বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ০৯:১৩ পিএম
ওসমান চৌধুরী চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জিলার চন্দনাইশ উপজেলার বিচ্ছিন্ন, গহীন, দূর্ঘম পাহাড়ি অঞ্চল। অপরুপ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, মনমাতানো পাখপাখালির গুঞ্জনে মুখরিত ধোপাছড়ী ইউনিয়নের একমাত্র দিইনি প্রতিষ্টান ধোপাছড়ী হাজী হাকিম আলী খালিকিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আবদুল হাফেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভা শুভ উদ্ভোদন করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, হেড মাওলানা ধোপাছড়ী শীলঘাটা উচ্ছ বিদ্যালয়।
এই সময় অত্র মাদ্রাসার কোরানের পাখিরা মুখরিত করে তোলেন পবিত্র কোরআন পাটের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব
এ কে এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক দারুল ইহসান ইসলামিক সেন্টার সাতকানিয়া।
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন ঃ- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক সিনিয়র অফিসার বি আর টি এ চট্টগ্রাম। এডভোকেট দেলোয়ার হোসেন, সভাপতি চন্দনাইশ প্রেসক্লাব। সাংবাদিক নুরুল ইসলাম সবুজ, সাপ্তাহিক মাইনি পত্রিকা, চট্টগ্রাম।সাংবাদিক মোঃ ওসমান চৌধুরী, নিউজ গার্ডেন ২৪. পড়স চট্টগ্রাম। মোঃ আবু রাসেদ ইউ পি সদস্য, ধোপাছড়ী ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড। আবদুল জব্বার, ইউ পি সদস্য ৫ নং ওয়ার্ড, সাবেক সভাপতি অত্র মাদ্রাসা। আলহাজ্ব আহমদ হোসেন সওদাগর, সহ সভাপতি অত্র মাদ্রাসা। মোঃ আবদুল করিম বিশিষ্ট ব্যাবসায়ী চট্টগ্রাম।
মাগরিবের নামাযের পর দ্বিতীয় অধীবেশন শুরু হয়।এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহ মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠান উদ্ভোদন করেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ছিদ্দিকী,বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম,সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা হাফেজ নূর হোসাইন শাহজাদা খুঁটা খালি পীর সাহেব কেবলা (রহঃ) কক্সবাজার। বিশেষ অতিথি ছিলেন মাওলানা জসিমউদদীন ছিদ্দিকী, সিঃ শিক্ষক ভান্ডারী পাড়া এইচ এম কে বি দাখিল মাদ্রাসা। মাওলানা আহমদ হোসেন আরাকানি, খতিব মাঝের পাড়া জামেহ মসজিদ। মাওলানা মিজানুর রহমান, খতিব ধোপাছড়ীবাজার কেন্দ্রীয় জামেহ মসজিদ। মাওলানা ইদ্রিস বেলালী,সিনিয়র শিক্ষক ভান্ডারী পাড়া এইচ এম কে বি দাখিল মাদ্রাসা। মাওলানা হারুনুর রশিদ, অধ্যক্ষ শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসা,কলাউজান।মাওলানা নুরুচ্ছফা, হেড মাওলানা রেলওয়ে কলনী উচ্ছ বিদ্যালয়,এনায়েত বাজার, চট্টগ্রাম। মাওলানা মোস্তাফিজুর রহমান, খতিব খানহাট জামেহ মসজিদ, চন্দনাইশ। মাওলানা আবদুর রহিম কুতুবী শিক্ষক অত্র মাদ্রাসা। মাওলানা রমজান আলী শিক্ষক অত্র মাদ্রসা। মাওলানা ওমর ফারুক, খতিব হাজী জেবর মুল্লুক জামেহ মসজিদ, সাঙ্গু কূল। মোঃ জয়নাব জনি সমাজ সেবক অত্র এলাকা। ডাক্তার মোহাম্মদ আলী, ধোপাছড়ী বাজার, মোঃ খুরশেদ আলম বিশিষ্ট ব্যাবসায়ী ধোপাছড়ী বাজার।প্রমুখ।সভায় আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মেজাহেরুল কাদের ফারুকী, খলিফা দরবারে ফারুকী ইংল্যান্ড।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানুষ যখন সৃষ্টিকর্তা আল্লা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সম্প্রতি ১১ জন বিশিষ্ট নাগরিক হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে-বিবৃতি দিয়েছে তা ‘... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ভালো মানুষ হওয়ার জন্য আত্মশুদ্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কাল ২৮ মার্চ রবিবার বিকাল ৩ টায় তাসপিয়... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম নারীকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে... বিস্তারিত
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ী ইউনিয়নের পশ্চিম ধ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আজ ১৫ এপ্রিল, ২০২১ তারিখ বিকাল ৩ টায় বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়, বিজিএমইএ ভবন, চট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ত্রৈমাসিক ব্যবস... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ ও হাসপাতালের রোগী এবং স্বজনদের জন্য ব্য... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের ক্রমবর্ধমান উর্ধ্বগতির কারণে উদ্ভ... বিস্তারিত