শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ০৬:৫৪ এএম
নিউজগার্ডেন ডেস্ক: গত ১১ ফেব্রুয়ারী শপথ গ্রহণের মধ্যদিয়ে চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছেন। তিনি চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটের ঐতিহ্যবাহী বহদ্দার বাড়ির সন্তান।
নবনির্বাচিত এই মেয়রের সামনে জলাবদ্ধতা, পরিস্কার পরিচ্ছন্নতা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও উন্নয়নে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। তবে চান্দগাঁও এলাকার বাসিন্দারা চান সর্বপ্রথম এখান থেকে শুরু করা হোক উচ্ছেদ অভিযান।
বহদ্দারহাট ঘিরে বছরের পর বছর সড়ক, নালা ও ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মাণ ও দখলের হিড়িক লেগে আছে। ফলে যেন দুর্ভোগ নিত্যসঙ্গী এখানকার মানুষের। তবে এবার বদলে যাবে বহদ্দারহাটের দৃশ্য এমন আশা মেয়রের এলাকার বাসিন্দাদের।
সড়ক ফুটপাত, খাল নালায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দায়িত্বে যে প্রতিষ্ঠান, তারাই বহদ্দারহাটে নালার উপর একে একে গড়ে তুলেছেন ৭২টি দোকান। সিটি করপোরেশন মার্কেট নামে হিসেবে পরিচিত এটি। এছাড়া বছর দুয়েক আগে কাঁচাবাজারের ভেতর মূল সড়কের উপর ৮-১০টি দোকান নির্মাণ করা হয়। অনিয়ম জালিয়াতির মাধ্যমে এসব দোকান জায়েজও করেছেন চসিকের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা।
২০১৪ সালে নগরীর শুলকবহর থেকে বহদ্দারহাট ডোমখালি খাল পর্যন্ত বক্স ড্রেন নির্মাণ করে চসিক। সেই সাথে নালা গুলো প্রশস্ত করার উদ্যোগ নিলে ভেঙে ফেলা হয় বহদ্দারহাট কাঁচাবাজারের পাশে চসিকের পুরনো টিনশেডের কিছু দোকান। নালার কাজ শেষ হতেই তার উপর গড়ে ওঠে ৩৫টি পাকা দোকান। এনিয়ে সেসময় ব্যাপক সমালোচনার মুখোমুখি হন ততকালীন মেয়র এম. মঞ্জুর আলম।
সেসময় স্বপন বৈষ্ণব নামে এক মার্কেট মালিক উচ্চ আদালতে রিট করলে চসিককে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সেই আদেশ তোয়াক্কা করেনি কর্তৃপক্ষ। তাছাড়া নালা-খালের উপর স্থাপনা নির্মাণ কোনভাবে আইন সমর্থন করে না।
বহদ্দারহাটের চারটি মার্কেটের দোকানীদের অভিযোগ, চসিকের কিছু অসাধু কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় দখলদার চক্রের যোগসাজশে নালার ওপর অবৈধভাবে এসব দোকান গড়ে উঠেছে।
জানা যায়, প্রথমে অস্থায়ীভাবে টিনশেডের ১০-১৫ টি দোকান ছিল এখানে। পরবর্তীতে নালার উপর স্থায়ীভাবে গড়ে তোলা হয় ৩৫টি দোকান। এতে শেষ নয়, নির্মাণ করা হয় দুই মুখী করে আরো ৩৫টি দোকান।
দীর্ঘ ছয় বছরেও উচ্ছেদ হয়নি নালার উপর চসিকের এই মার্কেট। এতে আশপাশের চারটি মার্কেটের অন্তত পাঁচশো দোকানী রীতিমতো ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন। অগ্নিকাণ্ড কিংবা কোন দুর্ঘটনা হলে, ফায়ার সার্ভিসের গাড়ি ডূকবে সেই সুযোগ পর্যন্ত নেই। এছাড়া বৃষ্টির কারণেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বহদ্দারহাট কাঁচাবাজারের মূল ভবন নির্মাণকালীন সময় বাজারের মূল সড়কের উপর ৮-১০টি দোকান নির্মাণ করা হয়। মোটা অংকের টাকায় বিক্রিও করা হয় এসব দোকান। ফলে চলাচলের মূল সড়কটি এখন সরু হয়ে গেছে।।
২০১৯ সালে বাজারের নতুন ভবন উদ্বোধন করেন বিদায়ী মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। প্রশস্ত গলি, আলো-বাতাস, চলাচলের যথেষ্ট সুবিধা থাকায় প্রথম দিকে ক্রেতার উপস্থিত ভালো ছিল। কিছুদিন যেতে না যেতেই বাজারের ভেতর চলাচলের অলিগলিতে শতাধিক মাছের দোকান বসে। এতে করে বৈধ ব্যবসায়ীদের বেচা বিক্রি কমে ব্যাপক লস গুনতে হচ্ছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাজারের সামনে পার্কিং স্পেস রয়েছে। এটি দখল করে অন্তত ৬-৮টি দোকান নির্মাণের তোড়জোড় চালাচ্ছে একটি চক্র।
শুধু কাঁচাবাজার নয়, ব্যস্ততম বহদ্দারহাট মোড় ঘিরে সড়ক ও ফুটপাত দখলে চলছে যেন প্রতিযোগিতা। সরকারি দলের নাম ভাঙিয়ে কথিত ব্যক্তিরা এসব নিয়ন্ত্রণ করছে। তাদের কাছ থেকে স্থানীয় পুলিশ প্রশাসনও মাসোহারা পাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, কাঁচাবাজারের মুখ থেকে হক মার্কেট পর্যন্ত ফুটপাত ও সড়কে নিয়মিত শতাধিক দোকান বসে। কোটি টাকায় ফুটপাত নির্মাণ করা হলেও, এর সুফল পথচারীরা পাচ্ছেন না। সূর্যের আলো যত কমতে থাকে, দোকানের সংখ্যাও তত বাড়তে থাকে। মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান হলেও পুনরায় তা দখলে চলে যায়। এমন চিত্র শুধু বহদ্দারহাট নয়, পুরো নগরজুড়ে।
বহদ্দারহাট পুলিশ ফাঁড়ির সামনে দুই লেন সড়কের একপাশ নিয়মিত দখলে তাকে পরিবহন স্ট্যান্ডের। আর পুলিশ বক্সের পেছনে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাস কাউন্টার। যাত্রী উঠানামাও করা হয় এখান থেকে।
বহদ্দার বাড়ি মসজিদের সামনে গেলে দেখা মিলবে গ্রাম সিএনজির স্ট্যান্ড। এখান থেকে বলিরহাট পর্যন্ত প্রায় দেড়শ নাম্বার বিহীন টেক্সি চলাচল করছে। ছিনতাইকারীরা নাম্বার বিহীন এসব সিএনজি ব্যবহার করছে।
বহদ্দারহাট মদিনা হোটেলের সামনে সড়কেই আছে একটি মাইক্রো স্ট্যান্ড। নতুন ব্রীজ পর্যন্ত চলছে পারমিট বিহীন অটো টেম্পো। হক মার্কেটের সামনে থেকে জেলার নোয়াপাড়া রুটে চলছে মাহিন্দ্রা নামক গাড়ি।
নতুন চান্দগাঁও থানার মোড়ে গেলে দেখা যায়, ব্যস্ততম এই মোড়ে অসংখ্য বাস দাঁড়িয়ে থাকে সড়কে। এখানে কাউন্টার খুলে চট্টগ্রাম-কক্সবাজার যাত্রী উঠানামা করা হয় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। অথচ পাশেই রয়েছে নির্ধারিত বাস টার্মিনাল।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন: বেশ কয়েকমাস ধরে অস্থির ভোজ্যতেলের অস্থিরতা ঠেকাতে দাম নির্ধারণ করে দিয়েছেন অত্যাবশ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্র... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের সিনিয়র সচিব এন.এম জিয়াউল আলম পিএ এ বলেছেন, প্রশা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, নি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বৈশি^ক মহামারী করোনার ভ্যাকসিন বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে দেশব্যাপী ভ্যাকসিন ব... বিস্তারিত
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়ার খাগরিয়ায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায়... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: করোনায় মানবিক অবদানে সংবর্ধিত হলেন করোনাযোদ্ধা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির প্রতি ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্... বিস্তারিত