বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ০৪:৪৩ পিএম
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পাহাড়ী আঁকাবাঁকা সড়কগুলো দেশের অন্য সড়কগুলোর চেয়ে অধিক ঝুঁকিপূর্ণ। দেশের অন্য অঞ্চলের চেয়ে এখানে দূর্ঘটনার প্রবণতাও তুলনামূলকহারে বেশি। প্রতি এখানের আঁকাবাঁকা সড়কে দূর্ঘটনায় প্রাণ হারায় স্থানীয় যাত্রীসহ শতশত পর্যটক। অথচ এ ঝুকিপূর্ণ সড়ক পথেই চলছে দেশের সবচেয়ে লক্করঝক্কর ঝরাজীর্ণ বাস। আর এসব বাস চালকদের বেশির ভাগই নাই কোন লাইসেন্স। আবার যাদের আছে তাদের মধ্যে অনেকের লাইসেন্সের মেয়াদোর্ত্তীণ হয়েছে অনেক আগেই। বিশেষ করে বান্দরবান কেরানীহাট সড়কের লোকাল যাত্রীবাহী বাসের অবস্থা খুবই বেহাল। মেয়াদ উত্তীর্ণ, তারপরও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলছে বাসগুলো। যাত্রীদের ধোকা
দিতে প্রতিবছর রং লাগিয়ে নতুনেরমত চলছে বাসগুলো।সরেজমিনে বাসস্টেশনে গিয়ে দেখাযায়, বান্দরবান কেরানীহাট সড়কে পূবালী, শাহআমিন, সোমাইয়াসহ আরো বেশ কয়েকটি লোকাল বাস চলাচল করছে। এসব গাড়ীর অধিকাংশের মেয়াদোত্তীর্ণ হয়েছে বেশ কয়েক বছর আগে। তারপরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বছরের পর বছর। আর এসব জরাজীর্ণ গাড়ীগুলো চকচকে করতে কয়েকটি গাড়ীতে নতুন লাগানো হয়েছে রং।
খোঁজ নিয়ে জানাগেছে, বান্দরবানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নির্ধারিত মাসিক টোকেনের বিনিময়ে চলছে বাসগুলো, যার মাসিক মূল্যে ১হাজার টাকা। আর এ কারণে মেয়াদ না থাকার পরও কোন ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি বিভিন্ন সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মোবাইল চালিয়েও কখনও এসব বাস গাড়ীগুলোর কাগজপত্র যাচাই বাছাই ও জরিমানা না করায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ এ সড়কে লাইসেন্স বিহীন ও মেয়দোত্তীর্ণ লাইসেন্সধারী চালকদের দিয়েই চালানো হচ্ছে বেশির ভাগ গাড়ী, ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। আর এসব জরাজীর্ণ বাস পর্যটন সড়কে চলাচল করায় দেশের কাছে সুনামক্ষুন্ন হচ্ছে এ এলাকার।
স্থানীয়রা জানায়, বর্তমানে এসব লোকাল বাসগুলো প্রায় সময় অর্ধেক রাস্তায় নস্ট হয়ে যায়। আবার বিভিন্ন সময় ছোটবড় গাড়ীকে ধাক্কা মারে পথচারীকে আহত করে। এছাড়া বিভিন্ন সময়ে ছোট বড় দূর্ঘটনাতো ঘটছেই।
এ বিষয়ে বান্দরবানের আবদুর রহিম বলেন, ছোটবেলা থেকেই দেখছি গাড়ীগুলো চলছে। বিভিন্ন সময়ে দূর্ঘটনায় পড়ে গাড়ীগুলোতে অনেক মানুষ মরতে দেখেছি। আবার কিছু কিছু গাড়ী জরাজীর্ণ হয়ে ভেঙ্গে যেতে দেখেছি। কিন্তু কয়েকদিন পর আবার দেখি গাড়িটি নতুন হয়ে আবারও আগেরমত সড়কে চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোঃ ইব্রাহিম বলেন, বান্দরবানের বাসগুলো মেয়াদোত্তীর্ণ হলে বা চালকের লাইসেন্স না থাকলেও যারা দেখার তারাতো দেখছে না। যারা গাড়ীগুলো চালানোর সুযোগ দিচ্ছে তাদের আগে শাস্তি চান তিনি।
এদিকে নাম না বলার শর্তে কয়েকজন চালক জানান, এ বাসগুলো বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ। অনেকগুলোর কাগজও ঠিক নেই। শুধু তাই নয় বেশির ভাগ চালকেরও নাই নিজস্ব লাইসেন্স। যাদের আছে তাও বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ। আবার যাদের লাইসেন্স আছে তাদের অনেকে লেখাপড়া না করে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে নিয়েছেন এসব লাইসেন্স। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুখ ফিরিয়ে রাখতে মাসিক খুশি দেয়া হচ্ছে বলেও জানান তারা।
এ বিষয়ে বান্দরবান ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন) মো: নুরুল আবছার মাসিক টোকেনের বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, বান্দরবান বাসস্টেশনে তিনটি ব্রিজের কাজ চলছে। যার কারণে দীর্ঘদিন গাড়ীর কোন কাগজপত্র বা ফিটনেস যাচাই করতে পারেননি। তবে কবে নাগাদ গাড়ীগুলোর ফিটনেস যাছাই করবেন তা বলেননি।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে সবগুলো গাড়ীকে যাচাই বাছাইয়ের মাধ্যমে জরিমানার আওতায় আনা হবে। এছাড়া দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: উন্নয়ন অনুদান ও গৃহকর আদায়কে আয়ের মূল খাত দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চস... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ আলেম, দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট আজ থেকে শুরু হয়েছে। এই অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র ও মিডিয়া প্রধান কর্তৃক মহানবী হযরত মুহাম্ম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ছাত্র/ ছাত্রীদের জন্য গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষা সহায়তা, সুবিধাবঞ্চিত প্র... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে এশিয়ার কোম্পানিগুলোর উপর চাপ বাড়িয়ে দিল ... বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে গতকাল বুধবার থানার মাঠ প্রাঙ্গণে এক পুলিশ সদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ঢাকা চট্টগ্রাম মহাড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্নস্থানে সড়কের পাশে গড়ে উঠা বেসর... বিস্তারিত