শনিবার, ২০ আগস্ট ২০২২ ১১:২৯ এএম
বান্দরবান প্রতিনিধি: আগামি ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিএনপির কোন প্রার্থী না থাকায় প্রার্থী ছাড়াই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
৭টি ইউনিয়নের নির্বাচনী এলাকায় ছেয়ে গেছে পোষ্টার, ব্যানারে। পাহাড়ী জনপদের অলি-গলি, বাসা-বাড়ি আর চায়ের দোকান গুলিতে চলছে নির্বাচনী আলাপ আলোচনা। দিন যত ঘনিয়ে আসছে প্রচার-প্রচারনাতেও ততই ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা।
ভোটারদের কাছে গিয়ে গিয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিগত দিনের ভুল ত্রুটি সংশোধন করে নতুন করে কাজ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন সাধারণ ভোটারদের। এলাকার উন্নয়নের ফিরিস্থিও তুলে ধরছেন কেউ কেউ। এদিকে আর স্বতন্ত্র প্রার্থীরা ক্ষমতাসীন
চেয়ারম্যানদের অতীতের ভুল ভ্রান্তি তুলে ধরে সাধারণ মানুষের কাছে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন। তাদের মতে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের জয় নিশ্চিত।এদিকে, উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে লামা, ফাঁসিয়াখালী এবং আজিজনগর ইউনিয়নে নিজ দলের বিরোধী প্রার্থীর সাথে প্রতিদন্ধিতা করতে হচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীকে। লামা ইউনিয়ন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আক্তার কামাল এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক দলের গঠনতন্ত্র লংঘন করে দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচন করায় ইতিমধ্যে দল থেকে বহিস্কার করা হলেও আজিজনগরে স্বতন্ত্র প্রার্থী রশিদ আহমদ দলীয় কোন পদে না থাকায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি আওয়ামীলীগ। আজিজনগরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কিছু নেতা-কর্মী প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী পদে নির্বাচন করছে। যার ফলে ৩ ইউনিয়নে কিছুটা অস্বস্তিতে রয়েছেন নৌকা প্রতিকের প্রার্থীরা।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর লামা উপজেলার ৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে- গজালিয়া, লামা, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসী পাড়া ও ফাইতং। আসন্ন এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- ১নং গজালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাথোয়াইচিং মার্মা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল হোসেন (মোটর সাইকেল), ২নং লামা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিন্টু কুমার সেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল (মোটর সাইকেল), ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ নুরুল হোসাইন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (আনারস), মোঃ ওমর ফারুক (মোটর সাইকেল) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ খোরশেদ আলম (লাঙ্গল), ৪নং আজিজনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ রশিদ আহমেদ ( আনারস), ৫ নং সরই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ ( আনারস), ৬নং রুপসী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাচিং প্রু মার্মা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস), ৭নং ফাইতং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ওমর ফারুক (নৌকা) স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের (আনারস), আবদুল জলিল (চশমা) ও মো. শহিদ উল্লাহ্ (মোটর সাইকেল)।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারনায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাউজ ক্যাম্পেইন, উঠোন বৈঠক এবং পাড়ায় পাড়ায় জনসভাসহ নানাবিধ কর্মসূচীর মাধ্যমে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারনা। আওয়ামীলীগ প্রার্থীদের সাথে দলীয় নেতা-কর্মীরাও প্রচার প্রচারনায় সমান ভাবে অংশ গ্রহন করছেন। দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন গুলো দিন রাত প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছেন। বিগত দিনে এলাকায় উন্নয়নের কারনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থীরা জানিয়েছেন, ভোটারদের ইচ্ছায় ও দাবীর প্রেক্ষিতে তারা নির্বাচনে অংশ গ্রহন করেছেন। অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। আসন্ন এই ভোট যুদ্ধে প্রচার-প্রচারনায় পিঁছিয়ে নেই সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরাও। মহিলা প্রার্থীদের সাথে তাদের স্বামী-সন্তান এবং পুরুষ সদস্যদের সাথে তাদের স্ত্রী ও সন্তানেরা সমান ভাবে রাত দিন প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তাদের সবারই প্রত্যাশা ভোট যুদ্ধে জয়ী হওয়া।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, বান্দরবান জেলায় ২য় ধাপে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে লামায় ৭টি ও নাইক্ষ্যংছড়িতে ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে বলেও জানান তিনি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: দেশের ভোক্তাদের জন্য সহজে ভোগান্তি ও প্রতারনা প্রতিরোধে সরকার যুগান্তকারী উদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজারসহ ৩ পার্বত্য জেলায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পাহাড় ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না, জ্বালানি তেলের দামও সমন্বয় করা হবে বলে জ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। এক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম পশ্চিম বাকলিয়া ডিসি রোডের মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. হাবিব ও মো. হ... বিস্তারিত
বিশেষ প্রতিনিধি: এবার হাল নাগাদ ভোটার তালিকায় নতুন ভোটার হতে প্রায় ২০টি সনদের প্রয়োজন হচ্ছে বলে&... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ফটিকছড়ির বাবর উদ্দিন (৩৩) ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিশিষ্ট শিল্পপতি, তৈরী পোশাক শিল্পের সূচনালগ্নের অন্যতম উদ্যোক্তা এবং বিজিএম... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের জোয়ার শ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছ... বিস্তারিত