শুক্রবার, ৯ জুন ২০২৩ ০১:৪১ এএম
নিউজগার্ডেন ডেস্ক, ৩০ ডিসেম্বর ২০১৯ ইংরেজী, সোমবার: অদ্য ৩০ ডিসেম্বর ২০১৯ পিস প্রেশার গ্রুপ-চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় “চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ও নাগরিক সমাজের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক নগরীর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। পিস প্রেশার গ্রুপের সদস্য ও এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন রাশিয়ার অনারারী কনসাল জেনারেল ও নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ মোহাম্মদ জুলকরনাইন। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ডেমোক্রেসি
ইন্টারন্যাশনাল’র মাস্টার ট্রেইনার জসিম উদ্দীন চৌধুরী, নগর ও নাগরিকের সভাপতি লায়ন এম. আইয়ুব, ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এনগেজমেন্টের ম্যানেজার ওবায়দুর রহমান, সংস্কৃতি কর্মী নবুয়াত আরা সিদ্দিকা, ইপসা’র আরবান ডেভেলপমেন্টের কর্মকর্তা ফারহানা ইদ্রিস, মানবাধিকার সংগঠক মো: শাহাব উদ্দীন, পেভ’র সমন্বয়ক রোকসানা আক্তারুন্নবী, সমাজকর্মী নেছার আহমেদ খান, এডভোকেট ফরিদা আকতার, সংবাদকর্মী মুজিব উল্লাহ তুষার,সংগঠক রিয়াজুর রহমান রিয়াজ, ছাত্রনেতা বোরহান উদ্দীন গিফারী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি আসিফ ইকবাল, তারুন্যের প্রতীকের সভাপতি জি এম তাওসীফ, নিরন্তর বাংলাদেশ’র সভাপতি নাইমুল কালাম, সাংবাদিক মোজাফফর হোসেন সিকদার, সংগঠক মো: সাকিব খান প্রমুখ।গোলটেবিল বৈঠকে নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, চট্টগ্রাম নগর প্রাকৃতিকভাবে বৈচিত্রপূর্ণ ও নান্দনিকভাবে সমৃদ্ধ। চট্টগ্রাম নগরীর সামষ্টিক উন্নয়নকে টেকসই করে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সমাজের সক্রিয় দায়িত্ববোধ প্রয়োজন। পরিকল্পিত ও সমৃদ্ধ চট্টগ্রাম নগর গড়তে চাই সমন্বিত প্রয়াস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের পাশাপাশি প্রান্তিক অঞ্চলসহ গ্রামাঞ্চলের অগণিত মানুষ শহরমুখী যাত্রার প্রবণতা বাড়ছে। ভারসাম্যপূর্ণ নগরীর জন্য উপযোগী জনসংখ্যা নীতি প্রয়োজন। উন্নয়ন কর্মকান্ডে সমন্বয়হীনতা ও অপরিকল্পিত নগরায়নে নাগরিক সমাজ উদ্বিগ্ন ও ব্যতিগ্রস্থ। বর্তমান মেয়রের সময়কালে বিলবোর্ড অপসারণ, আধুনিক সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় সাফল্য অর্জিত হলেও বস্তি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি বিদ্যমান। আগামী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সৎ ও যোগ্য কাউন্সিলর নির্বাচিত করা বহুল প্রত্যাশিত চ্যালেঞ্জ। সৈয়দ মোহাম্মদ জুলকরনাইন বলেন, চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য করতে জনসংখ্যা অনুপাতে পার্ক, উদ্যান, জলাধার, কর্ণফুলী নদীর সুরক্ষা, খেলার মাঠ বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণ ও রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় উন্নীত করতে হবে। নোমান উল্লাহ বাহার বলেন, নগরবাসীর প্রত্যাশা হচ্ছে চট্টগ্রামকে সকল ধরণের দূষণ থেকে সুরক্ষিত রাখা, পরিচ্ছন্ন ও নিরাপদ সড়ক, ট্রাফিক জ্যামের সমাধান, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুলভ মূল্যে বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, তুলনামুলক পিছিয়ে পড়া ওয়ার্ড সমূহের অগ্রাধিকার ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করা প্রভৃতি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: আজকের পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে যথাযথ তথ্যাদি তুলে ধরার উদ্দ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: এক অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আই... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯টি পদে বিএনপি-জামায়াত সমর্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চাঞ্চল্যকর শিশু বর্ষা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি রিপোর্ট তলবের জন্যে সংবাদদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: লক্ষীপুর, নোয়াখালী, ফেনী তিন জেলার সমন্বয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্য... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আজ ২১ সেপ্টেম্বর (বুধবার) আনোয়ারা থানা পুলিশ সিআর ৫৩/২০২২ মামলার ১ নং আসামী মো. আ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১৪ জুন, বুধবার চট্টগ্রাম মহানগরে “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” সফল ক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। ২০-তম কমিশন বৈঠক শেষে বৃহস্পতিব... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: Intregrated Supply Chain Management বিষয়ে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দ... বিস্তারিত