বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ০২:২২ এএম
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: ঐতিহ্যবাহি পূর্ব ধোপাছড়ীর সাঙ্গু কুল আলহাজ্ব সামশুল ইসলাম চৌধুরী প্রতিষ্টিত ইসলামি নুরানি একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,অভিভাবক সমাবেশ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভা ইসলামি নুরানি একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি জন প্রতিনিধি আবু রাসেদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাই পরিচালনা পর্ষদের সহকারী পরিচালক হাজী আনিসুর রহমান উদ্ভোদনি বক্তব্য রাখেন। নুরানি একাডেমির অধ্যক্ষ জিয়াউর রহমান স্বাগত বক্তব্যে বলেন কোরআন, হাদিসের আলোকে সন্তান সন্ততিদের সুশিক্ষায় শিক্ষিত করার তাগিদ দেন।পিতা মাতার কর্তব্য তুলে ধরে বলেন সন্তানদের ধর্মিয় শিক্ষা দানের মাধ্যমে আখেরাতে মুক্তি মিলবে অন্যতায়
না।ছাত্র ছাত্রছাত্রীর মায়ের কর্তব্য হচ্ছে নুরানি একাডেমি ছুটির পর বাড়ির কাজ গুলি ঠিকমতো লেখা হচ্ছে কিনা দেখতে হবে অথ্যাৎ সন্তানদের গাইড করার নির্দেশনা দেন।
সভায় অ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরানি একাডেমির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, অভিভাবক আফছার উদ্দিন। হাফেজ সৈকতুল ইসলাম অধ্যক্ষ রশিদিয়া নুরানি একাডেমি।আবদুল কাদের পেশ ইমাম চেমির মুখ পাড়া জামেহ মসজিদ বান্দরবান। জিয়াউর রহমান পেশ ইমাম চেমি মুখ জামেহ মসজিদ। মোঃ আবদুল্লাহ পেশ ইমাম গোয়ালিয়া খোলা জামেহ মসজিদ বান্দরবান।
সব বক্তাগন কোরআন হাদীসের আলোকে কোমলমতি শিশুদের ইসলামিক জীবন গড়ার আহবান জানান।
পূর্ব ধোপাছড়ী ইসলামি নুরানি একাডেমির সহকারী অধ্যক্ষ ধোপাছড়ী কেন্দ্রীয় জামেহ মসজিদের পেশ ইমাম ক্বারি মৌলানা মিজানুর রহমান বক্তব্যের শুরুতে কোরআন করিমের সুরা আর রহমানের ব্যাখ্যা তুলে ধরেন। এবং তিনটি হাদিস তেলোয়াত করে ব্যাখ্যা প্রদান করেন। তিনি সুন্নত, নামাজ, আকিদার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
সভাপতি সমাপনী বক্তব্যে আবু রাসেদ মেম্বার বলেন নুরানি একাডেমির ভবন ও শিক্ষক নিয়োগের গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন সরকারি সহযোগিতা ও ব্যাক্তিগত পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ক্বারি মৌলানা মিজানুর রহমান। মুনাজাতে ইসলামি নুরানি একাডেমির পরিচালক সার্জান্ট মিজানুর রহমান ও নির্বাহি পরিচালক রবিউল ইসলাম ছিদ্দিকি এবং ইসলামি নুরানি একাডেমির প্রতিষ্টাতা আলহাজ্ব সামশুল ইসলাম চৌধুরী সহ নুরানি একাডেমির ছাত্র ছাত্রীদের জন্য দোয়া কামনা করেন, এবং নুরানি একাডেমির সাফল্য কামনা করেন।
এর পর ছাত্র ছাত্রীদের ফলাফল ঘোষণা করা হয়। এবং এক ইসলামিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। ইসলামি সংগতি পরিবেশন করেন নুরানি একাডেমির সহকারী শিক্ষক মোঃ আসিফ।
পরিশেষে তোবারক বিতরন করেন উপস্থিত সবার কাছে। তোবারক উপহার দেন আবদুল হালিম। হালিম ডেকোরেশনের শর্তঅধীকারি। সেই জানাই তার পিতা মৃত আবদুল কদ্দুসের ইছালে ছোয়াবের আশায়।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজের আমীর- হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বর্তমান বিশ্বের কোন একটি রাষ্ট... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম রজব। এ মাস আসে রমজানের আ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৬ ফে... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: শাহসূফী হযরত মহব্বত খলিফা (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ পটিয়া আশিয়ায় আজ (শুক্রবার) ৫ ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: হযরত মোস্তান আলী শাহ’র বার্ষিক ওরশ আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারী চট্টগ্রামের বার আউল... বিস্তারিত
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: বান্দরবান জেলার কুহালং ইউনিয়নের বটতলী চেয়ারম্যান পাড়ার আলোর পথ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র পিরিয়ডিক সভা ৫১ জন সদস্যের উপস্থি... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মো. নূরুল আবছার তৌহিদ বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘প্লাস্টিক বোতল দিন, খাবা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, কর্পোর... বিস্তারিত