বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১২:০৩ পিএম
নিউজগার্ডেন ডেস্ক: করোনা দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে রক্ষা করতে সবার মুখে মাস্ক পরা নিশ্চিতকরনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আজ ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত নগরীর শিল্পকলা একাডেমী, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড়, চকবাজার মোড়, বিপণি কেন্দ্র ও আগ্রাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় গরীব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে হকার, পথচারী, ভ্যান চালক ও রিকশা চালকদের মাঝে ২০০ মাস্ক বিতরণ করা হয়। অভিযানকালে মুখে মাস্ক না পরায় মোট ৪৩টি মামলায় ৪৩ জনকে মোট ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেন
ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওমর ফারুক, আশরাফুল আলম ও নুরজাহান আক্তার সাথী। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম আজ বুধবার নগরীর শিল্পকলা একাডেমী, প্রবর্তক মোড় ও গোলপাহাড় মোড়, এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মুখে মাস্ক না পরায় ২৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নগরীর চকবাজার ও বিপনী কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওমর ফারুক। এসময় মাস্ক না পরায় মোট ১৩ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এদিকে নগরীর আগ্রাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরজাজান আক্তার সাথী। এসময় মাস্ক না পরায় মোট ৬ জনকে ৬০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম বলেন, করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে জনাকীর্ণ এলাকায় ঘোরাঘুরি করছে যা স্বাস্থ্য বিধির সম্পূর্ণ লঙ্ঘন যার ফলে নিজেকে ও অন্যদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। অভিযানে দেখা যায় বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকুরিজীবী, ড্রাইভার, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষ মাস্ক পরিধানে অবহেলা, অবজ্ঞা করছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় অনেকেই অবহেলা করে মাস্ক না পওে পকেটে রাখেন। ম্যাজিষ্ট্রেট দেখলে মাস্ক পকেট থেকে দ্রুত মুখে লাগায়। যাদেও কাছে মাস্ক নেই তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেয়া হচ্ছে। দিন দিন মাস্ক পরিধানে মানুষের আগ্রহ বাড়ছে ও মাস্ক না পরলে সচেতন মহল থেকে শাস্তি আরো জোরদার করার বিষয়েও দাবী জানাচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) বদিউল আলম বলেন, মাস্ক পরার জন্যে প্রথম থেকেই আমরা সচেতনতা সৃষ্টির জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারণা সহ মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করে আসছি। তথাপি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই অবহেলা করে মাস্ক পরছেন না যার ফলে মোবাইল কোর্টেও মাধ্যমে তাদেরকে অর্থদন্ড দেওয়া হচ্ছে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যাতে সবাই বাধ্যতামূলক মাস্ক পরে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রতিদিন নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ দুই শিফটে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছে। এছাড়া মাস্কবিহীনদের মাঝে আমরা মাস্ক বিতরণ করছি।
সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
লাইক ফেইসবুক পেইজ
এম এম রাজা মিয়া রাজু: আজ বুধবার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সিটিকর্পোরেশনের নির্বাচন। ্এ নির্বাচ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে স্বতন্ত্র প... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: নির্বাচনের আগের কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে অ... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ক্ষুধা ও দা... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: দেশের ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসাবে কনজ্যুমারস অ্যাসো... বিস্তারিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলে চট্টগ্রামকে ওয়াইফাই নগরী হিসেবে ... বিস্তারিত
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়ায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্... বিস্তারিত
এম এম রাজা মিয়া রাজু: আজ বুধবার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সিটিকর্পোরেশনের নির্বাচন। ্এ নির্বাচ... বিস্তারিত
ছৈয়দ মোহাম্মদ অলিদুল হুদা ওয়ালিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংবাদদাতা: দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্... বিস্তারিত
ছৈয়দ মোহাম্মদ অলিদুল হুদা ওয়ালিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংবাদদাতা: দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড... বিস্তারিত