বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১০:৩৮ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র পিরিয়ডিক সভা ৫১ জন সদস্যের উপস্থিতিতে গত ১০ ফেব্রুয়ারি ঢাকার বিএমএ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
আত্মা’র সহ-আহবায়ক নাদিরা কিরণের সঞ্চালনায় সভার শুরুতে সদস্যবৃন্দকে স্বাগত জানানোর পর পরিচিত পর্ব শুরু হয়। পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য (তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন) সম্পর্কে সকলকে অবহিত করেন আত্মা’র আহবায়ক মর্তুজা হায়দার লিটন। এরপর, সাম্প্রতিক সময়ে আত্মা’র কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরার জন্য আত্মা’র সহ-আহবায়ক মিজান চৌধুরীকে অনুরোধ জানান নাদিরা কিরণ।
উপস্থাপনার শুরুতে মিজান চৌধুরী তামাক নিয়ন্ত্রণে আত্মা’র সাম্প্রতিক কার্যক্রম ও অগ্রাধিকার বিষয়ক
উপস্থাপনা তুলে ধরেন। এসময় তিনি বলেন, সর্বশেষ গত বছরের ২৩ জানুয়ারি আত্মা’র কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে করোনাকালীন সময়েও তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন ইস্যুতে আত্মা বেশ কিছু কার্যক্রম সম্পন্ন করেছে। এরমধ্যে জাতীয় রাজস্ব^ বোর্ডে আত্মা’র পক্ষ থেকে তামাক-কর ও দাম বৃদ্ধি বিষয়ক বাজেট প্রস্তাব প্রেরণ, যৌথভাবে ‘কেমন তামাক-কর চাই’ শীর্ষক ভার্চুয়াল প্রাক-বাজেট সংবাদ সম্মেলন আয়োজন, যৌথভাবে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া প্রদান, যৌথভাবে ভার্চুয়াল বাজেট প্রতিক্রিয়া প্রদান, আইন সংশোধনের দাবি জানিয়ে সংসদের হুইপের সাথে সাাক্ষাত, যৌথভাবে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ক কর্মশালা আয়োজন এবং আইন সংশোধনের দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাত অন্যতম। এছাড়া এসময়ে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক অনুষ্ঠানে আত্মা’র সদস্যরা এ্যাডভোকেট হিসেবে অংশগ্রহণ করেছেন এবং তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে ১০২৯ (জানুয়ারি ২০২০ থেকে জানুয়ারি ২০২১) টি প্রতিবেদন প্রকাশ/ প্রচার হয়েছে। সবশেষে তিনি করোনাকালীন সময়েও তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রতিবেদন অত্যন্ত গুরুত্ব সহকারে গণমাধ্যমে প্রকাশ/ প্রচার করায় আত্মা’র সদস্যদের ধন্যবাদ জানান।
সভার এ পর্যায়ে আত্মা’র সহ-আহবায়ক নাদিরা কিরণ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরার জন্য প্রজ্ঞা’র কো-অর্ডিনেটর মো: হাসান শাহরিয়ারকে অনুরোধ জানান। উপস্থাপনার শুরুতে শাহরিয়ার আইন সংশোধন কেন জরুরি সে প্রসঙ্গে আলোকপাত করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ লক্ষ্য অর্জনে শক্তিশালী আইন জরুরি। এ প্রসঙ্গে তিনি বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের ৬টি সংশোধনী প্রস্তাব তুলে ধরেন: (ক) ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্তসহ সকল পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ করার মাধ্যমে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, (খ) বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্র্রদর্শন নিষিদ্ধকরণ, (গ) তামাক কোম্পানির ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি’ বা সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধকরণ, (ঘ) বিড়ি-সিগারেটের খুচরা শলাকা এবং খোলা ধোঁয়াবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধকরণ, (ঙ) ই-সিগারেট এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টস (এইচটিপি) বিক্রয় নিষিদ্ধকরণ, (চ) সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আকার বৃদ্ধিসহ তামাকজাত দ্রব্য মোড়ক জাতকরণে কঠোর বিধি নিষেধ আরোপ অন্যতম। এ সকল প্রস্তাব সংশোধনী আইনে সংযুক্ত করা কেন জরুরি এবং বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে আইন প্রণয়ন ও বাস্তবায়নের সুফল বিশদ আকারে উপস্থাপন করেন তিনি।
সবশেষে, ২০১৩ সালের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অভিজ্ঞতা তুলে ধরেন। ঐ সময় তামাক কোম্পানি কি কি ধরনের হস্তক্ষেপ করেছিলো এবং মিডিয়া কিভাবে সহায়ক ভূমিকা পালন করেছিলো, সেসব বিষয় উঠে আসে তার উপস্থাপনায়।
সভার দ্বিতীয় পর্বে আত্মা’র সহ-আহবায়ক নাদিরা কিরণের সঞ্চালনায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে গণমাধ্যমের করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আত্মা’র সদস্যরা। এসময় সভায় উপস্থিত সদস্যরা তাদের স্ব-স্ব পরিকল্পনা ও অভিমত ব্যক্ত করেন। উল্লেখযোগ্য কয়েকটির সার-সংক্ষেপ নিচে তুলে ধরা হলো:
ক্স করোনকালীন সময়ে শিল্প আইনের অজুহাতে আবুল খায়ের টোব্যাকো শত কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। (শাহনাজ শারমিন, নাগরিক টিভি)
ক্স তামাক কোম্পানিগুলো বিক্রয় স্থলে প্রোডাক্ট ডিসপ্লে করে থাকে। এটিও এক ধরনের বিজ্ঞাপন প্রচারের কৌশল। বিষয়টি রিপোার্টংয়ের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। (অনীল সেন, সংবাদ সারাবেলা)
ক্স ধূমপান ফুসফুসের সংক্রমণ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে, যা করোনা সংক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি রিপোার্টংয়ের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। (মাহমুদ মেনন খান, অপারাজেয় বাংলা)
ক্স একজন জর্দা ব্যবসায়িকে বছরের পর বছর শীর্ষ করদাতার পুরস্কার দিয়ে প্রকারান্তে তামাক ব্যবসাকেই উৎসাহিত করা হচ্ছে। আইনের এই দুর্বলতাগুলো চিহ্নিত কওে তা পর্যালোচনার মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন করা যেতে পারে। (দৌলত আক্তার মালা, দি ফাইনানসিয়াল এক্রপ্রেস)
ক্স জাপান টোব্যাকো বাংলাদেশে বিনিয়োগ করেছে। সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে তামাক খাতে নতুন কোনো বিনিয়োগ বন্ধ করা জরুরি। (ফরহাদ হোসেন তালুকদার, দি বিজনেস স্ট্যান্ডার্ড)
ক্স তামাক নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন সময় আইন লংঙ্ঘনের দায়ে জরিমানা করে। প্রজ্ঞার পক্ষ থেকে তাদের ধন্যবাদ পত্র দেয়া যেতে পারে। এতে তারা তাদের কাজে উৎসাহিত হবে। (মোঃ. আখতারুজ্জামান, আমাদের অর্থনীতি)
ক্স বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে তামাকের ক্ষতি সংক্রান্ত কিছু মেসেজ ডাক্তারদের প্রেসক্রিপশন প্যাডে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা যেতে পারে। (গাজী শাহনেওয়াজ, প্রতিদিনের সংবাদ)
ক্স নাটক এবং সিনেমায় সিগারেট ব্যবহারের দৃশ্য অনেক বেড়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি রিপোর্টং এর মাধ্যমে তুলে ধরা যেতে পারে। (সৈয়দ মাহবুব মোর্শেদ, পালাবদল)
ক্স সরকারের শেয়ার থাকার সুবাদে শিল্প মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিএটিবির বোর্ডে আছে। এতে বিভিন্ন কৌশলে তারা সরকারের কাছে সুবিধা আদায় করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। (জাহাঙ্গীর আলম, দৈনিক আমার সংবাদ)
সভার অগ্রাধিকার বাস্তবায়নে গণমাধ্যমের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) এর ডেপুটি চিফ রিপোর্টার কানাই চক্রবর্তী। তিনি বলেন, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের কিছু দুর্বলতা রয়েছে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে আইন সংশোধন করা প্রয়োজন। এ বিষয়টি রিপোর্টিং করার বিষয়টি প্রাধান্য দেয়া যেতে পারে। পরিশেষে, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু সম্ভব রিপোর্টিং এর ধারা অব্যাহত রাখতে আত্মা’র সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।
সভার এ পর্যায়ে আলোচিত বিষয়ের ওপর মতামত প্রদান করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে) বাংলাদেশ এর গ্রান্টস ম্যানেজার মো: আব্দুস সালাম। তিনি বলেন, আত্মা’র সদস্যরা সত্যিই অনেক আন্তরিকতার সাথে কাজ করছে। তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে বিদ্যমান আইনে কিছু দুর্বলতা আছে যা উপস্থিত সকলের মতামতে প্রকাশ পেয়েছে। তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
সভার শেষ পর্যায়ে আলোচিত বিষয়ের ওপর মতামত প্রদান করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে) বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আপনাদের পেশাদারিত্বের বাইরেও জনস্বাস্থ্য বিবেচনায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছেন এবং রিপোর্টিং এর ধারা অব্যাহত রেখেছেন যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বর্তমান আইনে কিছু দুর্বলতা থাকায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সকলের সক্রিয় সহযোগিতায় আইন সংশোধনের প্রক্রিয়াটি আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় উপরোক্ত আলোচনা সাপেক্ষে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়:
১. সভায় আলোচিত ৬টি প্রস্তাব তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীতে অন্তর্ভুক্ত করার সমর্থনে লেখালেখি অব্যাহত রাখা।
সবশেষে আত্মা’র সহ-আহবায়ক নাদিরা কিরণ উপস্থিত সকলকে সভায় অংশগ্রহণ ও মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভায় অংশগ্রহণকারীরা ১. এম. শাহজাহান, দৈনিক জনকণ্ঠ; ২. মানিক মুনতাসির, দৈনিক বাংলাদেশ প্রতিদিন; ৩. রহমত রহমান, ডেইলি শেয়ার বিজ; ৪. মোঃ. আখতারুজ্জামান, আমাদের অর্থনীতি; ৫. রফিকুল ইসলাম, ইউএনবি; ৬. সৈয়দ মাহবুব মোর্শেদ, পালাবদল; ৭. মামুন আবদুল্লাহ, বাংলাভিশন; ৮. ফরহাদ হোসেন তালুকদার, দি বিজনেস স্ট্যান্ডার্ড; ৯. শাহনাজ শারমিন, নাগরিক টিভি; ১০. শফিকুল ইসলাম, বাংলা ট্রিবিউন; ১১. আব্দুল্লাহ আল কাফি, দৈনিক আমাদের সময়; ১২. আব্বাস উদ্দিন নয়ন, দি বিজনেস স্ট্যান্ডার্ড; ১৩. মোঃ মনির হোসেন, দৈনিক যুগান্তর; ১৪. এম এম বাদশা, বাংলা টিভি; ১৫. জিয়াউল হক সবুজ, বাংলাভিশন; ১৬. রেজা মাহমুদ. দ্য নিউ নেশন; ১৭. দিনার সুলতানা, বিটিভি; ১৮. সেবিকা দেবনাথ, দৈনিক ভোরের কাগজ; ১৯. পাঠান সোহাগ, বাংলা নিউজ ২৪.কম; ২০. গাজী শাহনেওয়াজ, প্রতিদিনের সংবাদ; ২১. জাহিদ হাসান, দৈনিক যায়যায়দিন; ২২. সাইফুল মাসুম, সারাক্ষণ; ২৩. অনীল সেন, সংবাদ সারাবেলা; ২৪. হাসান ঝন্টু, চ্যানেল আই; ২৫. মাহমুদ মেনন খান, অপারাজেয় বাংলা; ২৬. ইখতিয়ার উদ্দিন, দৈনিক ভোরের কাগজ; ২৭. আমিনুল ইসলাম, দৈনিক বাংলা; ২৮. গোলাম মোস্তফা জীবন, ডেইলি ইন্ডাস্ট্রি; ২৯. স্বপন খন্দকার, দৈনিক আজকের পরিবর্তন; ৩০. হামিদ সরকার; দৈনিক নয়াদিগন্ত; ৩১. জোসনা জামান, সারাবাংলা; ৩২. হামিদুজ্জামান মামুন, দৈনিক যুগান্তর; ৩৩. গোলাম সামদানি, সারাবাংলা; ৩৪. আরিফ শাওন, রাইজিংি বডি.কম; ৩৫. আবু সায়েম, দৈনিক আলোকিত বাংলাদেশ; ৩৬. শুকলা সরকার, এটিএন নিউজ; ৩৭. আবু আলী, দৈনিক আমাদের সময়; ৩৮. আবু হেনা মুহিব, দৈনিক সমকাল; ৩৯. ফেরদাউস মোবারক, দি বিজনেস স্ট্যান্ডার্ড; ৪০. দৌলত আক্তার মালা, দি ফাইনানসিয়াল এক্রপ্রেস; ৪১. জাহাঙ্গীর আলম, দৈনিক আমার সংবাদ; ৪২. মোহাম্মদ আল আমিন, ডেইলি সান; ৪৩. জাকিয়া আহমেদ, বাংলা ট্রিবিউন; ৪৪. ইব্রাহিম হোসেন অভি, ঢাকা ট্রিবিউন; ৪৫. মামুন আবদুল্লাহ, দেশ রুপান্তর; ৪৬. শরিফউদ্দিন লেমন, আরটিভি; ৪৭. সালমান ফারুকী, জিটিভি; ৪৮. রহিম শেখ, দৈনিক জনকণ্ঠ; ৪৯. মর্তুজা হায়দার লিটন, বিডিনিউজ২৪.কম, ও আহবায়ক, আত্মা; ৫০. নাদিরা কিরণ, এটিএন বাংলা ও সহ-আহবায়ক আত্মা; ৫১. মো: মিজান চৌধুরী, দৈনিক যুগান্তর ও সহ-আহবায়ক আত্মা; ৫২. মো. মোস্তাফিজুর রহমান, লিড পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে বাংলাদেশ প্রোগ্রাম; ৫৩. মো: আব্দুস সালাম, গ্রান্টস ম্যানেজার, সিটিএফকে বাংলাদেশ প্রোগ্রাম; ৫৪. মো: আতাউর রহমান, সিনিয়র পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে বাংলাদেশ প্রোগ্রাম; ৫৫. এবি এম জুবায়ের, সদস্য সচিব, আত্মা ও নির্বাহী পরিচালক, প্রজ্ঞা; ৫৬. মোঃ হাসান শাহরিয়ার, প্রজ্ঞা;
৫৭. মোঃ মেহেদী হাসান, প্রজ্ঞা; সভার বিবরণীটি আত্মা’র সচিবালয়, প্রজ্ঞা কর্তৃক ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রস্তুত করা হয়েছে।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: একজন বিউটিএক্সপার্ট লাভলী ডিও’র এগিয়ে যাবার গল্প ... পুরুষ শাসিত সমাজ ব্যবস্থ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রথমবারের মতো প্রচারিত হতে যাচ্ছে ৫২ পর্বের দীর্ঘ ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: প্রবাসী নতুন প্রজন্মকে 'মুক্তিযুদ্ধের ইতিহাস' শোনাবেন সংযুক্ত আরব আমিরাতে ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের প্রতিষ্ঠাতা উপদেষ্টা করোনাযোদ্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষায় “খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধান... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ বিজনেস রিসার্স এন্ড ডেভেলাপমেন্ট কাউন্সিল- বিবিআরডিসি’র উদ্যোগে ২... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আজ ১৫ এপ্রিল, ২০২১ তারিখ বিকাল ৩ টায় বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়, বিজিএমইএ ভবন, চট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ত্রৈমাসিক ব্যবস... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ ও হাসপাতালের রোগী এবং স্বজনদের জন্য ব্য... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের ক্রমবর্ধমান উর্ধ্বগতির কারণে উদ্ভ... বিস্তারিত