মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১০:৩২ এএম
নিউজগার্ডেন ডেস্ক: ফেনী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম মনোনীত মেয়র প্রার্থী (সিংহ মার্কা) তারিকুল ইসলাম মজুমদারের পক্ষে কেন্দ্রীয় যুগ্ম বিভাগীয় সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক এমরান চৌধুরী বলেছেন, আগামী ৩০ জানুয়ারি সিংহ মার্কায় ভোট দিয়ে এনডিএম প্রার্থী তারিকুল ইসলাম মজুমদারকে বিজয়ী করা হলে ফেনী পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। গতকাল গণসংযোগ শেষে ফেনী ট্রাংক রোড এলাকায় একটি পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ফেনী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার পদক্ষেপ গ্রহণ করা হবে। ফেনী পৌরসভা চর্তুপাশ্ববর্তী কাজির বাগ, ধর্মপুর,
শর্শদী, পাঁচগাছিয়া, বালিগাঁও, কালিদহ, মৌটবি, পাঠান নগর ইউনিয়নকে ফেনী কর্পোরেশনে অর্ন্তভূক্ত করে সিটি কর্পোরেশনে উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করা হবে। রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফেনী শিল্প বিকাশের ক্ষেত্রে আমরা দ্রুত কাজ হাতে নেব। এখানে দু'টি বিসিক শিল্প নগরী থাকলেও হাজারো সমস্যা জর্জরিত এ গুলো দীর্ঘ রাজনৈতিক অস্থিরতায় ভীতিকর পরিবেশে কেউ শিল্প কারখানা গড়ে তুলতে সাহস পায়নি, আমরা তা নিরসন করে শিল্প প্রতিষ্ঠার কাজে হাত দেব। ফেনীকে মেগাসিটিতে রুপ দিতে হলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ সব কাজ করতে হলে আপনারা সিংহ মার্কায় ভোট দিয়ে তারিকুল ইসলাম মজুমদারকে জয়যুক্ত করুন।
তিনি এলাকাবাসীদের উদ্দেশ্যে এমরান চৌধুরী বলেন, আপনারা দেশের জনগোষ্ঠির একটি অংশ। কিন্তু এসব এলাকার ভাসমান, বস্তিবাসী ও ভুমিহীন মানুষের সংখ্যা বেশি। তারা সুবিধা ও শিক্ষা বঞ্চিত। কিন্তু এসব হতদরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নের কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এখানে সেনিটেশন, শিক্ষা, যাতায়াত ও বিভিন্ন সমস্যা দীর্ঘদিন বিরাজমান রয়েছে। আমাদের সিংহ মার্কার প্রতীক মেয়র নির্বাচিত হলে হতদরিদ্র জনগোষ্ঠির জন্য নিরাপদ আবাসন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবো।
গণসংযোগে অংশ নিয়ে এমরান চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হরণকারী একটি দল। তারা দিনের ভোট রাতে নিয়ে সংসদে গিয়ে মানুষের বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করেছে। ফেনী পৌরসভা নির্বাচনে ভোট চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সিংহ মার্কাকে জয়ী করতে হবে। তারিকুল ইসলাম মজুমদার একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ফেনীতে পরিকল্পিত উন্নয়ন করতে তারিকুল ইসলাম মজুমদারের বিকল্প নেই। আগামী ৩০ জানুয়ারী তাকে মেয়র পদে নির্বাচিত করুন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, এনডিএম যুগ্ম সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) মোঃ শাহাদাত হোসেন, হুসেইন মুহাম্মাদ শাহাদাত (বরিশাল বিভাগ), এম সাইফুর রহমান, নির্বাহী সদস্য হাসিবুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল সহ এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির প্রতি ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলড... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: করোনা মহামারির মধ্যেও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম’র কেন্দ্র... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ‘বাংলাদেশে আইনের শাসনের নামে যে অপশাসন চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির য... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিবিদরা যখন ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে ছাত্রদলের আহুত বিক্ষোভ সমাবেশে পুলিশী হাম... বিস্তারিত
এম এম রাজামিয়া রাজু: সাতকানিয়ায় রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাধীনচেতা লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ হত্য... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: স্বাধীনচেতা লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে ... বিস্তারিত