সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ০৬:৪৩ পিএম
মোজাফফর হোসাইন সিকদার: রাউজান উপজেলার গহিরা ইউনিয়নস্থ দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসার ৩৫তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালানা জলসায় বক্তারা ধর্মীয় আচার-আচরণ বেশি হওয়া সত্বেও মানুষের হেদায়েত না হওয়ার কারণ উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে ওয়াজ মাহফিল সহ ধর্মীয় আচার আচরণ বেশি বেশি হওয়ার পরও শরীয়তের বিধি বিধান মেনে চলার প্রবণতা দিন দিন হ্রাস পাচ্ছে, এর কারণের মধ্যে সবচেয়ে বড় দুটি কারণ উল্লেখ যোগ্য, ১-হারাম উপায়ে রোজগারের মাধ্যমে ভোগ ভক্ষণ করে শরীরকে নাপাকিতে ভরপুর করে রাখা ২- মানুষের উপর জুলুম করে নিজের অবৈধ শক্তি নিয়ে জাহির করা, এসব উপায়ে অর্থ দ্বারা পবিত্র ইসলামী আচার অনুষ্ঠান পরিচালিত হওয়ার কারণেই এতো এতো ইসলামী সম্মেলন, কোরআন খতম, দাওয়াতে তাবলীগ, বই পুস্তক সহ বিভিন্ন উপায়ে শরীয়তের বিধান মানার আহবান কোন কাজেই আসছেনা।
বরেন্ছ উল্লেখযোগ্য হারে দিন দিন শরিয়ত বিরোধী কর্মকান্ড সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে!! অন্যদিকে, এসবের কারণে জঘন্য গুনাহের কাজে লিপ্ত হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন, কবিরা, ছগিরা গুনাহ সমূহ আল্লাহ চাইলে মাপ করবেন, শিরক ও জুলুমের গুনাহের ব্যাপারে কঠোরতার কথা উল্লেখ করেছেন মহান রব। বর্তমান সময়ে একজন সাধারণ মুসলমানের কাছে ঈমান নিয়ে শরীয়তের বিধান মেনে চলার বড় বাঁধা ক্ষমতাশালী জালেমরা। সে-সব জালেমরা কল্পনাও করতে পারবেনা এভাবেই যদি মৃত্যু হয় পরকালে তাদের জন্য কি অপেক্ষা করছে।
বক্তারা বলেন দুনিয়ার হায়াতে যে যত বড় ক্ষমতাশালী হোক আখেরাতে সবাইকে জবাবদিহি করতে হবে, আমাদের চুড়ান্ত গন্তব্য কবর, এটাই চিরসত্য, যারা ক্ষমতার মোহে মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালাই, জোর করে মানুষের হক নিজের আয়ত্ত্বে নেয় সে-সব জুলুমকারী জালেমরা কবরের বাসিন্দা হওয়ার সাথে সাথেই তাদের বিরুদ্ধে বিচার পক্রিয়া শুরু হবে এবং শেষ দিবসে মহান রবের আদালতের বিচারে কঠোর ও ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে - কাজেই হেলাই ফেলাই সময় ক্ষেপন না করে এখন থেকে মহান রবের দরবারে তাওবা করে মহান আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব রাসুলুল্লাহ সাঃ এর নির্দেশিত পথে চলাই সবার জন দুনিয়া আখেরাত উভয় জায়গার জন্য মঙ্গল।
সভাপতির বক্তব্যে, মাদ্রাসা পরিচালক মুফতী হোসাইন আহমদ, জামেয়ার উন্নয়ন প্রকল্প সহ নির্মাণাধীন ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন করতে বর্তমান খরচ ও ভবিষ্যতের অর্থ ঘাটতিসহ জামেয়ার নানাবিধ সমস্যা তুলে ধরে দ্বীনের সঠিক পয়গাম পৌঁছাতে কওমী মাদ্রাসা সমূহ জিইয়ে রাখতে ঈমানদার মুসলমানদের আর্থিক সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
(১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার উক্ত জামেরার পরিচালক মাওলানা মুফতি হোসাইন আহমদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন, ফটিকছড়ি নানুপুর ওবাঈদিয়া মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা কুতুবউদ্দিন নানুপুরী, বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুফতি মাহমুদুল হাসান,
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি জসিমউদদীন, ফতেপুর মাদ্রাসার মহা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, রাউজানস্থ মদুনাঘাট ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ শেহাবুদ্দিন, রাউজান সায়্যিদুশ শুহাদা (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাজী মোঃ ইউছুপ, আল জামেয়াতুল পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাহেদুল্লাহ, মেখল হামিউসুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ধর্মপুর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল মতিন, বোয়ালখালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ বিন সালাম, বড়দিঘির পাড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ,রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার মাওলানা মুফতি ইসহাক। ডাবুয়া কান্দিপাড়া মাদ্রাসার পরিচালক ক্বারী শহিদুল্লাহ।
জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আজিজ এর ধারাবাহিক সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, ফতেহনগর মাদ্রাসার পরিচালক মাওলানা কাওছার, রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নাছির উদ্দীন, বদুপাড়া মাদ্রাসার পরিচালক আহমদ শফি, গশ্চি মাদ্রাসার পরিচালক মাওলানা শফিউল আলম,
পরে রাত ১১ টার সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে সমাপনী বক্তা ফতেনগর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী বিশেষ মোনাজাত পরিচালনার করেন।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
নিউজগার্ডেন ডেস্ক: যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ এবং আন্দোলনের ১ যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্... বিস্তারিত
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: ঐতিহ্যবাহি পূর্ব ধোপাছড়ীর সাঙ্গু কুল আলহাজ্ব সামশুল ইসলাম চৌধু... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: সম্পূর্ণ মিথ্যা অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার তালিমুল কোরআন ওয়াল হিকমাহ (রহ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ির মাইজভান্ডারস্থ মান্নানীয়ার পশ্চিমে নানুপুর দারুচ্ছালাম ... বিস্তারিত
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: নুরানি বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক অনুমোদিত পূর্ব ধোপাছড়ী ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন,... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: ১৮ নং পশ্চিম বাকলিয়া,নগরী উত্তর ও দক্ষিন পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়ার... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে মারা গেলেন নগর আওয়ামীলী... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিবার্চনের বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ও চট্টগ্রা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউটের মনোচিকিৎসক সহযোগি অধ্যাপক ডা: হেলাল আহম... বিস্তারিত