজ, চট্টগ্রাম সদা প্রস্তুত রয়েছে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন।
 
সভায় কাস্টমস্্ হাউজ, চট্টগ্রামের পক্ষে বক্তব্য রাখেন- অতিরিক্ত কমিশনার ড. আবু নুর রাশেদ আহমেদ, যুগ্ম কমিশনার সর্বজনাব মোঃ মুশফিকুর রহমান, মোঃ তোফায়েল আহমেদ, উপ-কমিশনার জনাব উত্তম চাকমা প্রমুখ।

 

সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল


রিটেলেড নিউজ

স্মার্ট বাংলাদেশ গড়তে মালিক-শ্রমিকের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য: জেলা প্রশাসক

স্মার্ট বাংলাদেশ গড়তে মালিক-শ্রমিকের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য: জেলা প্রশাসক

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে গ্যাস, বিদ্যুৎ ও অগ... বিস্তারিত

২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে পোশাক খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা অতীব জরুরী: সৈয়দ নজরুল ইসলাম

২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে পোশাক খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা অতীব জরুরী: সৈয়দ নজরুল ইসলাম

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: এ কথা আজ সর্বজন স্বীকৃত যে বাংলাদেশের অর্থনীতি এখন রপ্তানির উপর নির্ভরশীল। আর ... বিস্তারিত

‘পলিথিনজাত দ্রব্যের বিক্রয় ও মজুদ বন্ধ না হলে শীঘ্রই মোবাইল কোর্ট’

‘পলিথিনজাত দ্রব্যের বিক্রয় ও মজুদ বন্ধ না হলে শীঘ্রই মোবাইল কোর্ট’

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। পলিথিন, শপিং ব্যাগ বা পলিইথাই... বিস্তারিত

‘পোশাক শিল্পের রপ্তানির অগ্রযাত্রায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অব্যাহত সেবা প্রদানের অঙ্গীকার’

‘পোশাক শিল্পের রপ্তানির অগ্রযাত্রায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অব্যাহত সেবা প্রদানের অঙ্গীকার’

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব-নিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সো... বিস্তারিত

এসএমই মেলা চলবে ১৭ মে পর্যন্ত 

এসএমই মেলা চলবে ১৭ মে পর্যন্ত 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্... বিস্তারিত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ : সাত বছরের মধ্যে সর্বনিম্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ : সাত বছরের মধ্যে সর্বনিম্ন

newsgarden24.com

প্রফেসর মিঞা মো. ইউসুপ চৌধুরী: করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা, বিশ্বব্যাপী চরম মুদ্রাস্ফীতি এবং পরবর... বিস্তারিত

সর্বশেষ

বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নেই, আছে এক দলীয় সরকার: বরকত উল্লাহ বুলু

বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নেই, আছে এক দলীয় সরকার: বরকত উল্লাহ বুলু

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত

বিএনপির পদযাত্রায় বাদশার নেতৃত্বে যুবদলের অংশগ্রহণ

বিএনপির পদযাত্রায় বাদশার নেতৃত্বে যুবদলের অংশগ্রহণ

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এন্ড কাউন্সিল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এন্ড কাউন্সিল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এন্ড কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টারের চট্টগ্রাম ব... বিস্তারিত

বহদ্দারহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া

বহদ্দারহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বহদ্দারহাটে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মে) বিকেল ... বিস্তারিত