মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ০৭:৩১ এএম
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের শিশুবাগ স্কুলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের রহমাতগঞ্জে অবস্থিত শিশুবাগ স্কুলে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। স্কুলের উপর হামলা, শিক্ষক মারধর এবং ছাত্রদের বই বিতরণে বাঁদা ও ভাঙ্গচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। হামলার সময় যদি সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী না পৌঁছাতো তাহলে হয়তো স্কুল পরিচালককে তারা মেরেই ফেলতো বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, ভূয়া দলিল সৃষ্টি করে স্কুল বন্ধ করে দেয়ার পাঁয়তারা করছে একটি মহল দীর্ঘদিন ধরে। তারই রেষ ধরে এই হামলা। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের কাজ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি
জমা দখল করা। দুইজনের নেতৃত্বে এই ভাঙ্গচুরসহ মারামারির ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
সূত্রে প্রকাশ, চট্টগ্রামে ৫৩ বছরের শিশুবাগ স্কুলটি সন্ত্রাসীরা ঘুড়িয়ে দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাবিস্তারে কাজ করে যাচ্ছেন সেই মুহূর্তে একটি ভূমিদস্যু চক্র বিনা নোটিশে চলমান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে। সেই সময় ৫০০ শত শিক্ষার্থীদের হাতে শিক্ষক মন্ডলী সরকারী বই বিতরণ করছিলেন। ১৯৭৮ সালে স্কুলটি সরকারী অনুমোদন প্রাপ্ত হয়ে স্কুলটি পরিচালনা করে আসছিলেন স্কুল কর্তৃপক্ষ। সরকারী সম্পত্তির ১০ গন্ডা সম্পত্তি লিজ নিয়ে স্কুল কর্তৃপক্ষ প্রতি বছর বছর খাজনা পরিশোধ করে স্কুল চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে স্কুল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সামশুদ্দিন মোহাম্মদ ইসহাক ১৯৭৭ সালে ৯ গন্ডা ১ কণ্ঠ সম্পত্তি ক্রয় করে শিশুবাগ স্কুলের নামে দান করে স্কুল পরিচালনা করে আসছেন। শিশুবাগ স্কুলের নামে বিএস লিপিবদ্ধ আছে। এই স্কুলে প্রায় ৫০০ শত ছাত্রছাত্রী অধ্যয়নরত। এ স্কুলটি ভাঙ্গার কারণে ৫০০ শত ছাত্রছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
সন্ত্রাসীরা হামলা করার সময় ডিসিকেও নোটিশ প্রদান করেননি। কোন একটি প্রতিষ্ঠান ভাঙ্গার জন্য সেই প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নোটিশ দিতে হয়। বিনা নোটিশে অর্থের বিনিময়ে বুলডোজার এনে সন্ত্রাসীরা স্কুলটি ঘুড়িয়ে দেয়ার চেষ্টা করে স্থানীয় ও স্কুল কর্তৃপক্ষের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আগামী ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। নির্বাচন উপলক্ষে শিশুবাগ স্কুলটি ৪১৪ নং ভোট কেন্দ্র হিসেবে সরকারী গেজেট প্রকাশ করিয়াছেন। স্কুলটি কিয়দংশ ভেঙ্গে ফেলার ফলে ভোটারগণের ভোট প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে।
গত ৪ জানুয়ারী হঠাৎ সাড়ে ১০ টার সময় ম্যাজিষ্ট্রেটবিহীন আদালতের নাজির এবং পুলিশ ফোর্সসহ কতেক ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ডিক্রিদার ফরিদ চৌধুরী শিশুবাগ স্কুলে হামলা করতে আসায় স্কুলের পরিচালক এস এম নাছের জারী আদালতে অপর ৩০৮/২০২০ মামলার নথি পুট আপ দিয়ে অপর জারী ৪/১৭ মামলায় দখল দেওয়ানী পরোয়ানা রিকল করার এবং জারী কার্যক্রম বন্ধ রাখার আবেদন জানান। আদালত তাহা শুনানী করে পরে আদেশ দেয়া হবে মর্মে উল্লেখ করেন। উক্ত জরী মামলার ডিক্রিদারের কথিত বায়া মিলন কান্তি সেনের কোন প্রকার স্বত্ব স্বার্থ দখল কিংবা খতিয়ানে নামজারী না থাকা সত্ত্বেও উক্ত কথিত ডিক্রিদার এম ফরিদ চৌধুরী তার দলীয় ও বশীভুল অর্থ যোগানকারী মোহাম্মদ ইকবাল নামী ব্যক্তি সম্পূর্ণ জাল ও জালিয়াতির আশ্রয়ে বিজ্ঞ আদালতকে ভ্রমে পতিত করে রায় ডিক্রি নেন বলে সূত্রে প্রকাশ।
উল্লেখ্য, প্রিন্সিপাল সামশুদ্দিন মোহাম্মদ ইসহাক ১৩৮/৬৬-৬৭ ইং ভিপি কেইসমূলে তৎকালীন সরকার হতে রহমতগঞ্জ মৌজার আরএস ৮৩৬ ও ৮৩৭ দাগাদির আন্দর ২৩ শতক ভূমি তৎকালীন ডেপুটি কমিশনার এবং ই.পি চট্টগ্রামের সাথে ১৯৬৬ সালে চুক্তিমূলে ইজারা নিয়ে বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজ উদ্বোধন করেন ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। প্রিন্সিপাল সামশুদ্দিন মোহাম্মদ ইসহাক ১৯৬৮ সালে বাংলা কলেজকে শিশুবাগ স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরে প্রিন্সিপাল সামশুদ্দিন মোহাম্মদ ইসহাক উক্ত ৮৩৬ ও ৮৩৭ দাগাদির মূল মালিক বীরেন্দ্র সেন গুপ্তের ওয়ারিশ স্ত্রী প্রতিভা সেন গুপ্ত এবং তৎপুত্র মিলন কান্তি সেনগুপ্ত হতে ১৮৯০ শতাংশ বা ৯ গন্ডা এক কড়া দুই ক্রান্তি ভিটি ও তদস্থিত দালান গৃহ ১৯৭৭ সালের মার্চের ৯ তারিখে সম্পাদিত ও রেজিষ্ট্রিকৃত ২৫৮৫ নং কবলামূলে খরিদ করে স্কুল পরিচালনা করে আসছেন।
‘শিশুবাগ স্কুলে’ প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বর্তমানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে বলে জানিয়েছেন শিশুবাগ স্কুলের পরিচালক আবু নাসের টিপু। কর্মরত শিক্ষকের সংখ্যা প্রায় ২০ জন বলেও জানান তিনি।
সরকারের প্রতি বিনিত অনুরোধ করে শিশুবাগ স্কুলের পরিচালক আবু নাসের টিপু বলেন, হামলার পর তারা আমাকে জোরপূর্বক স্কুল থেকে বের করে দেয়। আমি সরকারি দায়িত্বশীল মহলকে বিনীত অনুরোধ করবো, যেহেতু প্রমাণিত হয়ে গেছে এটা একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত, স্কুলের ভাবমূর্তি নষ্ট করা এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হোক। এবং আইনের আওতায় এনে যথাযথভাবে তাদের বিচার করা হোক।
সন্ত্রাসীদের হাত হতে সরকারের মালিকানাধীন এবং শিশুবাগ স্কুলের মালিকানাধীন সম্পত্তি রক্ষা করার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ কর্মরত কর্মকর্তাদের সংগ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতা-সার্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতা-সার্... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের ... বিস্তারিত
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার খাগরিয়া বহু উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে চ... বিস্তারিত
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: ধোপাছড়ী ইউনিয়নের পূর্ব ধোপাছড়ী পাহাড় বেষ্টিত নয়নাভিরাম প্রাকৃ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন সিটি কর... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: দৈনিক সকালের সময় ৪র্থ বর্ষপূর্তি ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্ল... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: নগরীর উত্তর ও দক্ষিন পতেঙ্গাসহ দক্ষিন হালিশহর ওয়ার্ডের জনসাধারনকে সালাম ও শুভ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর এক ... বিস্তারিত