শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১২:২৭ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামসহ দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ প্রদান নীতিমালা-২০২০ প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্যে বিগত জুন/২০২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকগণের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীন মোট ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প একক গৃহ নির্মাণের সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করেছে। মুজিববর্ষে
২১টি জেলার ৩৬টি উপজেলায় ৪৪টি প্রকল্পগ্রামে ৭৩৪টি ব্যারাক নির্মানের মাধ্যমে ৩হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। একই সাথে ৬৯ হাজার ৯০৪ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঘটনা বিশ্বে এটাই প্রথম। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ জানুয়ারী ২০২১ ইংরেজি শনিবার সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের ৫৩৮টি সহ দেশের ৫৫ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে একযোগে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। আজ ২১ জানুয়ারী ২০২১ ইংরেজি বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম জাকারিয়া, আরডিসি নাজমুন নাহার, স্টাফ অফিসার টু ডিসি উমর ফারুক, এনডিসি মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর, আশরাফুল আলম, জিল্লু রহমান, মিজানুর রহমান, সুরাইয়া ইয়াসমিন, রেজওয়ানা আফরিন ও নুরজাহান আক্তার সাথী এসময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প থেকে প্রদত্ত নমুনা মোতাবেক কবুলিয়ত দলিল, নামজারী, ও গৃহ প্রদানের সনদ প্রতিটি উপকারভোগীদের মাঝে পৃথক ফোল্ডার করে হস্তান্তরের জন্য প্রস্তুুত রাখা হয়েছে। গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার মধ্যে ৮টি উপজেলায় মোট ৫৩৮টি ঘর প্রস্তÍুত করা হয়েছে। তন্মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় ৬৫টি, পটিয়া উপজেলায় ১১৫টি, চন্দনাইশ উপজেলায় ৭৫টি, সাতকানিয়া উপজেলায় ৩০টি লোহাগাড়া উপজেলায় ১৮টি, বাঁশখালী উপজেলায় ২৫টি, ফটিকছড়ি উপজেলায় ১৮৫টি ও কর্ণফুলী উপজেলায় ২৫টি। ইতোমধ্যে ২৩৮টি ঘর হস্তান্তর করা হয়েছে। উন্নতমানের সামগ্রী দিয়ে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এগুলোতে চলাচলের রাস্তাসহ বিদ্যুৎ ও পানি সুবিধা রয়েছে। চলতি ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে গৃহ ও ভূমিহীনদের মাঝে আরো ১ হাজার ১৩৬ টি ঘর দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষনার পর পর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ উপকারভোগীদের মাঝে গৃহের দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করবেন। এছাড়া বেসরকারী প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের নিজস্ব অর্থায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য রাউজান উপজেলায় ৫৪টি ও সীতাকুন্ড উপজেলায় ২টি ঘর নির্মাণ করা হয়েছে। যাদের জমি আছে কিন্তু অস্বচ্ছল তাদেরকে নিজ জায়গায়, যারা ভূমিহীন ও অস্বচ্ছল তাদেরকে সরকারী খাস জায়গায় গৃহ নির্মাণ করে দেবে সরকার। সরকার কাউকে গৃহহীন থাকতে দেবেনা।
ডিসি আরো বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এখনই গৃহ নির্মাণ উপযোগী ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি পরিবারের জন্য একক গৃহ নির্মাণের অর্থ বরাদ্ধ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা বাস্তবায়নে পর্যায়ক্রমে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য গৃহ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করছে।
মোহাম্মদ মমিনুর রহমান আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সর্বপ্রথম জাতির পিতা দেশের ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় মানুষের পুনর্বাসনের উদ্যোগ গ্রহন করেন। ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারী জাতির পিতা তৎকালীন নোয়াখালী জেলার (বর্তমানে লক্ষীপুর) চরপোড়াগাছা গ্রাম পরিদর্শনে গিয়ে ভূমিহীন-গৃহহীন মানুষের পুনর্বাসনের নির্দেশ দেন।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, কর্পোর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আজ সকালে চান্দগ... বিস্তারিত
ওসমান চৌধুরী, চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামস্থ চন্দনাইশ উপজেলার ঐতিহ্য বাহি দোহাজারী ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের নবনির্বাচিত মেয়র বীর মুক... বিস্তারিত
এম এম রাজামিয়া রাজু: কাল রবিবার দক্ষিণ চট্টগ্রামে ৩টি পৌরসভা নির্বাচন অনুষ্টিত হচ্ছে। প্রতীক বরা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ২৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর চান্দগাঁও আব... বিস্তারিত
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার খাগরিয়ার বটতলে গত বুধবার রাত সাড়ে ১০ টায় এক ব্যক্ত... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নওশেদ আল জাসেদুর রহমান'কে চান্দগ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে বা... বিস্তারিত