বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১০:০৮ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, “ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। সেজন্য টেকসই উন্নয়নের পাশাপাশি উন্নয়ন কর্মকা-ে পরিবেশগত স্থায়ীত্বের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। উন্নত দেশেও প্রাকৃতিক সম্পদের স্বল্পতা রয়েছে। তাই আমাদের সীমিত সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে গবেষকদের এগিয়ে আসতে হবে। একাডেমিশিয়ান, গবেষক ও প্রফেশনাল্সদের সমন্বয়ে এই কনফারেন্স হতে আউটকাম সেক্ষেত্রে সহায়তা করবে। ”তিনি আরো বলেন, “করোনা মহামারি কারণে গত এক বছরে সমগ্র বিশ্ব অনেকখানিই বদলে গেছে। ভার্চুয়াল জগতে অভ্যস্ততা বেড়েছে। এরকম পরিস্থিতিতে এমন একটা আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন সত্যিই সাহসী পদক্ষেপ। স্বাধীনতার ৫০বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীকে সামনে রেখে এরকম একটি আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন করতে পারা চুয়েটের জন্য অনেক বড় পাওয়া।” তিনি আজ ০৬ মার্চ (শনিবার), ২০২১ খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল অনুষদের আয়োজনে তিনদিনব্যাপী টেকসই উন্নয়নে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক ৫ম আন্তর্জাতিক কনফারেন্সের (“৫ঃয ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ঙহ অফাধহপবং রহ ঈরারষ ঊহমরহববৎরহম; ওঈঅঈঊ-২০২০)” সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকা-ের সাথে পুরকৌশলীরা ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় উন্নয়নে নিয়মিতভাবে তাঁরা অবদান রাখছেন। দেশে বর্তমানে অনেকগুলো অবকাঠামোগত উন্নয়ন ও মেগা প্রজেক্টের কাজ চলছে। সেখানে চুয়েটের পুরকৌশলীরা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। চুয়েটের পুরকৌশল বিষয়ক এ ধরণের আন্তর্জাতিক কনফারেন্স হতে প্রাপ্ত গবেষণা ও জ্ঞানের বিনিময় তাতে দারুণ আশার সঞ্চার করে। করোনা মহামারিতেও তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে সমাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।”
কনফারেন্সের টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহ্মুদ ওমর ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন টেকনিক্যাল কমিটির সদস্য-সচিব ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান। পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব শ্যামল আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএসআরএম’র সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার জনাব মো. তাজুল ইসলাম। সমাপনী অনুষ্ঠান শেষে ছয়টি ক্যাটাগরিতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, তিনদিনব্যাপী এই ভার্চুয়াল কনফারেন্সে ৮টি প্লেনারি লেকচারসহ সর্বমোট ২৪টি টেকনিক্যাল সেশন ছিল। যেখানে ঝঃৎঁপঃঁৎধষ ঊহারৎড়হসবহঃধষ, ডধঃবৎ জবংড়ঁৎপবং, এবড়ঃবপযহরপধষ, ঞৎধহংঢ়ড়ৎঃধঃরড়হ ঝঁংঃধরহধনষব ঊহমরহববৎরহম গধহধমবসবহঃ সংশ্লিষ্ট গবেষণাসমূহ উপস্থাপন করা হয়। এবারের কনফারেন্সে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪৯১টি অ্যাবস্ট্র্যাক্ট জমা পড়ে। এরমধ্যে ৪৪৮টি অ্যাবস্ট্র্যাক্ট গৃহীত হয়। পরবর্তীতে সর্বমোট ২৬৫টি পূর্ণাঙ্গ প্রকাশনা প্রস্তাব থেকে রিভিউপূর্বক ১৯০টি প্রকাশনা কনফারেন্সে উপস্থাপনের জন্য নির্বাচিত করা হয়। কনফারেন্স আয়োজনে সার্বিক সহায়তায় ছিল রয়্যাল সিমেন্ট, বিএসআরএম এবং ইউজিসি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: করোনার শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোন... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) বাংলাদেশ বিশ^... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষকদের অনলাইনে ক... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে নগ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বপক্ষে মুক্তিযুদ্ধের আদর্শে বঙ্গবন্ধুর সোনার বা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন আওতাধীন পাহাড়তলী থানা, ডবলমুরিং থানা ও সদরঘাট থানার ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আজ ১৫ এপ্রিল, ২০২১ তারিখ বিকাল ৩ টায় বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়, বিজিএমইএ ভবন, চট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ত্রৈমাসিক ব্যবস... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ ও হাসপাতালের রোগী এবং স্বজনদের জন্য ব্য... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের ক্রমবর্ধমান উর্ধ্বগতির কারণে উদ্ভ... বিস্তারিত