শুক্রবার, ২০ মে ২০২২ ০২:৫০ এএম
নিউজগার্ডেন ডেস্ক: তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা হচ্ছে। তারা সেখানে প্রবেশ করছে।
প্রযুক্তি ব্যবহার করে তারা এগিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিবন্ধীদের দোরগোড়ায় তাদের সেবাসমূহ পৌঁছে দিতে হবে।
আজ ১২ মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের সেমিনার কক্ষে ‘তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য সরকার প্রচুর কাজ করছে। কিন্তু আমাদের প্রতিবন্ধীদের কাছে সেটার প্রচার-প্রসার নেই। প্রতিবন্ধীদের সবাইকে একটি নেটওয়ার্কে নিয়ে
আসতে হবে। সেখানে তাদের সম্পৃক্ত করলে তারা মুহূর্তেই সব সুযোগ সুবিধার কথা জানতে পারবে। সরকারের সকল সুযোগ-সুবিধার বিষয়ে তারা জানতে পারবে।সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। প্রতিবন্ধীদের কর্মদক্ষতা উন্নয়নে সরকার নানামুখী প্রকল্প গ্রহণ করেছে। সরকার থেকে প্রতিবন্ধীদের জন্য যে সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে তা সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে।
অনেক ক্ষেত্রে সেটি পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা যদি এসডিজির লক্ষ্য অর্জন করতে চাই, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। সেখানে প্রতিবন্ধীদের অবহেলা করার সুযোগ নেই। তাদেরকে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে।
প্রতিবন্ধীদের অবহেলা করার দিন শেষ। সেদিন এখন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। যার জন্য তিনি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
তারা আরও বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য যে সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো প্রচার করতে হবে। জনগণের মাঝে তুলে ধরতে হবে। প্রতিবন্ধীরা আমাদের ভাই, আমাদের পরিবারের সদস্য। তাদেরকে অবজ্ঞা করার সুযোগ নেই। দেশের উন্নয়নে তাদেরও অবদান রয়েছে। তারা এখন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছে। তাদের মেধা ও শ্রম তারা কাজে লাগাচ্ছে।
‘তথ্য প্রযুক্তির মাধ্যমে সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ এর প্রকল্প পরিচালক মোহাম্মদ মনোয়ার উজ জামানের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক নাসরিন ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, জীবন বীমা করপোরেশন চট্টগ্রামের জেনারেল ম্যানেজার (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ পরিচালক এস এম নাজমুল হাসান, সমাজসেবা চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলাম।
এছাড়াও চেম্বার অব কমার্স, জীবন বীমা করপোরেশন, বাংলাদেশ ব্যাংক, প্রয়াস বিশেষায়িত স্কুল, বিভিন্ন এনজিও, আইটি ফার্ম, বাংলাদেশ রেলওয়ে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রতিবন্ধীদের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী ও স্বাধীনতাপদক প্রাপ্ত লেখক আব্দুল গাফ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৫তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে নগরীতে মোবাইল কোর্ট পর... বিস্তারিত
এম এম রাজামিয়া রাজু: গাড়ীওয়ালাদের ঈদের ঝাঁজ এখনো যায়নি। তাই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পটিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে মারামাররি করায় আবদুল হাকিম রানা ও মাহবুবুর রহ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সিগারেটের কর সংক্রান্ত স্কোরকার্ডে সেরা দেশগুলোর তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়ে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাঁশখালী আবদুল মাবুদ ফাউনেডশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চাঁদপুর কিউএইচআরডিইউ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’-এ তামাকজাত... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী ও স্বাধীনতাপদক প্রাপ্ত লেখক আব্দুল গাফ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: দুই এমপি’র সম্মতি হিসেবে দুই এমপি’র সুপারিশসহ সুপরামর্শ বাস্তবায়ন করার জন... বিস্তারিত