সোমবার, ২৯ মে ২০২৩ ০৭:২৫ এএম
এম এম রাজা মিয়া রাজু: সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে ঈদের বিকিকিনি হরদম চলছে। ঈদের বাকি আর এক সপ্তাহ। পরিবারের কর্তা গায়ের ঘাম পায়ে ফেলে সদস্যদের ভরণপোষণ সামলাতে হিমশিম খায়। এখন ঈদ উপলক্ষে বাড়তি খরচ মাথার উপর এসে পড়েছে। তাই কি করবে ভেবে কুল পাচ্ছে না। কর্তার চোখে সরিষা ফুল দেখার অবস্থা হয়ে দাড়িঁয়েছে। এরপর ও পরিবারের সদস্যদের ঈদে মন খুশি রাখতে পরিশ্রমের অর্থ ও গচ্ছিত টাকা নিয়ে নতুন কাপড় কিনতে ঈদ মার্কেটে যায়। এতে অনেক কর্তার বিধিবাম ঘটে যায়। সারা বছরের জমাকৃত ও পরিশ্রমের টাকা চোখের
পলকে প্রতারক চক্রের হাতে হারিয়ে আনন্দের পরিবর্তে বিমর্ষ মুখ নিয়ে তিনি বাড়ী ফিরে যায় । ধর্মীয় অনুষ্টান উপলক্ষে তারা কেনাকাটা করার বাজারে ওৎপেতে থাকে জালনোট চক্র ছিনতাইকারী ও মলমপার্টি। কেনাকাটা জমজমাট হয়ে উঠলে তাদের তৎপরতা ও বেড়ে যায়। তারা ক্রেতার ছলে ভদ্রবেশে জালনোট গুলো ক্রেতা কিংবা বিক্রেতার নিকট কৌশলে ধরিয়ে দিয়ে চম্পট দেয়। আর ছিনতাইকারী মলমপার্টি ও পকেটমার টার্গেট ব্যক্তির পিছে পিছে ঘুরে সুযোগ বুঝে টাকা হাতিয়ে কিছু বুঝে উঠার আগে পালিয়ে যায়। টাকা হারানো ব্যক্তি হাউ মাউ করতে থাকে। এতে কার খবর কে রাখে? যে যার মতে বাজারে ঘুরতে থাকে। এবার ও তার কোন ব্যতীক্রম না ঘটার সম্ভবনা কম। বরঞ্চ এবার চক্রকারীর তৎপরতা বেশী বলে জানা গেছে।কাজেই ঈদ মার্কেটে সবাইকে লেনদেনে সজাগ থাকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জানা যায় ছিনতাইকারী ও পকেটমার দলবেধে টাকা হাতিয়ে নেয়। এতে কেউ টের পেয়ে প্রতিবাদ করলে তারা উল্টো তার উপর হামলা চালায়। এরকম ঘটনা গ্রামের চেয়ে শহরে অহরহ’ ঘটে। কারণ ভুক্তভোগীর জন্য কেউ এগিয়ে আসে না। তার ব্যতীক্রম ঘটেনি গত বৃহস্পতিবার দোহাজারী এলাকায় একটি যাত্রীবাহী বাসে। ছিনতাইকারী এক যাত্রীর মুঠোফোন ছিনতাই করার সময় তিনি ধরে ফেললে তাকে উল্টো আক্রমন করার জন্য উদ্যত হয়। এসময় দুই/একজন যাত্রী তাকে উত্তম মাধ্যম দিলে তারা দমে যায়। এদিকে প্রতিবছরই ঈদ মার্কেটে কোন না কোন মহিলা পুরুষ ছিনতাই পকেটমার ও জালনোটচক্রের কবলে পড়ে। মার্কেটে এসব অপরাধ টেকাতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য তৎপর থাকে। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্য ও সক্রিয় থাকে। উল্লেখ্য এ বছর করোনার কারণে অধিকাংশ মানুষ টানাপোড়েনেই রয়েছে। এ ঈদ বাজারে ছিনতাইকারী পকেটমার জালনোটচক্রকারী ভবঘুরে ও কর্মহীনদের এখন ভরসা চাকরীজীবী ব্যবসায়ী ও চাষী। তারা এসব মানুষকে রাস্তা ঘাটে ও বাজারে টার্গেট করে চলছে। এক্ষেত্রে মানুষকে সচেতন থেকে কেনাকাটা করা উচিৎ। পাশাপাশি তৎপরতা আরও বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বলে সচেতনমহলের ধারণা।ঈদ বাজারে জালনোট চক্র ও ছিনতাইকারী সক্রিয়!
এম এম রাজা মিয়া রাজু: সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে ঈদের বিকিকিনি হরদম চলছে। ঈদের বাকি আর এক সপ্তাহ। পরিবারের কর্তা গায়ের ঘাম পায়ে ফেলে সদস্যদের ভরণপোষণ সামলাতে হিমশিম খায়। এখন ঈদ উপলক্ষে বাড়তি খরচ মাথার উপর এসে পড়েছে। তাই কি করবে ভেবে কুল পাচ্ছে না। কর্তার চোখে সরিষা ফুল দেখার অবস্থা হয়ে দাড়িঁয়েছে। এরপর ও পরিবারের সদস্যদের ঈদে মন খুশি রাখতে পরিশ্রমের অর্থ ও গচ্ছিত টাকা নিয়ে নতুন কাপড় কিনতে ঈদ মার্কেটে যায়। এতে অনেক কর্তার বিধিবাম ঘটে যায়। সারা বছরের জমাকৃত ও পরিশ্রমের টাকা চোখের পলকে প্রতারক চক্রের হাতে হারিয়ে আনন্দের পরিবর্তে বিমর্ষ মুখ নিয়ে তিনি বাড়ী ফিরে যায় । ধর্মীয় অনুষ্টান উপলক্ষে তারা কেনাকাটা করার বাজারে ওৎপেতে থাকে জালনোট চক্র ছিনতাইকারী ও মলমপার্টি। কেনাকাটা জমজমাট হয়ে উঠলে তাদের তৎপরতা ও বেড়ে যায়। তারা ক্রেতার ছলে ভদ্রবেশে জালনোট গুলো ক্রেতা কিংবা বিক্রেতার নিকট কৌশলে ধরিয়ে দিয়ে চম্পট দেয়। আর ছিনতাইকারী মলমপার্টি ও পকেটমার টার্গেট ব্যক্তির পিছে পিছে ঘুরে সুযোগ বুঝে টাকা হাতিয়ে কিছু বুঝে উঠার আগে পালিয়ে যায়। টাকা হারানো ব্যক্তি হাউ মাউ করতে থাকে। এতে কার খবর কে রাখে? যে যার মতে বাজারে ঘুরতে থাকে। এবার ও তার কোন ব্যতীক্রম না ঘটার সম্ভবনা কম। বরঞ্চ এবার চক্রকারীর তৎপরতা বেশী বলে জানা গেছে।কাজেই ঈদ মার্কেটে সবাইকে লেনদেনে সজাগ থাকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জানা যায় ছিনতাইকারী ও পকেটমার দলবেধে টাকা হাতিয়ে নেয়। এতে কেউ টের পেয়ে প্রতিবাদ করলে তারা উল্টো তার উপর হামলা চালায়। এরকম ঘটনা গ্রামের চেয়ে শহরে অহরহ’ ঘটে। কারণ ভুক্তভোগীর জন্য কেউ এগিয়ে আসে না। তার ব্যতীক্রম ঘটেনি গত বৃহস্পতিবার দোহাজারী এলাকায় একটি যাত্রীবাহী বাসে। ছিনতাইকারী এক যাত্রীর মুঠোফোন ছিনতাই করার সময় তিনি ধরে ফেললে তাকে উল্টো আক্রমন করার জন্য উদ্যত হয়। এসময় দুই/একজন যাত্রী তাকে উত্তম মাধ্যম দিলে তারা দমে যায়। এদিকে প্রতিবছরই ঈদ মার্কেটে কোন না কোন মহিলা পুরুষ ছিনতাই পকেটমার ও জালনোটচক্রের কবলে পড়ে। মার্কেটে এসব অপরাধ টেকাতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য তৎপর থাকে। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্য ও সক্রিয় থাকে। উল্লেখ্য এ বছর করোনার কারণে অধিকাংশ মানুষ টানাপোড়েনেই রয়েছে। এ ঈদ বাজারে ছিনতাইকারী পকেটমার জালনোটচক্রকারী ভবঘুরে ও কর্মহীনদের এখন ভরসা চাকরীজীবী ব্যবসায়ী ও চাষী। তারা এসব মানুষকে রাস্তা ঘাটে ও বাজারে টার্গেট করে চলছে। এক্ষেত্রে মানুষকে সচেতন থেকে কেনাকাটা করা উচিৎ। পাশাপাশি তৎপরতা আরও বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বলে সচেতনমহলের ধারণা।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: যাত্রীবাহী বাস ও পণ্যবাহী মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করে দিয়েছে স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১০ জুন এনডিএমের আসন্ন জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগদান এবং সফল করতে দলীয় ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আর্ন্তজাতিক গুম সপ্তাহে চট্টগ্র... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের এমপি মহিব্বুর রহমান মুহিবকে &lsqu... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার এবং টার্মিনাল পরিত্যক্ত ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,বাংলাদেশে কোন গণতান্ত্রিক স... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এন্ড কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টারের চট্টগ্রাম ব... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বহদ্দারহাটে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মে) বিকেল ... বিস্তারিত