সনদের জন্য আসা চবি শিক্ষার্থীরা বিপাকে!

newsgarden24.com    ০৩:২৯ পিএম, ২০২২-০৫-১৮    183


সনদের জন্য আসা চবি শিক্ষার্থীরা বিপাকে!

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সনদ শাখা নথিপত্রের জন্য গুরুত্বপূর্ণ একটি শাখা। তবে রুটিনমাফিক মধ্যাহ্ন বিরতি দুপুর আড়াইটা পর্যন্ত হলেও বিকেল ৩টার পরও দপ্তরে পাওয়া যায় না কর্মকর্তা-কর্মচারীদের। এতে ভোগান্তিতে পড়ছেন সাবেক শিক্ষার্থীরা। সংশ্লিষ্টদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতার অভাবেই এমনটি হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকদিন বিকেল ৩টার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, সনদ শাখার অনেক কর্মকর্তার কক্ষে চেয়ার ফাঁকা। কোনো কোনো কর্মকর্তা তাদের নিজস্ব কাজের জন্য অফিস টাইমে বাসায় চলে যান। এতে সনদ তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

১৯৬৬ সালে ৪টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রয়েছে ৫৪ বিভাগ ও ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজারের বেশি।
 
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যার সনদপত্র দেওয়া হয় এখান থেকেই। অথচ সনদপত্রের এ বিশাল কর্মযজ্ঞ এখনও হয় হাতে-কলমে।  

সনদ তৈরিতে আধুনিকায়ন না হওয়ায় ভুগতে হয় শিক্ষার্থীদের। শুধু শিক্ষার্থীরাই নয়, এ শাখায় কর্মরতদেরও বিপাকে পড়তে হয় বিভিন্ন নিয়োগ পরীক্ষার সময় অনেকে যখন একসঙ্গে সনদ সংগ্রহ করতে আসেন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনদপত্র লেখার দায়িত্বে আছেন মাত্র দুইজন। এছাড়া হাতে লেখা এসব সনদপত্র প্রস্তুতের জন্য নেই নিরিবিলি কোনও কক্ষ। শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার কথোপকথন ও হাঁটাচলার মধ্যেই একটি টেবিলে বসে লিখতে হয় এসব সনদপত্র। যার ফলে লেখায় মনোনিবেশ করতেও সমস্যা হয় সনদ লেখকদের। আলাপকালে এমনটিই জানিয়েছেন একজন সনদপত্র লেখক।

এদিকে গত ১২ মে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্নাতকের সনদ তুলতে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী। চলতি মাসের ২৩ তারিখের মধ্যে বিভিন্ন সময় সনদপত্র জমা দিতে হবে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থীদের। কিন্তু লোকবল সংকট ও ধীরগতির কার্যক্রমের কারণে ভুগছেন শিক্ষার্থীরা।  

গত সোমবার ও মঙ্গলবার (১৬ ও ১৭ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সরেজমিনে দেখা যায় এমন চিত্র। সারাদিন অপেক্ষার পর সনদ হাতে পেলেই যেন মিলছে স্বস্তি।

চবির এক শিক্ষার্থী বলেন, ১৮ মে বিকাল ৫ টার মধ্যে আমার সনদপত্র জমা দিতে হবে। নেত্রকোনা থেকে আসতে ১২ ঘণ্টা সময় লেগেছে। যেতেও কমপক্ষে ১২ ঘণ্টা সময় লাগবে। কিন্তু দুশ্চিন্তা হচ্ছে সময়মতো সনদপত্র জমা দিতে পারবো কি-না। কর্তৃপক্ষের উচিৎ সনদপত্র উত্তোলনের প্রক্রিয়া আরও সহজ করা। এ শাখায় আধুনিকায়ন না হওয়ায় শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে।

ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমি নোয়াখালী থেকে এসেছি। সকাল থেকে অপেক্ষা করছি, এখনও জানি না সনদপত্র নির্দিষ্ট সময়ে পাবো কি-না। আজকের মধ্যেই সনদপত্র জমা দিতে হবে। যেহেতু সনদপত্রগুলো হাতে লেখা হয়, সেহেতু এ শাখায় লোকবল বাড়ানো উচিৎ। শিক্ষার্থীরা অনেক দূর থেকে আসে সনদ উত্তোলনের জন্য। অথচ জরুরি প্রয়োজনের ক্ষেত্রেও একদিনে সনদ উত্তোলন করা সম্ভব হয় না।  

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, আমাকে আজকেই সনদপত্র জমা দিতে হবে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে আজকের মধ্যে সনদপত্র নাও পেতে পারি। তবে আমি সনদ শাখায় যোগাযোগ করেছি, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন।

চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, মঙ্গলবার (১৭ মে) প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জরুরি সনদপত্র উত্তোলনের আবেদন করেছেন। একদিনের মধ্যে এতগুলো সনদ যাচাই-বাছাই করে শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। তারপরও আমরা সারাদিন কাজ করছি। অতিরিক্ত ডিউটি করে হলেও চেষ্টা করছি যাদের জরুরি প্রয়োজন তাদের সনদপত্রের কাজ শেষ করে দিতে। তবে শিক্ষার্থীদেরও সচেতন হওয়া উচিৎ। অনেকেই কয়েক বছর আগে অনার্স-মাস্টার্স শেষ করেছে। কিন্তু তারা সবাই এখন একসঙ্গে সনদপত্র উত্তোলনের জন্য এসেছে। যার ফলে তারাও কষ্ট করছে, আমাদেরও সবাইকে সময়মতো সনদপত্র বুঝিয়ে দিতে হিমশিম খেতে হচ্ছে।  

তিনি বলেন, আমি কর্তৃপক্ষের কাছে আগেও প্রস্তাব দিয়েছিলাম, সনদের নির্ধারিত ফি ফর্ম ফিলাপের সময় জমা নিয়ে নিলে আমরা সনদগুলো শিক্ষার্থীদের পড়াশোনা শেষেই প্রস্তুত করে রাখতে পারি। কিন্তু সেটা সিন্ডিকেটে পাস হয়নি। আমি আবারও এ বিষয়ে প্রস্তাব দেবো, যাতে শিক্ষার্থীদের জন্য সনদ সংগ্রহ সহজ হয়।  

 

সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল


রিটেলেড নিউজ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়ে মিথ্যাচারে বিটিএ’র নিন্দা 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়ে মিথ্যাচারে বিটিএ’র নিন্দা 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, হাইদগাঁও উচ্চ বিদ্যা... বিস্তারিত

শিক্ষার্থীদের পলিটেকনিক শিক্ষায় আগ্রহী করতে জিএএমপিআই’র মতবিনিময়

শিক্ষার্থীদের পলিটেকনিক শিক্ষায় আগ্রহী করতে জিএএমপিআই’র মতবিনিময়

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষার্থীদের পলিটেকনিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে ফটিকছড়ি মাইজভাণ্ডার ... বিস্তারিত

আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় মীর হেলালের নিন্দা

আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় মীর হেলালের নিন্দা

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি , সর্ব... বিস্তারিত

সিইউসিবিএ এলমনাই এসো’র মিলন মেলা এবং গালা নাইট’ ২৬ মে 

সিইউসিবিএ এলমনাই এসো’র মিলন মেলা এবং গালা নাইট’ ২৬ মে 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের অধীনে চট্টগ্রাম বিশ¦িবদ্যালয় সেন... বিস্তারিত

শিক্ষার্থীদের সচেতন করতে প্রশিক্ষণ দিচ্ছে চসিক 

শিক্ষার্থীদের সচেতন করতে প্রশিক্ষণ দিচ্ছে চসিক 

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: সড়ক নিরাপত্তা ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পে... বিস্তারিত

চবিতে ভর্তিচ্ছুদের জন্য ফ্রী বাস সার্ভিস!

চবিতে ভর্তিচ্ছুদের জন্য ফ্রী বাস সার্ভিস!

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আ... বিস্তারিত

সর্বশেষ

বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নেই, আছে এক দলীয় সরকার: বরকত উল্লাহ বুলু

বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নেই, আছে এক দলীয় সরকার: বরকত উল্লাহ বুলু

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত

বিএনপির পদযাত্রায় বাদশার নেতৃত্বে যুবদলের অংশগ্রহণ

বিএনপির পদযাত্রায় বাদশার নেতৃত্বে যুবদলের অংশগ্রহণ

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এন্ড কাউন্সিল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এন্ড কাউন্সিল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এন্ড কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টারের চট্টগ্রাম ব... বিস্তারিত

বহদ্দারহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া

বহদ্দারহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া

newsgarden24.com

নিউজগার্ডেন ডেস্ক: বহদ্দারহাটে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মে) বিকেল ... বিস্তারিত